আইরিশদের হারিয়ে ফাইনালে মেয়েরা - দৈনিকশিক্ষা

নারী বিশ্বকাপ বাছাই পর্বআইরিশদের হারিয়ে ফাইনালে মেয়েরা

দৈনিকশিক্ষা ডেস্ক |

টানা তৃতীয়বার বাছাই পর্ব থেকে আইসিসি টি-২০ বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। ২০১৪ খ্রিষ্টাব্দে দেশের মাটিতে সরাসরি বিশ্বকাপে খেলেছিল বাংলাদেশের মেয়েরা। ২০১৬, ২০১৮ খ্রিষ্টাব্দে টি-২০ বিশ্বকাপের দুটি আসরে খেলেছিল বাংলাদেশ বাছাই পর্বের বাধা পেরিয়ে। আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপের পরবর্তী আসর। সেখানেও নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করেছে বাংলাদেশ নারী দল। গতকাল স্কটল্যান্ডে বাছাই পর্বের সেমিফাইনালে আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা। আর ফাইনালে জায়গা করে নেওয়ার মাধ্যমে টি-২০ বিশ্বকাপের মূল পর্বের টিকিটও পেয়ে গেল বাংলাদেশ নারী দল।

গতকাল সেমিফাইনালে টস জিতে আগে ব্যাট করে আয়ারল্যান্ড। বাংলাদেশের বোলিং তোপে সুবিধা করতে পারেনি দলটি। ৮৫ রানে অলআউট হয় আইরিশ নারী দল। অধিনায়ক ডিলানি ২৫, রিচার্ডসন ২৫, প্রেনডারগাস্ট ১০ রান করেন। এর বাইরে আর কেউ দুই অঙ্কের ঘরও স্পর্শ করতে পারেননি। বাংলাদেশের বোলারদের মধ্যে ফাহিমা খাতুন তিনটি, রিতু মনি, সালমা খাতুন, নাহিদা আক্তার, জাহানারা আলম একটি করে উইকেট নেন।

জবাবে বাংলাদেশের শুরুটা অবশ্য ভালো ছিল না। টপঅর্ডারের ব্যর্থতায় ৩০ রানে ৪ উইকেট হারিয়ে বসেছিল বাংলাদেশ। তারপরও সানজিদা ইসলামের ব্যাটে ১৮ দশমিক ৩ ওভারে ৬ উইকেটে ৮৬ রান তুলে ম্যাচ জিতে নেয় সালমা খাতুনের দল। পঞ্চম উইকেটে রিতু মনিকে নিয়ে ৩৮ রানের জুটি গড়েন সানজিদা ইসলাম। ৩৭ বলে ৩টি চারে অপরাজিত ৩২ রান করেন তিনি। ১৫ রান করে রানআউট হন রিতু মনি। তিনি ফিরলেও দলের জয় নিশ্চিত করে ফিরেন সানজিদা। এ ছাড়া মুর্শিদা খাতুন ১৩, জাহানারা আলম অপরাজিত ৬ রান করেন। ম্যাচ জয়ী ইনিংস খেলা সানজিদা ম্যাচ সেরার পুরস্কার পান।

উল্লেখ্য, আগামী ৭ সেপ্টেম্বর বাছাই পর্বের ফাইনাল অনুষ্ঠিত হবে। আর বাছাই পর্বের ফাইনালে খেলা দুই দল খেলবে ২০২০ বিশ্বকাপের মূল পর্বে।

ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি - dainik shiksha ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে - dainik shiksha ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে মাকে ভরণপোষণ না দেয়ায় শিক্ষক গ্রেফতার - dainik shiksha মাকে ভরণপোষণ না দেয়ায় শিক্ষক গ্রেফতার ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.011883974075317