অবৈধভাবে কর্মচারীর এমপিওভুক্তি, প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু - দৈনিকশিক্ষা

অবৈধভাবে কর্মচারীর এমপিওভুক্তি, প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু

নিজস্ব প্রতিবেদক |

কক্সবাজার জেলার চকরিয়ায় কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনে অবৈধভাবে অফিস সহকারী এস এম সেলিমকে নিয়োগ দিয়ে এমপিওভুক্ত করা হয়েছে। এ অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল কবিরের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সূত্র দৈনিক শিক্ষাকে এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, কক্সবাজার জেলার চকরিয়ায় কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনে অবৈধভাবে অফিস সহকারী এস এম সেলিমকে নিয়োগ দিয়ে এমপিওভুক্ত করা হয়েছে বলে অভিযোগ আসে শিক্ষা মন্ত্রণালয়ে। অভিযোগে বলা হয়, এমপিও নীতিমালা ও জনবল কাঠামো নির্দেশিকা অনুসারে অফিস সহকারী পদে কোনো প্রাপ্যতা না থাকা সত্ত্বেও ২০১১ খ্রিষ্টাব্দের ১৩ জানুয়ারি উচ্চমান সহকারী পদে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সে প্রেক্ষিতে এস এম সেলিম নামে একজনকে উচ্চমান অফিস সহকারী পদে নিয়োগ দেয়া হয়। কিন্তু, জনবল কাঠামো নির্দেশিকা অনুসারে মাধ্যমিক বিদ্যালয়ে উচ্চমান সহকারী নামে কোনো পদের অস্তিত্ব নেই।

অভিযোগে আরও বলা হয়, ২০১১ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠানটিতে রফিকুল ইসলাম নামে একজন নিম্নমান অফিস সহকারী এমপিওভুক্ত ছিলেন। ২০১৮ খ্রিষ্টাব্দে ১২ এপ্রিল অফিস সহকারী রফিকুল ইসলাম অবসর গ্রহণ করেন। এরপর ম্যানেজিং কমিটির কোনো সিদ্ধান্ত ছাড়াই ভুয়া তথ্য প্রদান করে সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল কবির অফিস সহকারী এস এম সেলিমকে এমপিওভুক্ত করাতে অনলাইনে আবেদন অগ্রায়ন করেন। ২০১৮ খ্রিষ্টাব্দের নভেম্বরে তাকে এমপিও করা হয়। 

অভিযোগটি আমলে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে শিক্ষা অধিদপ্তরকে অভিযোগটি তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। অভিযোগটি তদন্ত করে ১৫ কর্মদিবসের মধ্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে। 

এ বিষয়ে প্রতিষ্ঠানটির সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল কবিরের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, `এস এম সেলিমের নিয়োগ আমার সময় হয়নি। আমার আগের প্রধান শিক্ষক তাজুল ইসলাম তাকে নিয়োগ দিয়েছেন'। কিন্তু তার সময়ে এস এম সেলিমের এমপিও আবেদন অগ্রায়ন করা হয়েছে জানালে নুরুল ইসলাম বলেন, `প্রাপ্যতার বিষয়টি জানা না থাকায় আবেদন অগ্রায়ন করেছি। উপজেলা শিক্ষা অফিস, জেলা শিক্ষা অফিস, অঞ্চলিক উপপরিচালকের অফিস হয়ে এমপিও আবেদন গিয়েছে। তাদের আবেদন যাচাই করার কথা। তাহলে কিভাবে তিনি এমপিওভু্ক্ত হলেন'। 

ফল জালিয়াতি: পদে রেখেই সচিবের বিরুদ্ধে তদন্ত - dainik shiksha ফল জালিয়াতি: পদে রেখেই সচিবের বিরুদ্ধে তদন্ত শিক্ষক-কর্মচারী বদলি নীতিমালার কর্মশালা কাল - dainik shiksha শিক্ষক-কর্মচারী বদলি নীতিমালার কর্মশালা কাল দুবাইয়ে বন্যায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা - dainik shiksha দুবাইয়ে বন্যায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা ডিপ্লোমা প্রকৌশলীদের বিএসসির সমমান দিতে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি - dainik shiksha ডিপ্লোমা প্রকৌশলীদের বিএসসির সমমান দিতে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি ৯৬ হাজার ৭৩৬ শিক্ষক নিয়োগ, আবেদন করবেন যেভাবে - dainik shiksha ৯৬ হাজার ৭৩৬ শিক্ষক নিয়োগ, আবেদন করবেন যেভাবে ফিলিস্তিনকে সমর্থনের ‘অভিযোগে’ সেরা ছাত্রীর বক্তৃতা বাতিল - dainik shiksha ফিলিস্তিনকে সমর্থনের ‘অভিযোগে’ সেরা ছাত্রীর বক্তৃতা বাতিল মেডিক্যাল ভর্তি পরীক্ষা হতে পারে জানুয়ারিতে - dainik shiksha মেডিক্যাল ভর্তি পরীক্ষা হতে পারে জানুয়ারিতে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0069031715393066