এবার শিক্ষার্থীদের চাপে ইশতেহারেও নিরাপদ সড়ক - দৈনিকশিক্ষা

এবার শিক্ষার্থীদের চাপে ইশতেহারেও নিরাপদ সড়ক

নিজস্ব প্রতিবেদক |
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় গেলে সড়কে নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ প্রধান রাজনৈতিক দলগুলো।
 
আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে, লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, ট্রাফিকব্যবস্থার আধুনিকায়ন, ফিটনেসবিহীন গাড়িকে পারমিট না দেওয়া এবং চালকদের লাইসেন্স প্রদানে যথাযথ নিয়ম অনুসরণ করা হবে। সড়ক ও মহাসড়কে সিসিটিভি (ক্লোজড সার্কিট টেলিভিশন) ক্যামেরা বসানোরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ‘নিরাপদ সড়ক আইন, ২০১৮’  প্রণয়ন হয়েছে এবং এই আইনের মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনার প্রতিশ্রুতিও রয়েছে তাদের ইশতেহারে।
 
বিএনপির ইশতেহারে বলা হয়েছে, সড়কপথে চলাচলে বিশৃঙ্খলার অবসান ও সড়ক দুর্ঘটনা হ্রাসে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় পার্টির ইশতেহারে বলা হয়েছে, সড়ক দুর্ঘটনা কমাতে রাস্তার সংস্কার করা হবে এবং গুরুত্বপূর্ণ সড়কগুলো ৫০ শতাংশ প্রশস্ত করা হবে।
 
এ বিষয়ে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন দৈনিক শিক্ষাকে বলেন, ‘এতদিন ধরে আমরা আন্দোলন করে আসছি। কিন্তু আমাদের দাবিগুলো শেষ পর্যন্ত মানা হতো না। বাচ্চাদের আন্দোলনের প্রভাব আছে বলেই সরকারসহ অন্য সব রাজনৈতিক দল তাদের ইশতেহারে নিরাপদ সড়ককে গুরুত্বের সঙ্গে উপস্থাপন করেছে।’ তিনি আরো বলেন, ‘আমাদের দেশে কোনো মরণব্যাধি নেই, কোনো যুদ্ধ নেইÑতবু এত মানুষ অকালে মারা যায়। এটা দুঃখজনক। পরিবহন ধর্মঘটকে আগে সবাই ভয় পেত যে কিছু বললেই যানবাহন বন্ধ করে দেবে। এই পরিস্থিতিও পরিবর্তন হবে, আমি আশা করি। আমরা সংগঠন থেকে রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানিয়েছি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে।’
 
লেখক কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘আন্দোলন তো বহু বছর থেকেই হচ্ছে। কিন্তু ছাত্রদের আন্দোলনটি রাজনৈতিক দলগুলোর দৃষ্টিতে আনতে ভূমিকা রেখেছে বলেই তাদের ইশতেহারে নিরাপদ সড়কের বিষয়টি আছে। আশা করি, এসব প্রতিশ্রুতি তারা কার্যকর রূপ দেবে।’
 
উল্লেখ্য, রাজধানীর কুর্মিটোলা হাসপাতালের সামনে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর বাসচাপায় মৃত্যুর পর গত ২৯ জুলাই ক্লাস বর্জন করে রাস্তায় নেমে আসে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। নিরাপদ সড়কের দাবিতে নগরীর খিলক্ষেত, ধানমন্ডি, রামপুরা, বাড্ডা, মহাখালী, শাহবাগ, শুক্রাবাদসহ বিভিন্ন স্থানে রাস্তা অবরোধ করে তারা। রাস্তায় যানবাহনের জন্য আলাদা আলাদা লেন, ফুটওভারব্রিজ ব্যবহার ও জেব্রাক্রসিং দিয়ে রাস্তা পারাপারসহ ৯টি দাবি নিয়ে টানা ১০ দিন ধরে চলে শিক্ষার্থীদের আন্দোলন; একাত্মতা প্রকাশ করে সাধারণ মানুষও। পরে ৬ আগস্ট মন্ত্রিসভা ‘নিরাপদ সড়ক আইন, ২০১৮’-এর খসড়া অনুমোদন করে। এতে ইচ্ছাকৃতভাবে গাড়ি চালিয়ে মানুষ হত্যায় মৃত্যুদণ্ড এবং বেপরোয়া বা অবহেলায় গাড়ি চালিয়ে কারো মৃত্যু ঘটালে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ডের বিধান রয়েছে।
ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.004518985748291