করোনা আক্রান্ত সাবেক চেয়ারম্যানের জানাযায় হাজারও মানুষ, ঝুঁকিতে পুরো বরগুনা - দৈনিকশিক্ষা

করোনা আক্রান্ত সাবেক চেয়ারম্যানের জানাযায় হাজারও মানুষ, ঝুঁকিতে পুরো বরগুনা

বরগুনা প্রতিনিধি |

বরগুনার আমতলীতে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা আওয়ামী লীগ নেতা জি এম দেলোয়ারের জানাযায় হাজারও লোকের সমাগম হওয়ার ঝুঁকিতে পড়েছে পুরো উপজেলা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে লকডাউনের নির্দেশ অমান্য করে ঢল নামে হাজারও মানুষের।

জি এম দেলোয়ারের জানাযায় হাজারও মানুষের ঢল | ছবি : বরগুনা প্রতিনিধি

জানা যায়, করোনার উপসর্গ নিয়ে জি এম দেলোয়ার মৃত্যুবরণ করার পর পরই জেলা প্রশাসকের নির্দেশে তার বাড়িটি লকডাউন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন। কিন্তু কার্যত সে নির্দেশ মানেনি কেউ। নিষেধাজ্ঞা অমান্য করে প্রিয় নেতাকে দেখতে তার বাড়িতে ভিড় জমায় আত্মীয়-স্বজনসহ সহস্রাধিক মানুষ। ঢল নামে জেলা ও উপজেলা পর্যায়ের রাজনৈতিক নেতাদের। জানাযায় অংশ নেয় হাজারেরও বেশি মানুষ। ফলে লকডাউন কার্যকর হয়নি বলে অভিযোগ স্থানীয় সচেতন মহলের। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় এলাকাবাসীরা বলেন, নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা জিএম দেলোয়ার আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার। তিনি স্থানীয়ভাবে অত্যন্ত জনপ্রিয় মানুষ। এসব জেনে শুনেই বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ আওয়ামী লীগ নেতা জিএম দেলোয়ারের মৃত্যুর সাথে সাথে তার নমুনা প্রতিবেদন না আসা পর্যন্ত তার বাড়ি লকডাউন করে দেয়ার নির্দেশ দেন।

অথচ সেই লকডাউন উপেক্ষা করে আওয়ামী লীগ নেতা জিএম দেলোয়ারের মৃতদেহ দেখতে সেখানে ভিড় করে শতশত স্বজনসহ সহস্র মানুষ। এমনকি কয়েক হাজার মানুষের উপস্থিতিতে সেখানে অনুষ্ঠিত হয় মরহুমের নামাজে জানাযা। এতে মৃত ব্যক্তির দেহ ছাড়াও তার নিকট স্বজনদের মাধ্যমেও জানাযায় অংশগ্রহণকারী জনতার মাঝে করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। আর এর মধ্য দিয়ে পুরো আমতলী উপজেলা তো বটেই, পুরো বরগুনা জেলাই এখন ঝুঁকির মুখে।

এ নেতার মৃত্যুর বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ূন শাহিন খান জানান, জিএম দেলোয়ার পটুয়াখালী হসপিটালে ডাক্তার দেখিয়েছিলেন। সেখান থেকে তার নমুনা সংগ্রহ করে ঢাকার মহাখালীর ইনস্টিটিউট অব ডেভেলপিং সাইন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভ এ পাঠানো হয়। আমরা দ্রুততম সময়ের মধ্যে তার টেস্ট রিপোর্টটি পাঠানোর জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলাম। ইতোমধ্যে সে রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছেছে। তিনি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলে রিপোর্টে পাওয়া যায়।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভিন বলেন, আমরা চেষ্টা করেছি লকডাউন কার্যকর করতে। তারপরেও বেশ কিছু লোকজন হয়েছে। সীমিত আকারে জানাযা হয়েছে। এখন আমরা পুরো উপজেলা লকডাউন করে দিয়েছি।

নৌবাহিনীর কমান্ডার যুবায়ের বলেন, সেখানে যাতে লোকসমাগম না হয় সে বিষয়ে আমাদের পক্ষ থেকে, আমতলী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, এমনকি আমতলী থানার পক্ষ থেকেও মাইকিং করা হয়েছে। কিন্তু তারপরেও সাধারণ জনগণ তা শোনেনি। যতক্ষণ পর্যন্ত সর্বস্তরের জনগণ সচেতন না হবে ততক্ষণ পর্যন্ত এ অভিযান সফল করা সম্ভব হবে না।

তিনি আরও বলেন, বিষয়টি অনুধাবন করে তিনি বরগুনার জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের সাথে কথা বলেছেন যাতে পুরোপুরি আমতলী উপজেলাকে লকডাউন করা হয়।

রাষ্ট্রীয় সম্মান জানানো হচ্ছে জি এম দেলোয়ারকে | ছবি : বরগুনা প্রতিনিধি

এ বিষয়ে বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, আমাদের অফিসাররা সর্বোচ্চ চেষ্টা করেছে। তারা মাইকিং করেছে। কিন্তু তাদের বাধার মুখেও রাজনৈতিক নেতারা অনেকেই সেখানে উপস্থিত হয়েছেন। এ বিষয়ে এককভাবে উপজেলা প্রশাসনকে দায়ী করা যাবে না। কারণ জনগণ সচেতন না হলে শুধু প্রশাসনের পক্ষে অনেক কিছুই করা সম্ভব হয়ে ওঠে না। গত ১৪ দিনে তিনি যে সকল মানুষের সংস্পর্শে এসেছেন তাদের সকলকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। কারও মধ্যে করোনার লক্ষণ দেখা দিলে তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে যোগাযোগ করতে বলা হয়েছে।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় আমতলী সদর ইউনিয়নের লোচা গ্রামের নিজ বাড়িতে করোনা উপসর্গ নিয়ে ৭৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন জি এম দেলোয়ার। মৃত্যুর আগে গত বুধবার বেলা ১১টার দিকে জ্বর নিয়ে জিএম দেলওয়ার হোসেন পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য যান। সেখানে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসক তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকা মহাখালীর আইইডিসিআরে পাঠান। কিন্তু রিপোর্ট আসার এক দিনে পূর্বেই তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর পরের দিন আজ শুক্রবার দুপুরে পটুয়াখালীতে তার রিপোর্ট আসে। এতে তিনি করোনা পজেটিভ ছিলেন বলে উল্লেখ করা হয়।

বরগুনার স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জিএম দেলওয়ারই বরগুনায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন ও এ ভাইরাসে আক্রান্ত হয়ে বরগুনায় প্রথম মারা যাওয়া ব্যক্তিও তিনি। করোনা রোগী শনাক্তের পর আজ বিকাল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আমতলী উপজেলা লকডাউন ঘোষণা করেছে বরগুনা জেলা প্রশাসন।

দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি - dainik shiksha দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি আকাশে তিনটি ড্রোন ধ্বংস করেছে ইরান, ভিডিয়ো প্রকাশ - dainik shiksha আকাশে তিনটি ড্রোন ধ্বংস করেছে ইরান, ভিডিয়ো প্রকাশ অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন - dainik shiksha অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন আমি সরকার পরিচালনা করলে কৃষকদের ভর্তুকি দিবই: প্রধানমন্ত্রী - dainik shiksha আমি সরকার পরিচালনা করলে কৃষকদের ভর্তুকি দিবই: প্রধানমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি - dainik shiksha বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ - dainik shiksha শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল - dainik shiksha ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.004094123840332