কমিটির হাতে প্রধান শিক্ষক লাঞ্ছিত, শিক্ষার্থীদের বিক্ষোভ - দৈনিকশিক্ষা

কমিটির হাতে প্রধান শিক্ষক লাঞ্ছিত, শিক্ষার্থীদের বিক্ষোভ

কুমিল্লা প্রতিনিধি |

শিক্ষক-শিক্ষার্থীদের সামনে প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে অভিযুক্ত ম্যানেজিং কমিটির চার সদস্যের বিচার ও অবাঞ্ছিত ঘোষণার দাবিতে বিক্ষোভ করে করেছে শিক্ষার্থীরা। শনিবার (১ ফেব্রুয়ারি) ঘটনাটি ঘটেছে কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বিবিরবাজার উচ্চ বিদ্যালয়ে।

অভিযুক্তরা হলেন, অভিভাবক সদস্য আক্তার সরকার, গাজী মোহাম্মদ আবুল হোসেন, মো. শামছুল আলম ও হাবিবুর রহমান। 

প্রধান শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

অভিযুক্তদের দাবি, শনিবার বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের বাড়িতে বাড়িতে গিয়ে হামলা ও ভাঙচুর করেছে।

জানা যায়,  স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও শিক্ষক বিদায় অনুষ্ঠানে মঞ্চের প্রথম সারিতে বসতে না পেরে   শিক্ষক-শিক্ষার্থীদের সামনে প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে ম্যানেজিং কমিটির চার অভিভাবক সদস্যে।   

স্কুলের প্রধান শিক্ষক জাকির হোসেন ভূঁইয়া বলেন, ৩০ জানুয়ারি ছিল বিদ্যালয়ের  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সেই সঙ্গে দুই শিক্ষককে আনুষ্ঠানিকভাবে বিদায় দেয়া হয়। অনুষ্ঠানের মঞ্চে সামনের সারিতে প্রধান ও বিশেষ অতিথিসহ আমন্ত্রিতরা ছিলেন। জায়গা না হওয়ায় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যসহ অন্যদের দ্বিতীয় সারিতে বসার আহ্বান জানানো হয়। 

অনুষ্ঠান শেষ হওয়ার পর আক্তার, আবুল হোসেন, শামছুল আলম ও হাবিবুর রহমান দ্বিতীয় সারিতে বসায় তাদের সম্মান ক্ষুণ্ণ হয়েছে অভিযোগ তুলে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করেন। একপর্যায়ে হাবিবুর রহমান শিক্ষার্থীদের সামনে আমার গায়ে হাত তোলেন।

শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় বিক্ষোভে অংশ নেওয়া একাধিক শিক্ষার্থী জানায়, একজন অভিভাবক হয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাঞ্ছিত করা তারা মানতে পারছেন না। যারা এ ঘটনার সঙ্গে জড়ি তাদের বিচার দাবি করেন শিক্ষার্থীরা। তাদের বিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করা হোক বলেও জানান তারা ।

বিবিরবাজার উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. ইকবাল মজুমদার বলেন, আমরা বসে সিদ্ধান্ত নিয়ে বিষয়টি কুমিল্লা শিক্ষা বোর্ডকে লিখিতভাবে জানাব।

শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0077118873596191