আট বছর পর চালু হলো কারমাইকেল কলেজের ছাত্রাবাস - Dainikshiksha

আট বছর পর চালু হলো কারমাইকেল কলেজের ছাত্রাবাস

নিজস্ব প্রতিবেদক |

আট বছর বন্ধ থাকার পর চালু হলো রংপুরের কারমাইকেল কলেজের দুটি ছাত্রাবাস। গোপাল লাল (জিএল) ছাত্রাবাস এরই মধ্যে ছাত্রদের জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়েছে। কাশিম বাজার (কেবি) ছাত্রাবাস দুয়েকদিনের মধ্যেই বসবাস উপযোগী হয়ে উঠবে।

তবে দুই ছাত্রাবাস মিলিয়ে মাত্র ২২০টি আসন প্রায় ২১ হাজার শিক্ষার্থীর বিপরীতে খুবই অপ্রতুল উল্লেখ করে দ্রুত বাকিগুলোও সংস্কার ও নতুন ছাত্রাবাস নির্মাণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

কারমাইকেল কলেজ সূত্রে জানা গেছে, ২০১১ খ্রিষ্টাব্দের ১৫ মার্চ কলেজের সবকটি ছাত্রাবাস (কেবি, জিএল ও ওসমানী) অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়। ছাত্রাবাস বন্ধের বিজ্ঞপ্তিতে অনভিপ্রেত’ কারণ উল্লেখ করা হলেও জানা যায়, তখন হলগুলো একটি ছাত্র সংগঠনের ক্যাম্প’ হিসেবে ব্যবহারের অভিযোগ ওঠেছিল। এদিকে দীর্ঘদিন অব্যবহৃত থাকায় ওসমানী ছাত্রাবাস ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। মুসলিম (সিএম) ছাত্রাবাসটি ২০০৮ খ্রিষ্টাব্দে পরিত্যক্ত ঘোষণা করে কলেজ কর্তৃপক্ষ।

গত শনিবার সরেজমিন ঘুরে দেখা গেছে, জিএল ছাত্রাবাসের সামনে একাধিক ছাত্রের জটলা। অনেকেই ছাত্রাবাসে থাকার নিয়মকানুন জানতে এসেছেন।

জিএল ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক মো. সিরাজুল ইসলাম বলেন, ছাত্র ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। এখন পর্যন্ত ১৪ জন ভর্তি হয়েছে। অনেকে খোঁজখবর নিতে আসছে। এখানে ১৭০ ছাত্র থাকতে পারবে। প্রত্যেকের মাসে খরচ পড়বে দেড় হাজার টাকা। তবে এ ছাত্রাবাসের এখনো আরো সংস্কার দরকার বলে জানান তিনি।

কলেজ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দূরদূরান্ত থেকে যারা পড়তে আসেন, তাদের কলেজপাড়া এলাকায় মেসে থাকতে হয়। এতে প্রতি মাসে প্রায় ৩ হাজার টাকা খরচ হয় তাদের। অথচ ছাত্রাবাসে থাকতে পারলে খরচ হবে এর অর্ধেক। এ কারণে ছাত্রাবাস চালু হওয়ায় তারা খুশি। তবে আসন যেহেতু সীমিত, সেহেতু মেধার ভিত্তিতে বরাদ্দ দেয়ার দাবি জানান তারা।

কারমাইকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. আমজাদ হোসেন বলেন, বর্তমান অধ্যক্ষ যোগ দেয়ার পর থেকেই অগ্রাধিকারভিত্তিতে ছাত্রাবাস চালুর উদ্যোগ নেন। এরই পরিপ্রেক্ষিতে কেবি ও জিএল ছাত্রাবাস খোলা ও আবাসিক ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া এইচএসসির ছেলেমেয়েদের জন্য দুটি ছাত্রাবাস নির্মাণের কাজ চলছে। প্রতিটির আসন সংখ্যা হবে ১৩০।

এদিকে ব্যবহার অনুপযোগী ওসমানী এবং পরিত্যক্ত ঘোষিত মুসলিম ছাত্রাবাস দুটিও চালু করা হবে বলে জানিয়েছেন কারমাইকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ আনোয়ার হোসেন।

এমপিও কোড পেলো আরো ১৪ স্কুল-কলেজ - dainik shiksha এমপিও কোড পেলো আরো ১৪ স্কুল-কলেজ নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী হিটস্ট্রোকে বিশ্ববিদ্যালয় ছাত্র তূর্যের মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে বিশ্ববিদ্যালয় ছাত্র তূর্যের মৃত্যু পরীক্ষার নাম এসএসসিই থাকবে, ওয়েটেজ ৫০ শতাংশ - dainik shiksha পরীক্ষার নাম এসএসসিই থাকবে, ওয়েটেজ ৫০ শতাংশ ফরেনসিক অডিটে ফাঁসছেন দশ হাজার জাল সনদধারী - dainik shiksha ফরেনসিক অডিটে ফাঁসছেন দশ হাজার জাল সনদধারী কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পিএইচডি ফেলোশিপ - dainik shiksha প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পিএইচডি ফেলোশিপ সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি - dainik shiksha সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন - dainik shiksha জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা - dainik shiksha সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা please click here to view dainikshiksha website Execution time: 0.003925085067749