কওমি আইন নিয়ে প্রধানমন্ত্রী ৯ বছর স্টাডি করেছেন - Dainikshiksha

কওমি আইন নিয়ে প্রধানমন্ত্রী ৯ বছর স্টাডি করেছেন

নিজস্ব প্রতিবেদক |

কওমি মাদরাসার আইন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯ বছর স্টাডি করেছেন বলে সংসদে জানিয়েছেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। পাশাপাশি কওমি মাদরাসা, হেফাজতে ইসলাম ও আল্লামা শাহ আহমদ শফীকে নিয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বক্তব্যের তীব্র প্রতিবাদও জানিয়েছেন তিনি।

সোমবার (১১ মার্চ) ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন সরকারদলীয় এ সংসদ সদস্য।

কওমি সনদের স্বীকৃতি বিষয়ে নদভী বলেন, ‘এই সংসদে দাওরায়ে হাদিসকে মাস্টার্স সমমান দিয়ে আইন পাস হয়েছে। আমরা সব সংসদ সদস্য একমত হয়ে আইন পাস করেছি। তারপরও এটার ওপর কথা বলা কোনো রকম কাম্য নয়। আমাদের নেত্রী শেখ হাসিনা এমন কোনো সিদ্ধান্ত নেন না, যত দিন পর্যন্ত উনি ফিজিবিলিটি স্টাডি না করেন।

উনি কওমি মাদরাসার আইনটা ৯ বছর ধরে স্টাডি করেছেন। ৯ বছর স্টাডি করার পরে দেওবন্দের উসুলে হাস্তেগানা তথা ৮ নীতিমালার ওপর ভিত্তি করে এ আইন পাস করেছেন। তারপর এটা নিয়ে কথা বলা কাম্য নয়। কেন পাস করেছেন? ইনসাফ কায়েম করার জন্য, আদল কায়েম করার জন্য। ২০ হাজার কওমি মাদরাসায় ২০ লাখ কওমি শিক্ষার্থী। তাদের প্রতি ইনসাফ করেছেন। আল্লাহ আদল করতে বলেছেন। আদলকারীরা তাকওয়াবান। প্রধানমন্ত্রী তাকওয়ার কারণে এ স্বীকৃতি দিয়েছেন '

চট্টগ্রামের সাতকানীয়া-লোহাগাড়া থেকে নির্বাচিত এই এমপি উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে দেওবন্দী আলেমদের অবদানের কথা তুলে ধরে বলেন, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে ওলামায়ে দেওবন্দ ব্যাপক অবদান রেখেছেন। যার কারণে ভারতের হিন্দু, বৌদ্ধসহ সবাই দেওবন্দি আলেমদের সম্মান করেন।

ব্রিটিশ সরকারের হাতে ধ্বংস হওয়া ইসলামি শিক্ষাব্যবস্থাকে রক্ষা করতেই দেওবন্দ, সাহারানপুর ও নদওয়াতুল ওলামা প্রতিষ্ঠা হয়েছে। দেওবন্দীদের উপমহাদেশের সকলেই শ্রদ্ধা ও ভক্তি করেন।

আওয়ামী লীগের সঙ্গে দেওবন্দী আলেমদের সম্পর্ক অনেক পুরোনো জানিয়ে আবু রেজা নদভী বলেন, মাওলানা ভাষানী, মাওলানা আবদুর রশিদ তর্কবাগিশ উভয়ে দেওবন্দে পড়াশোনা করেছেন। বঙ্গবন্ধুও মাওলানা শামসুল হক ফরীদপুরী ও মাওলানা আতহার আলীর সঙ্গে সম্পর্ক রাখতেন বলে আমরা সকলে জানি।

আমাদের প্রিয়নেত্রী শেখ হাসিনাও আল্লামা শফীর সঙ্গে আধ্যাত্মিক সম্পর্ক রাখেন। তাই কওমি মাদরাসা বিষয়ে এমন মন্তব্য আমাদের আহত করে।

আইন পাস হওয়ার পর সংসদে এমন আলোচনা অনভিপ্রেত জানিয়ে আবু রেজা নদভী বলেন, 'কওমি মাদরাসার দাওরায়ে হাদিসকে মাস্টার্স সমমান মর্যাদা দিয়ে এই সংসদে আইন পাস হয়েছে। আইন পাস হওয়ার পর এ ধরনের মন্তব্য আমাদের একটু আহত করেছে। কারণ আমিও কওমি সন্তান।'

কওমি মাদরাসার সনদ স্বীকৃতিতে জামায়াত ছাড়া সবাই খুশি হয়েছে জানিয়ে নদভী বলেন, 'এ স্বীকৃতিতে আওয়ামী লীগ নেতাকর্মীসহ সবাই খুশি হয়েছেন, পুরো মুসলিম বিশ্ব খুশি হয়েছেন, মুসলিম বিশ্বের আলেমরা খুশি হয়েছেন। শুধু একটা দল খুশি হন নাই, সেটা হলো জামায়াতে ইসলামী। কওমি স্বীকৃতিতে তারা খুশি হতে পারে নাই।’

ভুইফোঁড় শিক্ষক সমিতি নেতাদের এমপিও বাতিল হতে পারে - dainik shiksha ভুইফোঁড় শিক্ষক সমিতি নেতাদের এমপিও বাতিল হতে পারে শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের সংশোধনী প্রকাশ - dainik shiksha শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের সংশোধনী প্রকাশ ঢাকা শিক্ষা বোর্ডের জাপান টিকিট ৩০ লাখ! - dainik shiksha ঢাকা শিক্ষা বোর্ডের জাপান টিকিট ৩০ লাখ! যৌন হয়রানি: ঢাবি শিক্ষক নাদির জুনাইদকে অব্যাহতি - dainik shiksha যৌন হয়রানি: ঢাবি শিক্ষক নাদির জুনাইদকে অব্যাহতি জাল সনদধারী শিক্ষকের এমপিও বাতিল - dainik shiksha জাল সনদধারী শিক্ষকের এমপিও বাতিল অভিযুক্ত শিক্ষা সাংবাদিকদের পক্ষে জোর তদবির - dainik shiksha অভিযুক্ত শিক্ষা সাংবাদিকদের পক্ষে জোর তদবির কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে যৌ*ন হয়*রানি: ঢাবি শিক্ষক নাদির জুনাইদকে অব্যাহতি - dainik shiksha যৌ*ন হয়*রানি: ঢাবি শিক্ষক নাদির জুনাইদকে অব্যাহতি দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে ষষ্ঠ-নবম শ্রেণিতে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের সূচি - dainik shiksha ষষ্ঠ-নবম শ্রেণিতে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের সূচি please click here to view dainikshiksha website Execution time: 0.0032918453216553