এমপিও পুনর্বিবেচনা কমিটির সভা ৯ জানুয়ারি - দৈনিকশিক্ষা

এমপিও পুনর্বিবেচনা কমিটির সভা ৯ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক |

এমপিও পুনর্বিবেচনা কমিটির সভা আগামী ৯ জানুয়ারি (বুধবার) অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় সূত্র দৈনিক শিক্ষাকে এ তথ্য জানিয়েছে। ৯ জানুয়ারি বেলা ১১টায় মন্ত্রণালয়ের সভা কক্ষে অনুষ্ঠেয় সভায় সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ। 

সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক শাখার যুগ্মসচিব, বেসরকারি কলেজ শাখার উপসচিব, বেসরকারি মাধ্যমিক শাখার উপসচিব, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক, কলেজ ও প্রশাসন শাখার পরিচালক,  মাধ্যমিক ও কলেজ শাখার উপপরিচালকসহ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

জানা গেছে, এমপিও পুনর্বিবেচনা কমিটির সভায় ভোলার মনপুরা উপজেলার আন্দিরপাড় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছানাউল্লাহর বকেয়া বেতন বাবদ ৮ লাখ ৭৮ হাজার ৪৯৩ টাকা প্রদান, ভোলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌসি বেগমের বন্ধকৃত বেতন ভাতা ছাড়করণ, হাইকোর্টের রিট পিটিশন নং ৫৯০৪/২০১৮ এর অন্তবর্তীকালীন আদেশ বাস্তবায়ন প্রসঙ্গে আলোচনা করা হবে।

এছাড়া আদালতে দায়েরকৃত রিট পিটিশন ৭৭০৬/২০১৬ এর আলোকে বগুড়া সদর উপজেলার আদর্শ স্কুলে নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক আনসার আলীর এমপিওভুক্তি, রাজশাহীর পবা উপজেলার দা কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মান্নানের নাম এমপিও থেকে কর্তন, কক্সবাজারের চকরিয়া আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ এস এম মনজুর কর্তৃক হাইকোর্টের রায় কার্যকর না করার অপরাধে তার বেতন ভাতা বন্ধসহ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গেও আলোচনা করা হবে এমপিও পুনর্বিবেচনা কমিটির সভায়।

অপরদিকে খুলনা সদর উপজেলার মেট্টেপিলিটন থানার সুলতান হামিদ আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফুল ইসলামের স্থগিত বেতন ভাতা ছাড়করণের আবেদন সংক্রান্ত, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার রওশন বাগ দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয়টি ডিসেম্বর ২০০৭ খ্রিস্টাব্দ থেকে কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের বন্ধকৃত বেতন ভাতার সরকারি অংশ ছাড়করণ, গাইবান্ধার সুন্দরগঞ্জ আ. মজিদ মণ্ডল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামীম মণ্ডল এর পুন: এমপিওভুক্তিকরণ সংক্রান্ত, হাইকোর্ট বিভাগের ৯১৩৩/২০১৮ নং রিট পিটিশনের আবেদন প্রেক্ষিতে স্থগিতকৃত বেতন ভাতা ছাড়করণ,পুন: আবেদন, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী গ্রন্থগারিক নিয়োগদানের বিষয়ের মতামত প্রদান, নওঁগার পত্নীতলা উপজেলার চৌরাট শিবপুর বরেন্দ্র কলেজের অধ্যক্ষ দীপক কুমার সরকারের বেতন ভাতা স্থগিতকরণ, শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ঘাগড়া দক্ষিণপাড়া এফ রহমান উচ্চ বিদ্যালয়ের  সহকারী শিক্ষক (বাংলা) মো. জুলফিকার আলী এবং সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান) ফাতেমা খাতুনের বেতন ভাতাদি সাময়িকভাবে বন্ধকরণ এবং  অবৈধভাবে গৃহীত অর্থ ট্রেজারী চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা প্রদান সংক্রান্ত তদন্ত প্রতিবেদন প্রেরণ বিষয়ে এমপিও পুনর্বিবেচনা কমিটির সভায় আলোচনা করা হবে বলে দৈনিক শিক্ষাকে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এছাড়া বরিশাল জেলার সদর উপজেলার শায়েস্তাবাদ  নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নাম ও এমপিও কোড পরিবর্তন বা সংশোধন, চট্টগ্রামের রাংগুনিয়া উপজেলার বেগম ইকবাল জাকির হোসেন বালিকা বিদ্যালয়ের নিয়োগকৃত সহকারী শিক্ষক শাহিদুর রহমানের এমপিওভুক্তি সংক্রান্ত, এমপিও কপিতে চাঁদপুর জেলার নিশ্চিতপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের স্থলে নিশ্চিতপুর কলেজ নামকরণ সংক্রান্ত, নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার কাঞ্চন ভারত উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অজয় কুমার পালের এমপিও কর্তনের পূর্বে বিষয়টি মানবিকভাবে পুন: বিবেচনা প্রসঙ্গেও এমপিও পুনর্বিবেচনা কমিটির সভায় আলোচনা করা হবে বলে জানা গেছে।

নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল - dainik shiksha ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি - dainik shiksha সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ - dainik shiksha বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি - dainik shiksha সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা - dainik shiksha ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস - dainik shiksha এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস please click here to view dainikshiksha website Execution time: 0.010846138000488