আমি মনে করি কোনো বই নিষিদ্ধ করা ঠিক নয় : অর্থমন্ত্রী - দৈনিকশিক্ষা

আমি মনে করি কোনো বই নিষিদ্ধ করা ঠিক নয় : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |

কোনো বইকে নিষিদ্ধ করা ঠিক নয় বলে মন্তব্য করেছে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘কোনো বই নিষিদ্ধ করা উচিত নয় এ বিষয়ে বিভিন্ন যুক্তিতর্ক দিয়ে ৪৮পৃষ্ঠার একটি প্রবন্ধ লিখেছিলেন কবি মিল্টন। আমি নিজেও মনে করি কোনো বই নিষিদ্ধ করা ঠিক নয়। কারণ যেকোনো বই থেকেও দু্ই-একটা মনি-মুক্তা পাওয়া যেতে পারে। তাই কোনো সৃষ্টিকেই ফেলে দেয়া উচিত নয়।’ 

নির্বাচনকে সামনে রেখে শনিবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘বাংলাদেশ এলায়েন্স ফর উইমেন লিডারশিপ’ (বিডল) কর্তৃক একটি ঘোষণাপত্র ও সুপারিশমালা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিডল সভানেত্রী সাবেক রাষ্ট্রদূত নাসিম ফেরদৌসের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন, জাতিসংঘের প্রতিনিধি মিয়া সেপো।

কনক প্রকাস্থ নামের সিলেটের এক মেধাবী নারীর কথা উল্লেখ করে তিনি বলেন, ১৮৫৮ থেকে ২০১৮ পর্যন্ত অর্থাৎ ১৬০ বছরে কনকই একমাত্র নারী যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রবেশনারি পরীক্ষায় প্রথম হয়েছিলেন। কনক প্রকাস্থকে অনুকরণ করে বর্তমানের নারী শিক্ষার্থীদের সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, আল্লাহ প্রদত্ত একটা মেধা পাওয়া যায়। একটাকে বিকশিত করার দায়িত্ব নিজের হাতে। শুধু কবিতা আর গদ্য মুখস্ত করলেই হবে না। নিজের মনে জ্ঞানের জগতে প্রবেশের অবস্থা তৈরি করতে হবে। প্রচুর বই পড়তে হবে।

অনুষ্ঠানে জাতীসংঘের প্রতিনিধি মিয়া সেপো বলেন, যথাযথ না হলেও বাংলাদেশে নারীর অগ্রযাত্রা বেশ ভালো। তবে নারীর কাজকে এখনো অর্থনৈতিকভাবে সেভাবে মূল্যয়ন করা হয় না বলে মন্তব্য করেন তিনি। নির্বাচনে নারীদের আরও অংশগ্রহণ বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান সেপো।

বিডল সভানেত্রী নাসিম ফেরদৌস বলেন, ‘নারীর স্বাধীনতা নিশ্চিত করতে না পারলে দেশের অগ্রগতি অসম্পূর্ণ থেকে যাবে। তাই টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন নারী পুরুষকে এক সঙ্গে এগিয়ে চলার আহ্বান জানান তিনি।’

তিনি দাবি করে বলেন, ‘সংসদ এবং অন্যান্য স্থানে ৩৩ শতাংশ নেতৃস্থানীয় পদে নারীদের নিয়োগ করতে হবে। ২০২১ খ্রিস্টাব্দে ৫০ শতাংশে উন্নীত করতে হবে। প্রত্যেক রাজনৈতিক দলকে নিজ নিজ দলীয় এবং সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে ২০২১ খ্রিস্টাব্দের মধ্যে ৩৩ শতাংশ এবং ২০৪১ খ্রিস্টাব্দের মধ্যে ৫০ শতাংশ নারীর অংশগ্রহণ সুনিশ্চিত করতে হবে। নারী প্রার্থীদের নির্বাচনে বর্ধিত হারে মনোনয়ন প্রদান করতে হবে।’

দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা - dainik shiksha দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার চাকরির বয়স নিয়ে শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা - dainik shiksha চাকরির বয়স নিয়ে শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা স্কুলে গ্রীষ্মের ছুটি কি এপ্রিলে এগিয়ে আনা দরকার? - dainik shiksha স্কুলে গ্রীষ্মের ছুটি কি এপ্রিলে এগিয়ে আনা দরকার? কলেজের শিক্ষকদের ডিজিটাল বদলির আবেদন শুরু রোববার - dainik shiksha কলেজের শিক্ষকদের ডিজিটাল বদলির আবেদন শুরু রোববার বুটেক্সের প্রথম সমাবর্তন ৭ সেপ্টেম্বর - dainik shiksha বুটেক্সের প্রথম সমাবর্তন ৭ সেপ্টেম্বর শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি: শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি: শিক্ষা মন্ত্রণালয় দুর্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিতে বিশেষ কমিটি গঠনে নীতিমালা হবে: শিক্ষামন্ত্রী - dainik shiksha দুর্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিতে বিশেষ কমিটি গঠনে নীতিমালা হবে: শিক্ষামন্ত্রী দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0031900405883789