আগামী বাজেটের আগে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা সরকারিকরণ দাবি - দৈনিকশিক্ষা

আগামী বাজেটের আগে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা সরকারিকরণ দাবি

চট্টগ্রাম প্রতিনিধি |

মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশনপ্রাপ্ত  সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা আগামী বাজেটের আগে সরকারিকরণের দাবি জানিয়েছেন শিক্ষক নেতারা। শনিবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতি চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত শিক্ষক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতি চট্টগ্রাম বিভাগীয় শাখার সভাপতি এ বি এম নাজিম উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির কেন্দ্রীয় সভাপতি হাফেজ কাজী ফয়েজুর রহমান। প্রধান আলোচক হিসেবে ছিলেন সমিতির কেন্দ্রীয় মহাসচিব কাজী মোখলেছুর রহমান। 

 বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতি চট্টগ্রাম বিভাগীয় শিক্ষক সমাবেশে বক্তারা

সমিতির বিভাগীয় সেক্রেটারি মুহাম্মদ হামিদুর রহমানের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন মেরিট বাংলাদেশ ফাউন্ডেশন চট্টগ্রামের চেয়ারম্যান প্রিন্সিপাল ড. লায়ন সানাউল্লাহ। 

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি এ বি এম আবদুল কুদ্দস চৌধুরী, মাহমুদুল হাসান, যুগ্ম মহাসচিব আবু মুসা ভূঁইয়া, সাংগঠিক সম্পাদক মো: শামসুল আলম, দপ্তর সম্পাদক ইনতাজ বিন হাকীম। স্থানীয় নেতাদের মধ্যে বক্তব্য দেন সমিতির চট্টগ্রাম জেলা  সেক্রেটারি মাওলানা ইকরাম হোসেন, কক্সবাজার জেলা সেক্রেটারি মাওলানা হাসান রব্বানী, পেকুয়া উপজেলা সেক্রেটারি মাওলানা আবদুল হক প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি হাফেজ কাজী ফয়েজুর রহমান বলেন, স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা চরম অবহেলিত। তারা যুগ যুগ ধরে বিনা বেতনে কচিকাঁচা শিশুদের পাঠ দান করে আসছে। আগেকার সরকারগুলো তাদের ভাগ্যোন্নয়নে কোনো পদক্ষেপ নেয়নি। বর্তমান সরকার তাদের সরকারিকরণের প্রাথমিক পদক্ষেপ হিসেবে ইবতেদায়ি মাদরাসা নীতিমালা-২০১৮ প্রণয়ন করেছে। তিনি সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, আগামী বাজেটের আগেই স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা সমূহকে সরকারিকরণের ঘোষণা দিতে হবে। এ দাবি আদায়ে তিনি সমিতির সকল স্তরের জনবলকে ঐক্যবদ্ধ থেকে দায়িত্ব পালনের অনুরোধ জানান তিনি।

সমিতির মহাসচিব কাজী মোখলেছুর রহমান সমিতির ৮ দফা বাস্তবায়নের দাবি জানান। দফাগুলো হচ্ছে :সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশনপ্রাপ্ত সব স্বতন্ত্র  ইবতেদায়ি মাদরাসাকে সরকারিকরণ, স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার জন্য গৃহীত নীতিমালার পূর্ণাঙ্গ বাস্তবায়ন, কোড নম্বরবিহীন  মাদরাসাগুলোকে কোড নম্বরের অন্তর্ভুক্তকরণ, স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা পাঠদানের অনুমতি/স্থগিতাদেশ ২০০৮ প্রত্যাহার, মাদারাসা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশনের নিয়মানুযায়ী প্রতি প্রতিষ্ঠানে ৫ জন করে শিক্ষক পূনর্বহাল, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার জন্য ভবন নির্মাণ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদেরকে পিটিআইয়ের মাধ্যমে ট্রেনিংয়ের ব্যবস্থা  এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার স্থায়ী রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা। 

 

ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.0035450458526611