এমপিওভুক্তি: প্রতিষ্ঠান বাছাই কমিটির সভা আজ - দৈনিকশিক্ষা

এমপিওভুক্তি: প্রতিষ্ঠান বাছাই কমিটির সভা আজ

নিজস্ব প্রতিবেদক |

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি বন্ধ আছে দীর্ঘদিন। স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে কয়েক বছর ধরে আন্দোলন করে আসছেন শিক্ষক-কর্মচারীরা। অনেক অপেক্ষার পর আড়াই হাজারের বেশি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির উদ্যোগ নিয়েছে সরকার। এমপিওভুক্তির জন্য প্রতিষ্ঠান বাছাইয়ের কাজ চলছে। এমপিওভুক্ততে প্রতিষ্ঠান বাছাইয়ে গঠিত কমিটির সভা আজ বুধবার (১২ জুন) দুপুর ২টায় ব্যানবেইসে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ। সোমবার (১০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র দৈনিক শিক্ষাকে এ তথ্য নিশ্চিত করে।

সভায় ব্যানবেইসের মহাপরিচালক, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক ও আইন শাখার যুগ্মসচিব, কলেজ শাখার উপসচিব, বাজেট শাখার সিনিয়র সহকারী সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কলেজ ও মাধ্যমিক শাখার পরিচালক উপস্থিত থাকবেন। 

এ সভায় গত ১২ জুন জারি করা এমপিও নীতিমালা ও জনবল কাঠামোর ১৬ (ক) অনুচ্ছেদ অনুযায়ী এমপিওভুক্তির জন্য প্রতিষ্ঠান বাছাইয়ের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে।  

উল্লেখ্য, দীর্ঘ অপেক্ষার পর গত বছরের আগস্টে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য আবেদন গ্রহণ শুরু হয়। ৯ হাজারের বেশি আবেদন জমা পড়লেও যাচাই-বাছাইয়ের পর শেষ পর্যন্ত ২ হাজার ৭৬২টি প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে যোগ্য বলে চিহ্নিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে থাকা স্কুল ও কলেজ রয়েছে ১ হাজার ৬২৯টি, কারিগরি ও মাদরাসা বিভাগের অধীন মাদরাসা ৫৫১টি এবং কারিগরি প্রতিষ্ঠান ৫৮২টি। এসব প্রতিষ্ঠানে ৭৫ হাজার শিক্ষক-কর্মচারী রয়েছেন।

প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ জুনের মধ্যে: প্রতিমন্ত্রী - dainik shiksha প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ জুনের মধ্যে: প্রতিমন্ত্রী পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবি মাধ্যমিকের শিক্ষকদের - dainik shiksha পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবি মাধ্যমিকের শিক্ষকদের ঝরে পড়াদের ক্লাসে ফেরাতে কাজ করছে সরকার - dainik shiksha ঝরে পড়াদের ক্লাসে ফেরাতে কাজ করছে সরকার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ভাইবোন গ্রেফতার - dainik shiksha প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ভাইবোন গ্রেফতার ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি - dainik shiksha ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন প্রায় শূন্যের কোটায় - dainik shiksha শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন প্রায় শূন্যের কোটায় ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে - dainik shiksha ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে please click here to view dainikshiksha website Execution time: 0.0035619735717773