করোনা : অসচ্ছল শিক্ষার্থীর তালিকা তৈরি নিয়ে সঙ্কটে রাবি - দৈনিকশিক্ষা

করোনা : অসচ্ছল শিক্ষার্থীর তালিকা তৈরি নিয়ে সঙ্কটে রাবি

রাবি প্রতিনিধি |

অনলাইন ক্লাসের জন্য আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের তালিকা তৈরি নিয়ে সঙ্কটে পড়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভাগগুলো। বিভাগ ও শিক্ষার্থীদের যোগাযোগে দূরত্ব, শিক্ষার্থী সম্পর্কে পর্যাপ্ত তথ্য না থাকাসহ নানা কারণে এক রকম অন্ধকারে তৈরি হচ্ছে এই তালিকা। এতে প্রকৃত অসচ্ছল শিক্ষার্থীরা এই সুযোগ থেকে বঞ্চিত হবেন বলে শঙ্কা করছেন শিক্ষকরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি ফজলুল হক বলেন, বিভাগগুলোতে শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন চেয়ে নোটিস দেয়া হয়। যারা আবেদন করেছেন তাদের তালিকা করে পাঠিয়ে দিয়েছি। এখানে কে সচ্ছল বা কে অসচ্ছল সেটি প্রমাণ করতে পারিনি।

তালিকা তৈরি নিয়ে অন্ধকারে আছেন উল্লেখ করে তিনি বলেন, করোনাকালে সব শিক্ষার্থীর সঙ্গে আমাদের যোগাযোগ নেই। প্রকৃত অসচ্ছল শিক্ষার্থীরা যেন বঞ্চিত না হয়। একই সমস্যার সম্মুখীন হওয়ার কথা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মনজুর হোসেন বলেন, সচ্ছল এবং অসচ্ছল শিক্ষার্থীদের তালিকা তৈরি নিয়ে উভয় সঙ্কটে পড়তে হচ্ছে।

পাঁচটি শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভর্তি ফরমে কোথাও পারিবারিক অবস্থার কথা উল্লেখ নেই। এমনকি সেখানে পারিবারিক আয়ের পরিমাণ জানার মতো কোন তথ্য নেই বিভাগুলোর কাছে। প্রত্যেক শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগের জন্যও পর্যাপ্ত তথ্য নেই। আর অর্থনৈতিক সহযোগিতার কথা শুনে সচ্ছলদের আবেদন করার ঘটনাও ঘটতে পারে। সে কারণে অসচ্ছল শিক্ষার্থী বের করা খুব মুশকিল হয়ে যাচ্ছে। ক্লাস ক্যাপ্টেনদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে একটি তালিকা তৈরির প্রচেষ্টা চালাচ্ছেন বলে জানান তিনি।

এর আগে গত ৬ আগস্ট বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক কামাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের তালিকা চাওয়া হয়। সে অনুযায়ী গত ১০ আগস্ট বিভাগ, ইনস্টিটিউটগুলোর কাছে তালিকা চায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখা। সেখানে ১৮ আগস্টের মধ্যে একাডেমিক শাখায় তালিকা জমা দেয়ার অনুরোধ করা হয়। তবে খোঁজ নিয়ে জানা গেছে, এখনও সব বিভাগ সেই তালিকা একাডেমিক শাখায় পাঠায়নি।

শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0062780380249023