অপপ্রচারকারী চক্র শনাক্ত, ২ গ্রেফতার - দৈনিকশিক্ষা

আক্রান্ত জাফর ইকবালঅপপ্রচারকারী চক্র শনাক্ত, ২ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক |

ড. মুহাম্মদ জাফর ইকবালের ওপর হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যু নিয়ে উল্লাস এবং বিভিন্ন মিথ্যা তথ্য ছড়ানোর দায়ে অপপ্রচারকারী চক্রকে শনাক্ত করেছে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। গ্রেফতার করা হয়েছে চক্রটির দুই সদস্যকেও। এদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রমনা থানায় মামলা হয়েছে। এ ছাড়া কুৎসা ও নোংরা তথ্য ছড়ানোর ঘটনায় পুলিশের আবেদনের পর ফেসবুক কর্তৃপক্ষ 'খালিদ বিন ওয়ালিদ' নামে একটি আইডি বন্ধ করে দিয়েছে।

গত ৩ মার্চ জাফর ইকবালের ওপর হামলার পর পরই একটি গ্রুপ বিভিন্ন স্ট্যাটাস দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জঘন্যভাবে 'উল্লাস' করতে থাকে। বিভিন্ন সংবাদপত্রের ওয়েবসাইটে প্রকাশিত হামলা-সংক্রান্ত সংবাদের নিচে তার সম্পর্কে বিদ্বেষপূর্ণ মন্তব্যের পাশাপাশি ঘটনার অপব্যাখ্যাও দেয় এ চক্র। এদের কোনো কোনো স্ট্যাটাসের ভাষা ছিল ভীষণ অশ্নীল। কয়েকটি স্ট্যাটাসের জন্য আবার নোংরা ছবিও শেয়ার করা হয়েছিল। এই অপপ্রচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতারের পর জানা গেছে- শুধু জাফর ইকবাল নন, রাষ্ট্রের আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি, শিক্ষাবিদ, লেখক ও বুদ্ধিজীবিকে টার্গেট করে চক্রটি সুপরিকল্পিতভাবে সাইবার জগতে চালাচ্ছে বিদ্বেষপূর্ণ অপপ্রচার। চক্রটি ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ, ১৬ ডিসেম্বর এবং পহেলা বৈশাখ নিয়েও নানা ব্যঙ্গাত্মক ছবি, স্ট্যাটাস ও কমেন্ট পোস্ট করছে- যা জাতীয় চেতনার পরিপন্থী। কিছু আইডি থেকে বিশিষ্টজনকে গালমন্দও করা হচ্ছে। জাফর ইকবালের ওপর হামলার পর একটি স্ট্যাটাস ছিল এরকম : 'জাফর ইকবাল একজন নাস্তিক। তিনি আর যাই হোন না কেন, মুসলিম নন। আগেও হত্যার চেষ্টা করা হয়েছে। তখন সফল হয়নি। এবার সফল হয়েছে। এবার মজা দেখ।' 

 

 

এ ব্যাপারে জানতে চাইলে পুলিশের সাইবার ক্রাইম বিভাগের ডিসি আলিমুজ্জামান বলেন, যারা অনলাইনে বিশিষ্টজন ও জাতীয় দিবসকে টার্গেট করে উস্কানিমূলক বক্তব্য প্রচার করছে, তাদের মধ্যে দু'জনকে গ্রেফতার করা হয়েছে। এ চক্রের অন্যদের খোঁজা হচ্ছে। বিভিন্ন আইডি শনাক্ত করে এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার কাজ চলছে।
 
পুলিশের উচ্চপদস্থ একাধিক কর্মকর্তা জানান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাফর ইকবালের ওপর জঙ্গি হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমের বেশ কয়েকটি আইডি থেকে হামলাকে সমর্থন করে স্ট্যাটাস দেওয়া হয়। সাইবার ক্রাইম ইউনিট তদন্ত শুরুর পর বেরিয়ে আসে, 'খালিদ বিন ওয়ালিদ' নামে একটি ফেসবুক ও টুইটার আইডি থেকে জাফর ইকবালকে নিয়ে অতিমাত্রায় বিদ্বেষপূর্ণ প্রচারণা ছড়ানো হয়েছে। এ ছাড়াও কিছু ফেসবুক ও টুইটার আইডি থেকে আনন্দ প্রকাশ করা হয়েছে। 
 
তদন্তে বেরিয়ে এসেছে, খালিদ বিন ওয়ালিদ নামে আইডি পরিচালনা করেছে মূলত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের বিরামচরের বাসিন্দা ইকবাল হোসেন খান। এই আইডির প্রোফাইল ছবি ছিল ইসলামিক স্টেটের (আইএস) পতাকা। ইকবাল এক সময় একটি পোশাক কারখানায় চাকরি করত। তবে মাঝেমধ্যে কর্মস্থলে অনুপস্থিত থাকায় চাকরি হারায় সে। এরপর থেকে সে নিয়মিত বেনামি আইডি থেকে আনসার আল ইসলামের বিভিন্ন লেখা পোস্ট করত। জাফর ইকবালসহ বিভিন্ন বিশিষ্টজনের নামেও মিথ্যাচার করে আসছিল সে।
 
গত ১৩ মার্চ সহকারী পুলিশ সুপার ইশতিয়াক আহমেদের নেতৃত্বে পুলিশের একটি টিম হবিগঞ্জ থেকে ইকবালকে গ্রেফতার করে দুই দিনের রিমান্ডে নেয়। তার সূত্র ধরে কামরাঙ্গীরচর এলাকা থেকে গ্রেফতার করা হয় মাদ্রাসা শিক্ষক আলামিন রুমীকে। এই মাদ্রাসা শিক্ষকও নামে-বেনামে বিভিন্ন আইডি থেকে জাফর ইকবালসহ অন্যান্য বিশিষ্টজন সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিত। 
 
পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, সিলেট থেকে গ্রেফতার ইকবালের জঙ্গিদের ব্যবহূত টেলিগ্রাম অ্যাপসে অ্যাকাউন্ট ছিল। অনলাইনে বিদ্বেষপূর্ণ প্রচারণা করা হয়, এমন ২৩টি অখ্যাত নিউজ চ্যানেলের সাবস্ট্ক্রাইবার সে। তার একাধিক বেনামি আইডিতে আনসার আল ইসলামের আধ্যাত্মিক নেতা জসীমুদ্দিন রাহমানির বিভিন্ন লেখা পাওয়া গেছে। ইকবাল গ্রেফতারের পর থেকে তার ভাগ্নে রাজীব গা ঢাকা দিয়েছে। রাজীবও বিভিন্ন বেনামি আইডি থেকে উগ্র মতাদর্শ প্রচার করে আসছিল বলে জানান গোয়েন্দারা। 
 
গ্রেফতারকৃতদের মধ্যে রুমীর একটি পোস্ট ছিল এমন- 'ভাষা আন্দোলনের মধ্য দিয়ে মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করা হয়েছে।' 
 
ইকবাল একটি পোস্ট শেয়ার করেছে, যাতে লেখা হয়েছে- 'জাফর ইকবাল একজন সু-লেখক হতে পারেন, কিন্তু ধর্মের ব্যাপারে তিনি একেবারেই অন্তঃসারশূন্য। ধর্মীয় কোনও বিষয়ে তার কাছ থেকে কোনও উপদেশ গ্রহণ করা আর একটা অন্ধকে পথপ্রদর্শক হিসেবে গ্রহণ করা একই কথা।' একটি স্ট্যাটাসে সে লিখেছে, 'জাফর ইকবালের ওপর হামলার ঘটনা সম্পূর্ণ সাজানো নাটক ছিল'। আরেকটি স্ট্যাটাসে সে লিখেছে, 'বাংলার মুক্তমনাদের জানাতে চাচ্ছি, আপনারাই বলেন, বাংলার একটা অভিজিৎ রায় মারলে হাজার অভিজিৎ রায় জন্ম নেবে। এক জাফর ইকবাল হত্যা করলে হাজার হাজার জাফর ইকবাল জন্ম নেবে। তা হলে আপনারাই এদের হত্যা করে এ দেশ নাস্তিকময় করে তুলুন।' 'মুরসালিন এসকে' নামের একটি আইডি থেকে মন্তব্য করা হয়, 'মুজাহিদিনরা এদেরই টার্গেট করে'। 
 
জঙ্গি-সংক্রান্ত খোঁজ রাখেন পুলিশের এমন এক শীর্ষ কর্মকর্তা জানান, যারা উগ্রপন্থি তারা নানা গ্রুপে কাজ করে। কেউ দায়িত্ব পালন করে অপারেশনাল ইউনিটে। কেউ আধ্যাত্মিক বয়ান দেয়। কেউ আবার 'মিডিয়া টিমে'র সদস্য হয়ে জঙ্গি সংগঠনের কর্মকাণ্ড বাস্তবায়ন করে। যারা মিডিয়া টিমে রয়েছে তাদের দায়িত্ব থাকে, টার্গেট করা ব্যক্তি সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিভ্রান্তিকর তথ্য প্রচার করা। এ ছাড়া এ দলের সদস্যরা জঙ্গি অপারেশন হলে সেটাকে সমর্থন করে পোস্ট দিয়ে থাকে। এ দলভুক্ত সদস্যদের কৌশল থাকে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে ধরা পড়ার পর তথ্য না দেওয়ার কৌশল হিসেবে নিজেদের 'মানসিক বিকারগ্রস্ত' হিসেবে উপস্থাপন করা। পুলিশের জিজ্ঞাসাবাদের সময় তারা নানা ধরনের ওষুধ চেয়ে থাকে- যেগুলো মূলত চেতনানাশক। চিকিৎসকের পরামর্শ ছাড়া এসব ওষুধ দেওয়া হলেই বিপদে পড়তে হয় এবং তাদের জিজ্ঞাসাবাদও থেমে যায়।
 
সৌজন্যে: সমকাল

 

স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও - dainik shiksha স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল - dainik shiksha ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি - dainik shiksha সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ - dainik shiksha বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি - dainik shiksha সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা - dainik shiksha ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস - dainik shiksha এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস please click here to view dainikshiksha website Execution time: 0.0041959285736084