আশুগঞ্জে বই উৎসব উদযাপিত - দৈনিকশিক্ষা

আশুগঞ্জে বই উৎসব উদযাপিত

আশুগঞ্জ প্রতিনিধি |

বছরের প্রথম দিন, হাতে নতুন বই। শিক্ষার্থীদের চোখে-মুখে যেন আনন্দ আর খুশির বন্যা। বুধবার (১ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে আন্দিদিল হাজী আব্দুল কুদ্দুস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত বই বিতরণ উৎসবে দেখা যায় এমন চিত্র। 

হাজী আব্দুল কুদ্দুস স্কুলের প্রধান শিক্ষক মো. কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব ও স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু, স্কুলের প্রতিষ্ঠাতা আমান উল্লাহ আমান, ডা. আলী আহম্মেদ, আলমগীর হোসেন, মোমিনুল ইসলাম ও মো. জসিম উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু বলেন, বছরের প্রথম দিনে নতুন বই বিতরণ প্রধানমন্ত্রীর বিরল উদ্যোগ যা বিশ্বে এক অনন্য নজির স্থাপন করেছে। আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিতে সময়োপযোগী আধুনিক ও উন্নত শিক্ষা নিশ্চিত করাই হবে বর্তমান সরকারের মূল লক্ষ্য। ২০১০ খ্রিষ্টাব্দ থেকে ধনী গরীব নির্বিশেষে সকল শিক্ষার্থীর জন্য বিনা মূল্যে বই বিতরণের এক মহতী উদ্যোগ গ্রহণ করেন বর্তমান শিক্ষাবান্ধব শেখ হাসিনা সরকার।

তিনি বলেন, আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিতে মেধাবী ও দক্ষ নাগরিক প্রয়োজন। শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। তাদেরকে যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের মন দিয়ে পড়াশোনা করতে হবে। যাতে তোমরা বড় হয়ে দেশ ও জাতির জন্য অবদান রাখা যায়।

তিনি আরও বলেন, ভিশন ২০৪১ উন্নত বাংলাদেশ বাস্তবায়নে প্রযুক্তি নির্ভরতার মধ্যে শিক্ষার্থীদের বেড়ে ওঠা নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে অভিভাবক ও শিক্ষকদের শিক্ষার্থীদের সহযোগিতা করার জন্য আহ্বান জানান তিনি।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু শিক্ষার্থীদের নতুন বছরের বই তুলে দেন।

প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ জুনের মধ্যে: প্রতিমন্ত্রী - dainik shiksha প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ জুনের মধ্যে: প্রতিমন্ত্রী পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবি মাধ্যমিকের শিক্ষকদের - dainik shiksha পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবি মাধ্যমিকের শিক্ষকদের ঝরে পড়াদের ক্লাসে ফেরাতে কাজ করছে সরকার - dainik shiksha ঝরে পড়াদের ক্লাসে ফেরাতে কাজ করছে সরকার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ভাইবোন গ্রেফতার - dainik shiksha প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ভাইবোন গ্রেফতার ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি - dainik shiksha ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন প্রায় শূন্যের কোটায় - dainik shiksha শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন প্রায় শূন্যের কোটায় ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে - dainik shiksha ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে please click here to view dainikshiksha website Execution time: 0.0037178993225098