এমপিওভুক্ত শিক্ষক সরকারি চাকরিও করেন! - দৈনিকশিক্ষা

এমপিওভুক্ত শিক্ষক সরকারি চাকরিও করেন!

নিজস্ব প্রতিবেদক |

এমপিওভুক্ত শিক্ষক একই সঙ্গে করছেন সরকারি চাকরিও! এমনটাই অভিযোগ উঠেছে নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চার শিক্ষক মোনায়েম সরকারের বিরুদ্ধে।  শিক্ষকতার পাশাপাশি সরকারি চাকরি-বিধি লঙ্ঘন করে নৌবাহিনীতেও চাকরি করছেন তিনি। বিষয়টি জানাজানি হলে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছেন শিক্ষক মোনায়েম। কিন্তু এমপিও শিটে এখনও নাম রয়েছে তার।

ওয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক এবং স্থানীয়দের অভিযোগ, মোনায়েম সরকার নৌবাহিনীর সদর দপ্তরে চাকরি করেন। ২০১৬ খ্রিষ্টাব্দে উচ্চ বিদ্যালয় শরীরচর্চা শিক্ষক পদে বিজ্ঞপ্তি প্রকাশ হলে তিনি আবেদন করেন। কমিটিকে সাত লাখ টাকা ঘুষ দিয়ে তিনি শরীর চর্চা শিক্ষক পদে নিয়োগ পান। বেশ কিছুদিন এমপিও বাবদ বেতন-ভাতাও তোলেন তিনি। এরপর নৌবাহিনীতে তার চাকরির কথা জানাজানি হলে তিনি স্কুলে আসা বন্ধ রেখেছেন। কিন্তু এমপিও শিটে ১১৩৫৪৩৭ ইনডেক্স নম্বরে বেতন বহাল আছে মোনায়েম সরকারের।

অভিযোগ উঠেছে, প্রভাবশালী হওয়ায় এবং ম্যানেজিং কমিটির সঙ্গে সুসম্পর্ক বজায় থাকায় এখন পর্যন্ত মোনায়েম সরকারের নাম এখনও এমপিও শিটে রয়েছে। তার হয়ে বিদ্যালয়ে প্রক্সি দিচ্ছেন সবুজ হোসেন নামে একজন।

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক ওমর আলী দৈনিকশিক্ষা ডটকমকে বলেন, মোনায়েম সরকার নৌবাহিনীতে চাকরি করেন, প্রথমে তারা বিষয়টি জানতেন না। ২০১৬ খ্রিষ্টাব্দের ডিসেম্বরে তিনি নিয়োগ পেয়েছেন। তার এমপিওভুক্তি হওয়ার পর ছয় মাস তিনি বেতন তোলেন। দুই জায়গায় চাকরি বিষয়টি জানাজানি হলে ২০১৭ খ্রিষ্টাব্দের জুনে তাকে শোকজ করা হয়। জুলাই থেকে তিনি আর স্কুলে আসেননি। তার বেতন তোলা বন্ধ রয়েছে। পরবর্তী সময়ে বিদ্যালয়ের সমস্যার কথা চিন্তা করে সভাপতি রঞ্জু আহমেদের সম্পর্কে ভাতিজা সবুজ হোসেনকে স্কুলে কাজ করতে অনুরোধ করেন সভাপতি। তার সম্মাননা বিদ্যালয় ম্যানেজিং কমিটি দিচ্ছে।

নিয়োগ দেয়ার জন্য মোনায়েম সরকারের কাছ থেকে কোনো টাকা পয়সা নেয়ার বিষয়টিকে অস্বীকার করেন প্রধান শিক্ষক।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রঞ্জু আহমেদ জানান, সম্প্রতি মোনায়েম তাকে জানিয়েছেন, অল্প দিনের মধ্যেই তিনি নৌবাহিনীর চাকরি ছেড়ে শিক্ষক পদে যোগদান করবেন।

এ ব্যাপারে অভিযুক্ত মোনায়েম সরকার বলেন, ২০১৬ খ্রিষ্টাব্দে তিনি ঢাকা লীগে খেলার সময় নৌবাহিনীতে চুক্তিভিত্তিক নিয়োগ পান। তিন বছর পরপর চুক্তি নবায়ন হয়। নন-কনটিনিউয়াস হিসেবে আগামী ডিসেম্বরে তার চুক্তির মেয়াদ শেষে তিনি বিদ্যালয়ে যোগ দেবেন।

এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বাণীন দ্যুতি জানান, ঘটনাটি তিনি শুনেছেন। তদন্ত করে সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।

জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ জানান, একইসঙ্গে দু’টি সরকারি চাকরি করা বিধি ভঙ্গের শামিল এবং শাস্তিযোগ্য অপরাধ। এ বিষয়ে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন।

শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.004302978515625