উপাচার্য নির্বাচনে ঢাবি সিনেটের সভা ৩১ জুলাই - Dainikshiksha

উপাচার্য নির্বাচনে ঢাবি সিনেটের সভা ৩১ জুলাই

নিজস্ব প্রতিবেদক |

ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য প্যানেল নির্বাচনের জন্য আগামী ৩১ জুলাই সিনেটের বিশেষ সভা আহ্বান করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত চিঠি ইতোমধ্যে সিনেট সদস্যদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

ওই চিঠিতে বলা হয়, উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান আগামী ৩১ জুলাই বিকাল সাড়ে ৩টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সিনেটের বিশেষ সভা আহ্বান করেছেন।

“ওই বিশেষ সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিক্যাল ১১ (১) ধারা অনুযায়ী মহামান্য চ্যান্সেলর কর্তৃক ভাইস-চ্যান্সেলর নিয়োগের জন্য তিন সদস্যের একটি প্যানেল মনোনয়ন করা হবে।”

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ সামাদ বলেন, “এরপর ওই তিনজনের মধ্যে একজনকে মাননীয় প্রধানমন্ত্রী হয়ে মহামান্য রাষ্ট্রপতি চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দেবেন।”

মঙ্গলবার উপাচার্য মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয় সিনেটের শিক্ষক ও রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক করেন। সেখানে উপাচার্য সবাইকে ওই প্যানেল নির্বাচনের তারিখ জানান।

এর আগে ২০১৭ সালের ২৯ জুলাই সিনেট বৈঠকে তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক উপাচার্য নির্বাচনে তিন সদস্যের প্যানেল মনোনীত করেন।

কিন্তু এক রিট আবেদনে হাই কোর্ট ২০১৭ সালের ১০ অক্টোবর সেই বিশেষ সভা ও  তিন সদস্যের উপাচার্য প্যানেলকে অবৈধ ঘোষণা করে। আদালত ছয় মাসের মধ্যে যথাযথভাবে সিনেট গঠন করে উপাচার্য প্যানেল মনোনীত করতে কর্তৃপক্ষকে নির্দেশ দেয়।

এর মধ্যেই ২০১৭ সালের ৪ সেপ্টেম্বর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অধ্যাপক আখতারুজ্জামানকে সাময়িক সময়ের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালনের আদেশ জারি করেন। তার আগে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্যের (প্রশাসন) দায়িত্বে ছিলেন।

ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.0045058727264404