এক স্কুলের টিসি নিতে লাগে ৭ হাজার ৮শ টাকা! - দৈনিকশিক্ষা

এক স্কুলের টিসি নিতে লাগে ৭ হাজার ৮শ টাকা!

নিজস্ব প্রতিবেদক |

প্রতিটি ট্রান্সফার সার্টিফিকেট (টিসির) জন্য শিক্ষার্থী প্রতি ৭ হাজার ৮শ টাকা আদায় করার অভিযোগ পাওয়া গেছে রাজধানীর মতিঝিল মডেল উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। এতে ক্ষুব্ধ অভিভাবকরা কয়েকদিন যাবত্ বিক্ষোভ দেখালেও তাতে গুরুত্ব দিচ্ছে না পরিচালনা পর্ষদ। অভিভাবক ও শিক্ষার্থীরা স্কুল কর্তৃপক্ষের আচরণে অসহায় অবস্থায় পড়েছে।

হাবিবুর রহমান নামে এক অভিভাবক জানান, তার সন্তান মতিঝিল মডেল হাইস্কুলের বাসাবো শাখা থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হয়। এবার সে পার্শ্ববর্তী মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির ভর্তির সুুযোগ পেয়েছে। এ কারণে এই অভিভাবক রাজধানীর মতিঝিল মডেল উচ্চ বিদ্যালয়ে টিসির জন্য গেলে প্রতিষ্ঠানের দায়িত্বে শাখা প্রধান জেবুন্নেসা জানান, টিসি নিতে ৭ হাজার ৮শ টাকা লাগবে। কেন লাগবে জানতে চাইলে শাখা প্রধান জানান, শিক্ষার্থীকে নবম শ্রেণিতে ভর্তি হলেই টিসি দেওয়া হবে। নইলে দেওয়া হবে না। নবম শ্রেণির ভর্তি ও সেশন ফি ৭ হাজার ৮শ টাকা।

এভাবে যে সব শিক্ষার্থী অন্য প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সকলের কাছ থেকে এভাবে টাকা আদায় করছে স্কুল কর্তৃপক্ষ। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা বলছেন, প্রতিষ্ঠান থেকে এভাবে টাকা আদায় করা বেআইনি ও অনৈতিক। টিসি বাবদ সর্বোচ্চ ১ থেকে ২শ টাকা নেওয়া যেতে পারে।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. আবদুল মান্নান দৈনিক শিক্ষাকে বলেন, এটা অবশ্যই হতে পারে না। একজন শিক্ষার্থী কেন নবম শ্রেণিতে দুবার ভর্তি হবে। কেন টিসি বাবদ এত টাকা নেওয়া হবে। তিনি এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্কুলের শাখা প্রধান জেবুন্নেসা বলেন, এখন শিক্ষা মন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছি পরে ফোন করুন। তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি। পরে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

জানা যায়, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি আওলাত হোসেনের বিরুদ্ধে ১৪টি অভিযোগ এনেছেন অভিভাবক ও এলাকাবাসি। সম্প্রতি আনা এ অভিযোগে গত ৫ বছরে অবৈধভাবে ২০০ শিক্ষক নিয়োগে লাখ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়েছে। সম্প্রতি দু’জন নারী শিক্ষককে নিয়োগ বিজ্ঞপ্তি ও নিয়োগ বিধিমালা লঙ্গন করে নিয়োগ দেয়া হয়েছে এবং তাদেরকে গর্বনিং ভডির সদস্য করা হয়েছে। যাদের শিক্ষা জীবনে দুইটি তৃতীয় শ্রেণী আছে। অথচ নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কোন তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়।

ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি - dainik shiksha ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে - dainik shiksha ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে মাকে ভরণপোষণ না দেয়ায় শিক্ষক গ্রেফতার - dainik shiksha মাকে ভরণপোষণ না দেয়ায় শিক্ষক গ্রেফতার ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.0044481754302979