অর্থ আত্মসাতের দায়ে প্রধান শিক্ষক বরখাস্ত - দৈনিকশিক্ষা

অর্থ আত্মসাতের দায়ে প্রধান শিক্ষক বরখাস্ত

ঝালকাঠি প্রতিনিধি |

ঝালকাঠির বাউকাঠি বিন্দুবাসিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মো. দেলোয়ার হোসেনকে প্রতিষ্ঠানের ৫ লাখ ৬৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত শেষে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সোমবার (২৯ অক্টোবর) সভাপতি মোহাম্মদ সোহরাব হোসেন তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেন। 

সৈয়দ দেলোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০০১ খ্রিস্টাব্দে বাউকাঠি বিন্দুবাসিনী মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যোগদানের পর নানা অনিয়ম দুর্নীতির আশ্রয় নিয়ে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ করতে থাকেন। ছুটি ছাড়াই তিনি বেশিরভাগ সময় স্কুলে অনুপস্থিত থাকেন। 

এসব অভিযোগের প্রেক্ষিতে সম্প্রতি ম্যানেজিং কমিটি পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি বিদ্যালয়ের ক্যাশবই পরীক্ষা করে বিভিন্ন অনিয়ম দেখতে পান। প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন জনতা ব্যাংকের ঝালকাঠি স্টেশন রোড শাখায় ০৬৯০৩১০০১৫৪৮৫ নং হিসাব থেকে ২০১৬ খ্রিস্টাব্দে  ৩ লাখ ৬৯ হাজার ২৯৫ টাকা উত্তোলন করে বিদ্যালয়ে কোন খরচের হিসাব না দিয়ে নিজে আত্মসাৎ করেন। একই ব্যাংকের ০৬০৯০৩১০০২১১৫৬ নম্বর হিসাব থেকে ৫৬ হাজার টাকাও উত্তোলন করেন তিনি। মো. আমজাদ আলী নামে একজনকে অস্থায়ী দাতা সদস্য করে তার কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে বিদ্যালয়ের তহবিলে জমা না দিয়ে আত্মসাৎ করেন। ২০১৬ খ্রিস্টাব্দে টিউশন ফি বাবদ ৪৮ হাজার টাকা এবং ম্যানেজিং কমিটির নির্বাচনের নামে ৪৪ হাজার টাকা আত্মসাৎ করেন। ২০১৪ খ্রিস্টাব্দের ২০ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত মোট ১৮ দিন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসার জন্য ভর্তি থাকলেও তিনি ২৮ জুন হাজিরা খাতায় সই করে বিদ্যালয়ে উপস্থিত দেখান। 

এ ছাড়া সৈয়দ দেলোয়ার হোসেন বিদ্যালয়ের পুকুর এবং নারিকেল গাছ লিজ দিয়ে টাকা বিদ্যালয়ে জমা না দিয়ে নিজে নিয়ে নেন।

ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ সোহরাব হোসেন বলেন, প্রধান শিক্ষক সৈয়দ দেলোয়ার হোসেন একজন সার্টিফিকেটধারী অযোগ্য শিক্ষক। তিনি যোগ দেওয়ার পর এসএসসির পাসের হার কমে গেছে। ২০০১ খ্রিস্টাব্দে রাজনৈতিক প্রভাবে ম্যানেজিং কমিটিকে ম্যানেজ করে নিয়োগ লাভ করেন। 

তবে প্রধান শিক্ষক সৈয়দ দেলোয়ার হোসেন দুর্নীতির অভিযোগ অস্বীকার করে দৈনিকশিক্ষা ডটকমকে বলেন, সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া অভিযোগের ভিত্তিতে আমাকে আমাকে বরখাস্ত করা হয়েছে। বরং ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ সোহরাব হোসেন বিদ্যালয়টিকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন। বরখাস্তের বিরুদ্ধে বরিশাল শিক্ষা বোর্ডে লিখিত অভিযোগ করেছেন বলেও তিনি জানান।

 

স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও - dainik shiksha স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল - dainik shiksha ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি - dainik shiksha সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ - dainik shiksha বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি - dainik shiksha সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা - dainik shiksha ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস - dainik shiksha এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস please click here to view dainikshiksha website Execution time: 0.0052590370178223