একনেক অনুমোদিত প্রকল্প থেকে বাদ ২০৫ মাদরাসা, ক্ষোভ - দৈনিকশিক্ষা

একনেক অনুমোদিত প্রকল্প থেকে বাদ ২০৫ মাদরাসা, ক্ষোভ

রুম্মান তূর্য |
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) অনুমোদিত ‘নির্বাচিত মাদরাসাসমূহ উন্নয়ন প্রকল্প’র তালিকা ২০৫টি মাদরাসা বাদ দেয়ার অভিযোগ উঠেছে। অনুমোদন পাওয়ার পরও বাদ পড়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মাদরাসাগুলোর সাথে সংশ্লিষ্টরা।  তালিকাভুক্ত হওয়ার পর সয়েল টেস্ট ও সাইট প্ল্যান করেও কয়েক কোটি টাকা ইতিমধ্যে ব্যয় করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। বাদপড়াদের অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখেছে দৈনিক শিক্ষাডটকম।
 
জানা গেছে, দেশের মাদারাসগুলোর অবকাঠামোগত উন্নয়নে ছয় হাজার কোটি টাকার ‘নির্বাচিত মাদরাসাসমূহ উন্নয়ন প্রকল্প’ হাতে নেয় সরকার। এ প্রকল্পের আওতায় ১ হাজার ৮০০টি মাদরাসার অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনা করা হয়। নির্বাচন করা হয় মাদরাসা। কিন্তু অনুমোদিত ২০৫টি মাদরাসার নাম বাদ দেয়া হয়েছে প্রকল্পের তালিকা থেকে। 

তবে, তালিকাভুক্ত মাদরাসার নাম বাদ দিয়ে নতুন মাদারাসা তালিকাভুক্ত করার বিষয়টি অস্বীকার করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা ও কারিগরি বিভাগের সচিব মো: আলমগীর। তার মতে, নির্বাচিত মাদরাসাসমূহ উন্নয়ন প্রকল্পের আওতায় শুধু এমপিওভুক্ত প্রতিষ্ঠান তালিকাভুক্ত করার কথা ছিলো। কিন্তু কিছু ননএমপিও মাদরাসা তালিকাভুক্ত হয়ে যাওয়ায় তালিকা সংশোধন করা হয়েছে। 

অনুসন্ধানে জানা যায়, ২০১৮ খ্রিস্টাব্দে শুরু হওয়া নির্বাচিত মাদরাসাসমূহ উন্নয়ন প্রকল্পের ব্যয় ধরা হয় ৬ হাজার কোটি টাকা। লক্ষ্য ১ হাজার ৮০০টি মাদরাসার অবকাঠামোগত উন্নয়ন। বলা হয়েছিলো, প্রতিজন সংসদ সদস্যের ৬টি করে মাদরাসার নাম সুপারিশ করবেন এ প্রকল্পের জন্য। প্রতিটি মাদরাসার ভবন নির্মাণে দেয়া হবে কমপক্ষে ৪ কোটি টাকা। ২০১৮ খ্রিস্টাব্দের ১০ আগস্ট ১ হাজার ৬৮১ মাদরাসার নাম চূড়ান্ত করা হয়। সে সময় মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন বিল্লাল হোসেন।

২০১৮ খ্রিস্টাব্দে ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় সিদ্ধান্ত নেয়া হয়, নির্বাচিত মাদরাসাসমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পটি সম্পূর্ণ সরকারি অর্থায়নে ৫ হাজার ৯১৮ কোটি ৪৩ লাখ ৪ হাজার টাকা ব্যয়ে ২০১৮ খ্রিস্টাব্দের ১ জুলাই থেকে ২০২১ খ্রিস্টাব্দের ৩০ জুন বাস্তবায়নের জন্য অনুমোদন করা হলো। ১ হাজার ৮০০ মাদরাসার অবশিষ্ট ১৯৯ মাদরাসার নাম দ্রুত নির্বাচন করে প্রকল্পের ডিপিপিতে অন্তর্ভুক্ত করতে হবে ও সে অনুযায়ী মোট ব্যয় প্রাক্কলন করে প্রকল্পের ডিপিপি পুনর্গঠন করতে হবে। পুনর্গঠিত ডিপিপিতে পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রীর অনুমোদন গ্রহণ করতে হবে। 
 
গতবছরের ২০ সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংক্রান্ত দলিলে স্বাক্ষর করেন। শর্তে ছিলো, প্রতিজন এমপিকে ছয়টা করে ১ হাজার ৮০০টি মাদরাসা নির্বাচন করতে হবে। ১ হাজার ৬৮১ টির সাথে ১৯৯টি যুক্ত করে তালিকা চূড়ান্ত করতে হবে। বাকি নামগুলো ডিপিপিতে অন্তর্ভুক্ত করে সে অনুযায়ী ডিপিপি তৈরি করতে হবে। আগের ১ হাজার ৬৮১টির নাম অপরিবর্তিত থাকার কথা ছিলো। কিন্তু ১ হাজার ৬৮১টি থেকে ২০৫টি মাদরাসার নাম পরিবর্তন করে ফেলা হয়েছে। সে তালিকায় ঢোকানো হয়েছে স্বাধীনতাবিরোধীদের দ্বারা পরিচালিত কয়েকটি মাদরাসার নাম। 
 
বাদপড়া মাদরাসাগুলোর সাথে সংশ্লিষ্টরা একাধিক বার দৈনিক শিক্ষার কাছে লিখিত অভিযোগ করলে বিষয়টি খতিয়ে দেখে দৈনিক শিক্ষা। বেড়িয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। নতুন করে প্রকল্পের তালিকায় ঢুকানো হয়েছে কিছু মাদরাসার নাম। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার নামে প্রতিষ্ঠিত মাদরাসার নাম বাদ দেয়া হয়েছে তালিকা থেকে। নথি ঘেঁটে দেখা যায়, খুলনা জেলার বঙ্গবন্ধু দাখিল মাদরাসা এবং সিলেট জেলার শেখ ফজিলাতুন্নেসা ফাযিল মাদরাসার নাম বাদ দেয়া হয়েছে তালিকা থেকে। এ সংক্রান্ত নথিতে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক শফিউদ্দিন, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীরের স্বাক্ষর রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের উপ-প্রধান মোঃ আব্দুর রাকিবও তালিকা থেকে মাদরাসার নাম পরিবর্তনের এ ঘটনার সাথে সঙ্গে যুক্ত রয়েছেন বলে অভিযোগ উঠেছে।  
 
জানতে চাইলে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর সোমবার (২১ জানুয়ারি) দৈনিক শিক্ষাকে বলেন, প্রধানমন্ত্রীর অনুমোদিত মাদরাসার নাম বাদ দেয়ার এখতিয়ার কারো নেই। প্রকল্পের জন্য সাংসদদের কাছ থেকে মাদরাসার নাম চাওয়া হয়েছিলো। এমপিওভুক্ত মাদরাসা নির্বাচন করার কথা ছিল। সে লক্ষে মাদরাসার নাম দিয়েছিলেন তাঁরা। পরবর্তীতে দেখা যায় তালিকায় ননএমপিও মাদরাসার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই সেগুলো সংশোধন করে নির্বাচিত মাদরাসাগুলোর নাম অনুমোদন করা হয়েছে।  
 
তালিকা থেকে বাদ পড়া ২০৫টি মাদরাসা: ঠাকুরগাঁও জেলার মুন্সিরহাট মাদরাসা, মধুপুর এম রফিক আলিম মাদরাসা, দিনাজপুর জেলার কাজীপাড়া দাখিল মাদরাসা, মহব্বতপুর দারুল উলুম দাখিল মাদরাসা, রানিগঞ্জ দাখিল মাদরাসা, দিনাজপুর বালিকা আলিম মাদরাসা, ভাবনীপুর ইসলামিয়া কমিল মাদরাসা, যশাইবালিকা দাখিল মাদরাসা, তেতুলিয়া দাখিল মাদরাসা, নীলফামারী জেলার ডিমলা দাখিল মাদরাসা, কিসামত চড়াইখোলা দাখিল মাদরাসা, কাজিরহাট পন্থাপাড়া দাখিল মাদরাসা, হারোয়া শিমুলবাড়ী দারুল উলুম আলিম মাদরাসা, রনচণ্ডি সামসুল উলুম আলিম মাদরাসা, দেলোয়ার হোসেন চৌধুরী দা. উ. দাখিল মাদরাসা, লালমনিরহাট জেলার উত্তর গোতামারী দাখিল মাদরাসা, গোতামারীহাট দাখিল মাদরাসা, বুড়িমারী স্থলবন্দর দাখিল মাদরাসা, মুন্সিরহাট দাখিল ও হাফিজিয়া মাদরাসা, দহগ্রাম বঙ্গেরবাড়ি দাখিল মাদরাসা, কাকিনাহাট মোস্তফাবিয়া ফাজিল মাদরাসা, চিলাখানা দাখিল মাদরাসা, পাইকান কুঠি আলহাজ্ব তমেরিয়া দাখিল মাদরাসা, রংপুর জেলার দামোদরপুর আনোয়ারুল উলুম আলিম মাদরাসা, হরকিল বহুমুখী ফাজিল মাদরাসা. উত্তর খলেয়া হাজীপাড়া দাখিল মাদরাসা, মির্জাপুর কাদেরিয়া ফাজিল মাদরাসা, কুড়িগ্রাম জেলার আদর্শ এতিমখানা দ্বিমুখী আলিম মাদরাসা, *পাঁচপীর কেরামতিয়া আলিম মাদরাসা, আপুয়ারখাতা নেছারিয়া আলিম মাদরাসা, কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর আলিম মাদরাসা, গাইবান্ধা জেলার ইমামগঞ্জ ফাজিল মাদরাসা, ভুড়ারঘাট এম ইউ আলিম মাদরাসা, ধুমাইটারী সিদ্দিকিয়া ফাযিল মাদরাসা, রহমান পুর এ বি ভি এইচ দাখিল মাদরাসা, বোয়ালী দারুল উলুম দ্বিমুখী সিনিয়র ফাজিল মাদরাসা, রামজীবন ইসলামিয়া দাখিল মাদরাসা, ঠুটিয়া পুকুর আলহাজ্ব একরাম উদ্দিন দাখিল মাদরাসা, বোনারপাড়া সিনিয়র মাদরাসা, বগুড়া জেলার নান্দুরা ফাজিল ডিগ্রী মাদরাসা, কুড়াহার ইসলামিয়া আলিম মাদরাসা, দেবখন্ড ছিদ্দিকিয়া সিনিয়র মাদরাসা, উনাহত সিংড়া ছিদ্দিকীয়া আলিম মাদরাসা, কোল স্বরদীপুর আলিম মাদরাসা, বগুড়া জেলার ডো্মন পুকুর আমিনিয়া কামিল মাদরাসা, শুভপাড়া দারুল উলুম ফাজিল মাদরাসা, মানিকদিপা দারুস সুন্নাহ দাখিল মাদরাসা, বনভেটি সুলতান আরেফিয়া দাখিল মাদরাসা, আতাইল ফাজিল মাদরাসা, চাপাইনবাবগঞ্জ জেলার ইসলামপুর চাটাইডুবি আলিম মাদরাসা, নওগাঁ জেলার ভরট্ট কাঠেরডাঙ্গা দাখিল মাদরাসা, রাজাপুর ইসলামিয়া দাখিল মাদরাসা, ফটকিয়া বাঁশবাড়িয়া দাখিল মাদরাসা, ভেটি সিদ্দিকিয়া কামিল মাদরাসা, রাজশাহী জেলার মোশরা ইসলামিয়া দাখিল মাদরাসা, গোদাগাড়ি দাখিল মাদরাসা, বড়বিহানালী দাখিল মাদরাসা, যাত্রগাছি দাখিল মাদরাসা, কোনা বাড়িয়া দাখিল মাদরাসা, বাউসা হেদাদীপাড়া দাখিল মাদরাসা, নাটোর জেলার ইসলামপুর দাখিল মাদরাসা, সিরাজগঞ্জ জেলার নাটুয়ারপাড়া দাখিল মাদরাসা, খসরাজবাড়ী দাখিল মাদরাসা, ভুরভুরিয়া হফেজিয়া মাদরাসা, গটিয়া হাফেজিয়া মাদরাসা, মোয়াজ্জেম হোসেন দাখিল মাদরাসা, সলঙ্গা ফাযিল ডিগ্রি মাদরাসা, পাবনা জেলার দেবোত্তর দাখিল মারাসা, মুলাডুলি ইসলামিয়া আলিম মাদরাসা, ত্বাহা ইসলামিয়া ফযিল মাদরাসা, মালিগাছা এম দাখিল মাদরাসা, কুষ্ঠিয়া জেলার ভেড়ামাড়া আলিম মাদরাসা, মোদাম্মাদী ইসলামিয়া দাখিল মাদরাসা, বাঁশগ্রাম কামিল মাদরাসা, চাঁদট এমবি মদিনাতুল উলূম ফাযিল মাদরাসা, আমাবাড়িয়া দাখিল মাদরাসা, গোপোগ্রাম ফাযিল মাদরাসা, রসুলপুর দাখিল মাদরাসা, চক শাদীপুর আলিম মাদরাসা, চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা আলিম মারাসা, জগন্নাথপুর বালিকা দাখিল মাদরাসা, ঝিনাইদহ জেলার আসান নগর এবিসিডি আলিম মাদরাসা, যশোর জেলার গোবিন্দপুর তেঘরি আর্দশ মহিলা আলিম মাদরাসা, মাগুরা জেলার শ্রীপুর সম্মিলিত হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা, মদনপুর হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা, নড়াইল জেলার বড়নাল দাখিল মাদরাসা, বাগেরহাট জেলার রায়েন্দা দারুল হেদায়েত নেছারুল উলুম ফাযিল মাদরাসা, বড় রাজাপুর সালহিয়া দাখিল মাদরাসা, খোন্তাকাটা মদিনাতুল উলুম দাখিল মাদরাসা, ধানসাগর ইসলামিয়া দাখিল মাদরাসা, খুলনা জেলার নূল আনিয়া বহুমুকী মাদরাসা, আমতলা দাখিল মাদরাসা, জামিরাবাজার পিপরাইল ফাযিল মাদরাসা, চাঁদখালী সুলতানিয়া দাখিল মাদরাসা, খুলনা জেলার বঙ্গবন্ধু দাখিল মাদরাসা, বরগুনা জেলার বরগুনা দাখিল উলুম কামিল মাদরাসা, খাকবুনিয়া ফাযিল মাদরাসা, চাওরা নেছারিয়া সিনিয়র দাখিল মাদরাসা, রাহানপুর আলিম মাদরাসা,কাঠালতলী দাখিল মাদরাসা, হাড়িটানা ছোলেহিয়া দাখিল মাদরাসা, বমনা সদর আর রশিদ ফাযিল মাদরাসা, পটুয়াখালী জেলার বামনা সদর আল রশিদ ফাজিল মাদরাসা, আব্দুল হাই বালিকা মাদরাসা, তিতকাটা ডি এস আলিম মাদরাসা, ডাকুয়া ইসলামিয়া দাখিল মাদরাসা, পূর্ব নলুয়াবাগী দাখিল মাদরাসা, মধ্য পাতবুনিয়া গাজীয়া দাখিল মাদরাসা, মধ্য বগুড়া নূরীয়া দাখিল মাদরাসা, খলিষাখালী নেছারিয়া দাখিল মাদরাসা, ভোলা জেলার ইসলামিয়া দাখিল মাদরাসা, লালমোহন ইসলামিয়া কমিল মাদরাসা, চরগঙ্গাপুর ইসলামিয়া দাখিল মাদরাসা, দক্ষিণ লালমোহন দাখিল মাদরাসা, কর্তারহাট আলিমিয়া দাখিল মাদরাসা, বরিশাল জেলার সনুহার দাখিল মাদরাসা, পূর্ব চাঁদপুর আহমদিয়া বহুমুখী ফাযিল মাদরাসা, সারুখালী আলিম মাদরাসা, টাঙ্গাইল জেলার খন্দকার মাহবুবিয়া ইয়াদ দাখিল মাদরাসা, খাসবিয়ারা দাখিল মাদরাসা, ডুবাইল ইমামবাড়ী দাখিল মাদরাসা, হাদিরা ইসলামিয়া দাখিল মাদরাসা, সিংগুরিয়া দাখিল মাদরাসা, হামিদপুর ডিগ্রী ফাযিল মাদরাসা, শহরগৌপিনপুর ডিগ্রী ফাযিল মাদরাসা, ফুলমালীরচালা ফজরগঞ্জ দাখিল মাদরাসা, লোকেরপাড়া ডিগ্রী ফাযিল মাদরাসা, হুগড়া বেগুনটাল দাখিল মাদরাসা, ফতেপুর আহম্মদিয়া দাখিল মাদরাসা, হাতিলা ইসলামিয়া দাখিল মাদরাসা, জামালপুর জেলার দক্ষিণ চিনাডুলী দাখিল মাদরাসা, জারুলতলা দাখিল মাদরাসা, পশ্চিম গঙ্গাপাড়া ইসলামিয়া দাখিল মাদরাসা, কান্দারচর ফকিরপাড়া ইসলামিয়া দাখিল মাদরাসা, ময়মনসিংহ জেলার কমলপুর হেলারিয়া দাখিল মাদরাসা, পাগুলী আলিম মাদরাসা, কাকুরা ফাযিল মাদরাসা, পুমবাইল ফাযিল মাদরাসা, চুরখাই ইসলামিয়া সিনিয়র মাদরাসা, বিডিবাড়ী অলিম মাদরাসা, বীর কমাটখালি দাখিল মাদরাসা, চকমতি ফাযিল মাদরাসা, মিশ্রিপুর রহমানিয়া দাখিল মাদরাসা, জাহাঙ্গীরপুর আলিম মাদরাসা, নেত্রকোনা জেলার ঞিলপুল ফুযুল দাখিল মাদরাসা, ফাতিমাতুয যাহরা (র.) মহিলা মাদরাসা, আমতলা মাদরাসা, খালুয়া দাখিল মাদরাসা, মানিকগঞ্জ জেলার জান্না সাইপাড়া দাখিল মাদরাসা, ফাতেমা নবাব দারুল উলুম মাদরাসা, উচুটিয়া হাফিজিয়া দাখিল মাদরাসা।  
 
বাদ পড়া তালিকায় আরও রয়েছে, গুলবাগ হাফিজিয়া মাদরাসা, খিলগাও বাগিচা হাফিজিয়া মাদরাসা, দক্ষিণ খিলগাঁও ঝিলপাড় মাদরাসা, মাদরাসা ফাইজুল উলুম, টঙ্গী ইসলামিয়া মাদরাসা, গাজীপর জেলার গাজীপুর ফাযিল মাদরাসা, উত্তর খামের দাখিল মাদরাসা, রাউহকোনা ফাযিল মাদরাসা, চাঁদপুর এমদাদুল উলুম আলিম মাদরাসা, বিবাদিয়া ইসলামিয়া দাখিল মাদরাসা, একডালা আউলিয়া বালিকা দাখিল মাদরাসা, মোক্তারপুর দারুল উলুম মাদরাসা, নরসিংদী জেলার রাধাগঞ্জ বাজার মাদরাসা, আলগী হোসেনিয়া মাদরাসা, আদিয়াবাদ দক্ষিণপাড়া মাদরাসা, রাজবাড়ী জেলার হলুদবাড়ীয়া দাখিল মাদরাসা, রুপিয়াট ইয়াছিনিয়া দাখিল মাদরাসা, সংগ্রামপুর দাখিল মাদরাসা, চরকুলটিয়া সিদ্দিকিয়া মাদরাসা, ফরিদপুর জেলার চৌকিঘাট ইসলামিয়া দাখিল মাদরাসা, মাদারীপুর জেলার উতরাইল মহিলা মাদরাসা, পূর্বখাস ফকিরকান্দি রহমানিয়া মাদরাসা, মাহিউস সুন্নাহ ইসলামিয়া দখিল মাদরাসা, সুনামগঞ্জ জেলার দীঘিরপাড় দাখিল মাদরাসা, সিলেট জেলার শেখ ফজিলাতুন্নেসা ফাযিল মাদরাসা, বরইকান্দি ইসলামিয়া আলিম মাদরাসা, কানাইঘাট মনসুরিয়া কামিল মাদরাসা, বাহ্মণবাড়ীয়া জেলার সৈয়দ আব্দুল আজিজ (বুড়াপীর রহ.) সুন্নিয়া মাদরাসা, মহেশপুর দারুল আরকাম ইসলামিয়া দাখিল মাদরাসা, কুমিল্লা জেলার নূরমানিকচড় দাখিল মাদরাসা, ময়নামতি দারুস সুন্নাত আলিম মাদরাসা, হারং সিনিয়র আলিম মাদরাসা, ঢালুয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসা, চাঁদপুর জেলার মেঘদাইর তাহেরীয়া ফাজিল মাদরাসা,মাছিমপুর সিনিয়র ফাযিল মাদরাসা, গল্লাক দারুস সুন্নাত দাখিল মাদরাসা, কামতা ডি এস দাখিল মাদরাসা, ফেনী জেলার মুহাম্মাদীয়া আদর্শ নুরানী তালিমুল কুরআন ও হাফেজীয়া মাদরাসা, গজারিয়া দরবেশ আজিজুল হক ইসলামিয়া মাদরাসা, পরশুরাম ইসলামিয়া দাখিল মাদরাসা, শালধর ফাযিল মাদরাসা, ছাড়াইতকান্দি হোসেনিয়া মাদরাসা, সোনাগাজী ইসলামিয়া ফাযিল মাদরাসা, নোয়াখালী জেলার তৈয়বা জামেয়া ইসলামিয়া মাদরাসা, পিতাস্বরপুর মৌলভী রফিক উল্যাহ দাখিল মাদরাসা, পূর্ব চরপার্বতী মদিনাতুল উলুম মাদরাসা, হাতিয়া দারুল উলুম কামিল মাদরাসা, লক্ষ্মীপুরের সায়েন্তানগর ইসলাম মিশন দাখিল মাদরাসা, বিরাহিমপুর দাখিল মাদরাসা, চট্টগাম জেলার বগাচতর নূরীয়া গনিউল আলম ইসলামিয়া মাদরাসা, সীতাকুণ্ডু আলিয়া মাদরাসা, মির্জাপুর জয়নুল উলুম আলিম মাদরাসা, উত্তর গুজরা বায়তুল উলুম দাখিল মাদরাসা. পোমরা জামিউল উলুম ফাযিল মাদরাসা, বেঙ্গুরা সিনিয়র মাদরাসা, কক্সবাজার উম্মাহাতুল মোমনি মহিলা দাখিল মাদরাসা, কাহারবিল আনোয়ারুল উলুমফাযিল মাদরাসা, হযরত ফাতেমা (রা.) বালিকা আলিম মাদরাসা, পালাকাটা দাখিল মাদরাসা, রাজাখীল বি এম আই ফাযিল মাদরাসা, ফাসিয়াখালী ইসলামিয়া ফাযিল মাদরাসা, পার্বত্য বান্দরবান জেলার বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদরাসা।       
 
তালিকায় যুক্ত হওয়া মাদরাসা: ঠাকুরগাঁও জেলার খোস বাজার এস ডি কামিল মাদরাসা, হরিপুর আলিম মাদরাসা, দিনাজপুর জেলার বুনিয়াদ সিনিয়র মাদরাসা, আটোর মাহমাদিয়া ফাযিল মাদরাসা, কুতইড় আলহাজ পিয়ার দাখিল মাদরাসা, কাশিপুর দারুল সালাম দাখিল মাদরাসা, নীলফামারী জেলার ছোটখাতা ফাযিল মাদরাসা, সংগলশী হাজীপাড়া আলিম মাদরাসা, গড়ধর্মপাল ইসলামিয়া ফাযিল মাদরাসা, গোলনা ইসলামিয়া ফাযিল মাদরাসা, ছিটমীরগঞ্জ শালনগ্রাম ফাযিল মাদরাসা, গোলমুণ্ডা ফাযিল মাদরাসা, লালমনিরহাট জেলার দৈখাওয়া এনসান মিয়া আওলাদ মিয়া আলিম মাদরাসা, ভবানীপুর ছেপাতিয়া কামিল মাদরাসা, ধুবনী দাখিল মাদরাসা, মদিনাতুল উলূম ডি.এস মহিলা আলিম মাদরাসা, পশ্চিম দৈলজোড় দাখিল মাদরাসা, কাশিমপুর চিলাখানা দাখিল মাদরাসা, রংপুর জেলার বাগপুর কদেরীয়া দাখিল মাদরাসা, দিলালপুর ছিদ্দিকীয়া মহিলা দাখিল মাদরাসা, মুলাটোল মদীনাতুল উলুম কামিল মাদরাসা, উত্তম ঝাফরগঞ্জ ফাজিল মাদরাসা, এনায়েতপুর ইসলামিয়া দাখিল মাদরাসা, কুড়িগ্রাম জেলার সাতদরগাহ নেছারিয়া এম এ কামিল মাদরাসা, নাওড়া নাছিরিয়া দাখিল মাদরাসা, আবু বক্কর সিদ্দিক ফাযিল ডিগ্রী মাদরাসা, রাজিবপুর সবুজবাগ ফাজিল মাদরাসা, গাইবান্ধা জেলার ফলগাছা আর ইউ দ্বি-মুখীদাখিল মাদরাসা, সোনারহাট দারুল উলূম দাখিল মাদরাসা, ধর্মপুর মাঠেরহাট আল হিরা দাখিল মাদরাসা, ধাপাচিলা এম ইউ দাখিল মাদরাসা, বজরা হলদিয়া দাখিল মাদরাসা, খামার পাঁচগাছি দাখিল মাদরাসা, আল্লাহর দরগা ইসলামিয়া দাখিল মাদরাসা, মোংলারপাড়া দাখিল মাদরাসা, বগুড়া জেলার বড় বেলঘড়িয়া জে আই দাখিল মাদরাসা, সাধুরিয়া রহমানিয়া আলিম মাদরাসা, দেউলী সিনিয়র আলিম মাদরাসা, কামরগ্রাম দাখিল মাদরাসা, তারাজন মোকছেদিয়া সিনিয়র ফাজিল মাদরাসা, বেড়ুঞ্জ দাখিল মাদরাসা, মহিশাবান মোকছেদিয়া দাখিল মাদরাসা, করিম পাড়া বিএম দাখিল মাদরাসা, কামার চট্ট বাটাতুননেছা দাখিল মাদরাসা, নগর দাখিল মাদরাসা, বারো আঞ্জুল দাখিল মাদরাসা, মনিক দিপা দারুস সুন্নাহ মাদরাসা, চাপাইনবাবগঞ্জ জেলার চাটাইডুবি আলিম মাদরাসা, নওগাঁ জেলার জাফরাবাদ আর্দশ দাখিল মাদরাসা, বোঁহার ইসলামিয়া দাখিল মাদরাসা, মস্কিপুর দাখিল মাদরাসা, রাজশাহী জেলার সাদোপাড়া কর্ণিপাড়া দাখিল মাদরাসা, ঝাড়গ্রাম ইসলামিয়া ফাযিল মাদরাসা, ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদরাসা, মনিগ্রাম দাখিল মাদরাসা, নাটোর জেলার পাইকপাড়া দাখিল মাদরাসা, সিরাজগঞ্জ জেলার পশ্চিম বেতগাড়ী দাখিল মাদরাসা, গাড়াবেড় ইসলামিয়া দাখিল মাদরাসা, ছাব্বিশা ইউসূফ মহিলা দাখিল মাদরাসা, বাগডুমর ইসলামিয়া আলিম মাদরাসা, আজিজিয়া হাফিজিয়া দাখিল মাদরাসা, আমশারা ইসলামিয়া ডিগ্রি ফাজিল মাদরাসা, পাবনা জেলার ঈশ্বরদী ইসলামিয়া আলিম মাদরাসা, আওতাপাড়া আবুবকরিয়া আলিম মাদরাসা, লক্ষীপুর দাখিল মাদরাসা, ইসলামগাঁতি দাখিল মাদরাসা, কুষ্টিয়া জেলার মিরপুর নাজমুল উলূম মাদরাসা, মধুপুর খাতেব আলী দাখিল মাদরাসা, পাথরবাড়িয়া হিজলাকর দাখিল মাদরাসা, গণেশপুর কাছেমুল উলুম দাখিল মাদরাসা, ভালুকা চৌরঙ্গী ফাজিল মাদরাসা, ডাসা মহর আলী দাখিল মাদরাসা, গোপোগ্রাম এ জেড ফাজিল মাদরাসা, চাঁদট এমবি মদিনাতুল উলূম ফাজিল রমাদরাসা, চুয়াডাঙ্গা জেলার আন্দুলবাড়ীয়া আশরাফিয়া দাখিল মাদরাসা, দামুড়হুদা ডিএস দাখিল মাদরাসা, জিনাইদহ জেলার শৈলকূপা দাখিল মাদরাসা, যশোর জেলার লাউড়ী রামনগড় কামিল মাদরাসা, মাগুরা জেলার আমতৈল জে টি এস কাদেরিয়া(রঃ) দাখিল মাদরাসা, মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদরাসা, নড়াইল জেলার ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদরাসা, বাগেরহাট জেলার বি কে এম দাখিল মাদরাসা, আমতলী ইসলামিয়া কামিল মাদরাসা, মোড়লগঞ্জ লতিফিয়া ফাজিল মাদরাসা, মানিক মিয়া বালিকা দাখিল মাদরাসা, পুটিখালী ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসা, খুলনা জেলার তারিমুল মিল্লাত রহমাতিয়া ফাজির মাদরাসা, দক্ষিণ টুটপাড়া আহমাদিয়া দাখিল মাদরাসা, গিগাতলা আহমাদিয়া দাখিল মাদরাসা, জাফর আউলিয়া সিনিয়র মাদরাসা, বেতকাশি হাবিবিয়া দাখিল মাদরাসা, বরগুনা জেলার আজগারকাঠি এবিআর দাখিল মাদরাসা, পচাকোড়ালিয়া আব্দুর গফুর দাখিল মাদরাসা, তালতলী ছোটভাইজোড়া ছালেহিয়া দাখিল মাদরাসা, পাথরঘাটা আর্দশ মহিলা মাদরাসা, করুনা বালিকা দাখিল মাদরাসা, রাহানপুর আলিম মাদরাসা, বামনা সদর আর. রশিদ ফাজিল মাদরাসা, পূর্ব ভায়লা ইসলামিয়া দাখিল মাদরাসা, মরিচবুনিয়া ইসলামিয়া নেছারিয়া আলিম মাদরাসা, কালিকাপুর ফাজিল মাদরাসা, লামনা সিনিয়ির মাদরাসা, বাহের গজালিয়া দাখিল মাদরাসা, আদমপুর ফাজিল মাদরাসা, ভোলা জেলার দঃ দালালপুর ইসলামিয়া দাখিল মাদরাসা, গরীব মাঝি এ রব দাখিল মাদরাসা, মহেষখালী ফজর আলী দাখিল মাদরাসা, পাঙ্গাসিয়া কেরামতিয়া দাখিল মাদরাসা, লর্ড হার্ডিঞ্জ ফাজিল ডিগ্রি মাদরাসা, বরিশাল জেলার কদমতলী মহিলা আলিম মাদরাসা, ইশায়াতুল ইসলাম মডেল দাখিল মাদরাসা,  দুর্গাপুর হাজী মোবারক আলী মৃধা দাখিল মাদরাসা, টাঙ্গাইল জেলার বাংলাবাজার সামাদিয়া সিনিয়ির আলিম মাদরাসা, ঝাউওয়াইল দাখিল মাদরাসা, কষ্টাপাড়া আলিম মাদরাসা, আলমনগড় দাখিল মাদরাসা, ফুলহারা দারুস সুন্নাহ দাখিল মাদরাসা, মুরাইদ সিরাজ নগর দাখিল মাদরাসা, মূলবাড়ীদাকিল মাদরাসা, পোড়াবাড়ী ডিগ্রি ফাজিল মাদরাসা, আকন্দের বাইদ দাখিল মাদরাসা, লাউজানা ইলিম উদ্দিন দাখিল মাদরাসা, টাঙ্গাইল দারুল উলুম কামিল মাদরাসা, কোরেশনগর ফাজিল মাদরাসা, জামালপুর জেলার ইসলামপুর ইসলামিয়া ফাজিল মাদরাসা, গুঠাইল সিনিয়ির মাদরাসা, পোড়ারচর এসএমএ দাখিল মাদরাসা, মালমারা ইসলামিয়া সিনিয়ির আলিম মাদরাসা, ময়মনসিংহ জেলার খালিশাকুড়ি আফসারুল উলুম দাখিল মাদরাসা, ভাটিয়াপাড়া দাখিল মাদরাসা, পুরাপুটিয়া দাখিল মাদরাসা, নামাপাড়ার দাখিল মাদরাসা, বিরাশি দাখিল মাদরাসা, নিভিয়াঘাটা ফাজিল মাদরাসা, রাজাপুর ফাজিল মাদরাসা, তারাঘাট আনসারিয়া ফাজিল মাদরাসা, কড়াইকান্দি মফিজউদ্দিন আকন্দ দাখিল মাদরাসা, নেত্রকোনা জেলার বিঞ্চুপুর মোহসোনিয়া দাখিল মাদরাসা, মদনপুর শাহ সুলতান আলিয়া মাদরাসা, দুগিয়া আব্বাসিয়া এমদাদুল উলূম ফাজিল মাদরাসা, মোহনগঞ্জ আলিম মাদরাসা, মানিকগঞ্জ জেলার গোলড়া ইসলামিয়া দাখিল মাদরাসা, হাজী জহির উদ্দিন দাখিল মাদরাসা, মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদরাসা, গাজীপুর জেলার টঙ্গী ইসলামিয়া আলিম মাদরাসা, ভাওরাইদ মুন্সি মমির উদ্দিন দাখিল মাদরাসা, ভিকারটেক ছাবেদীয়া দাখিল মাদরাসা, চৌকারচালা দাখিল মাদরাসা, ইসলাম তাজ বালিকা দাখিল মাদরাসা, দিঘাব আমজাদিয়া দাখিল মাদরাসা, বিবাদিয়া ইসলামিয়া দাখিল মাদরাসা, নরসিংদী জেলার সিরাজনগর উম্মুলকুরা ফাজিল মাদরাসা, রাজবাড়ী জেলার বয়রাট মাজাইল ফাজিল মাদরাসা, বালিয়াকান্দি দাখিল মাদরাসা, শাহজুঁই কামেল মাদরাসা, পাংশা প্রপার দাখিল মাদরাসা, ফরিদপুর জেলার তারাইল এ এস আলিম মাদরাসা, মাদারীপুর জেলার পূর্বকুতুবপুর হাতেমিয়া দাখিল মাদরাসা, মানিকপুর ইসলামিয়া দাখিল মাদরাসা, শরিয়তপুর জেলার চরকুমারিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসা, সুনামগঞ্জ জেলার আলহেরা জামিয়া ইসলামিয়া আলিম মাদরাসা, সিলেট জেলার চকবাজার ইসলামিয়া আলিম মাদরাসা, মানিককোনা দারুল ক্বেরাত সুন্নিয়া দাখিল মাদরাসা, মশাহিদ আলী বালিকা দাখিল মাদরাসা, সোনাপুর মাজহারুল উলুম দাখিল মাদরাসা, ব্রাহ্মণবাড়িয়া জেলার হরিপুর সুন্নিয়া দাখিল মাদরাসা, গোপালপুর সুফিয়া খোরশেদিয়া দাখিল মাদরাসা, কুমিল্লা জেলার ধামতী ইসলামিয়া কামিল মাদরাসা, বুড়িচং ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদরাসা, বরকরই পীর মঞ্জিল দাখিল মাদরাসা, ঢালুয়া রহমানিয়া আলিম মাদরাসা, শ্রীমন্তপুর দাখিল মাদরাসা, রতনপুর ইসলামিয়া দাখির মাদরাসা, হারতলী ডিএস দাখিল মাদরাসা, শাসনপাড়া আটিটি বাজার আইএস দাখিল মাদরাসা, তিলিপ সিনিয়র মাদরাসা, মাধবপুর সাহেলিয়া দারুত ছুন্নাত দাখিল মাদরাসা, সিজিয়ারা কাদেরিয়া রহমাতিয়া দাখিল মাদরাসা, হাপানিয়া ফয়জুল উলুম মাদরাসা, চাপাতলী লতিফিয়া এনামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা, চাঁদপুর জেলার কড়ৈতলী কে এ আলিম মাদরাসা, কাশারা সিদ্দিকীয়া দাখিল মাদরাসা, মানুরী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসা, ফেনী জেলার হরিপুর আলহাজ্ব শাহ মকবুল আলম ইসলামিয়া দাখিল মাদরাসা, নোয়াজ ফয়জুন্নেছা ইলামিয়া দাখিল মাদরাসা, সাতকুচিয়া ইসলামিয়া দাখিল মাদরাসা, বকশিশাহ দাখিল মাদরাসা,  দরবেশহাট ফাজিল মাদরাসা, কোরশমুন্সি আলিম মাদরাসা, খলিলুর রহমান কামিল মাদরাসা, জয়াগ রশিদিয়া আলিম মাদরাসা, নোয়াখালী জেলার বামনী আছিরীয়া ফাজিল মাদরাসা, জাহাজমারা আকবরিয়া দাখিল মাদরাসা, লক্ষ্মীপুর জেলার শ্যামগঞ্জ দাখিল মাদরাসা, মাদরাসাতুল বানাত আল ইসলামিয়া ফাজিল, চট্টগ্রাম জেলার মঈনুদ্দিন শাহ মাদরাসা, মহানগর মীর নুরুল  ইসলাম আর্দশ দাখিল মাদরাসা, জামেয়া ওদুদিয়া ফাজিল মাদরাসা, মধ্যম আঁধার মানিক ইসলামিয়া দাখিল মাদরাসা, দক্ষিণ শিলক তৈয়বিয়া দূরিয়া সাত্তারিয়া দাখিল মাদরাসা, হাওলা কুতুবিয়া সিনিয়র মাদরাসা, কক্সবাজার জেলার খুটাখালি তমিজিয়া ফাজিল মাদরাসা, আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল মাদরাসা, কাকারা তাজুল উলুম দাখিল মাদরাসা, গহরচাঁদা ফাজিল মাদরাসা, মগনামা মাঝেরপাড়া মজিদিয়া রশিদিয়া সিনিয়র মাদরাসা, ডুলাহাজারা আরাবিয়া মারুফিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসা, বান্দরবান জেলার লামা ইসলামিয়া ফাজিল মাদরাসা।
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জবি ছাত্রীর আত্মহত্যা: শিক্ষক-শিক্ষার্থী বহিষ্কার - dainik shiksha ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জবি ছাত্রীর আত্মহত্যা: শিক্ষক-শিক্ষার্থী বহিষ্কার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জবি ছাত্রীর আত্মহত্যা: শিক্ষক-শিক্ষার্থী বহিষ্কার - dainik shiksha ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জবি ছাত্রীর আত্মহত্যা: শিক্ষক-শিক্ষার্থী বহিষ্কার অবন্তিকার আত্মহত্যা: সাতদিনের মধ্যে তদন্ত সম্পন্নের আশ্বাস জবি উপাচার্যের - dainik shiksha অবন্তিকার আত্মহত্যা: সাতদিনের মধ্যে তদন্ত সম্পন্নের আশ্বাস জবি উপাচার্যের হয়রানির প্রতিকার চেয়েও ফল পাননি অবন্তিকা, অভিযোগ মায়ের - dainik shiksha হয়রানির প্রতিকার চেয়েও ফল পাননি অবন্তিকা, অভিযোগ মায়ের নতুন শিক্ষাক্রম: শিক্ষকদের কাছে প্রাইভেট না পড়লে মিলছে না মূল্যায়ন - dainik shiksha নতুন শিক্ষাক্রম: শিক্ষকদের কাছে প্রাইভেট না পড়লে মিলছে না মূল্যায়ন মূল্যায়ন বুঝলেও নৈপুণ্য অ্যাপে চ্যালেঞ্জের মুখে শিক্ষকরা - dainik shiksha মূল্যায়ন বুঝলেও নৈপুণ্য অ্যাপে চ্যালেঞ্জের মুখে শিক্ষকরা ‘পড়তে ও লিখতে’ শেখা প্রকল্প কেনো - dainik shiksha ‘পড়তে ও লিখতে’ শেখা প্রকল্প কেনো please click here to view dainikshiksha website Execution time: 0.0039768218994141