করোনা : ঢাবি ক্যাম্পাস বন্ধের দাবিতে ৪ ছাত্রের অনশন - দৈনিকশিক্ষা

করোনা : ঢাবি ক্যাম্পাস বন্ধের দাবিতে ৪ ছাত্রের অনশন

ঢাবি প্রতিনিধি |

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৮টি আবাসিক হলের প্রায় ৯০টি গণরুমে অন্তত আড়াই হাজার শিক্ষার্থী গাদাগাদি করে থাকেন৷ ক্লাস-পরীক্ষায়ও নিয়মিত অংশ নিচ্ছেন শিক্ষার্থীরা এ ছাড়া ক্যাম্পাস এলাকায় প্রতিদিন ভিড় করেন অসংখ্য মানুষ, যাঁদের কেউ সাবেক শিক্ষার্থী, কেউ দর্শনার্থী।

অনশনে বসা ৪ ছাত্র | ছবি : সংগৃহীত

এমন পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস করোনা ভাইরাসের সংক্রমণের সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে বলে মনে করছেন শিক্ষার্থীরা তাঁরা বলছেন, এখনই ক্লাস-পরীক্ষার মতো একাডেমিক কার্যক্রম বন্ধ না করা হলে করোনার ছোবলে ব্যাপক ক্ষতি হতে পারে। তাই অনতিবিলম্বে ক্যাম্পাস বন্ধের দাবিতে অনশনে বসেছেন বিশ্ববিদ্যালয়ের চার ছাত্র৷

আজ শনিবার সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন শুরু করেছেন ওই চার ছাত্র ৷ তাঁরা হলেন বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের হাসান বিশ্বাস, মনোবিজ্ঞান বিভাগের জুনাইদ হোসেন খান এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ইয়াসির আরাফাত ও কে এম তূর্য ৷ তাঁদের সঙ্গে সংহতি জানিয়ে অবস্থান নিয়েছেন আন্তর্জাতিক ব্যবসা বিভাগের সাফওয়ান চৌধুরী ৷ তাঁরা সবাই তৃতীয় বর্ষে অধ্যয়নরত।

অনশনে বসা শিক্ষার্থী ইয়াসির আরাফাত বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী গণরুমে গাদাগাদি করে থাকেন ৷ এ ছাড়া প্রতিদিনই ক্যাম্পাসে ব্যাপক জনসমাগম হয় ৷ এমন পরিস্থিতিতে এই ক্যাম্পাস করোনা ভাইরাসের সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে ৷ শিক্ষার্থীদের স্বার্থে এখনই ক্যাম্পাস বন্ধ করা উচিত বলে আমরা মনে করি৷

ক্যাম্পাস বন্ধের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেছেন, ক্যাম্পাস বন্ধ করা কোনো সমাধান নয় ৷ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সবাইকে সতর্ক থাকতে হবে ৷ শিক্ষার্থীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, হল প্রাধ্যক্ষদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে ৷ করোনা ঠেকাতে প্রয়োজনীয় যে কোনো ব্যবস্থা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন - dainik shiksha জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন পছন্দের স্কুলে বদলির জন্য ‘ভুয়া’ বিবাহবিচ্ছেদ - dainik shiksha পছন্দের স্কুলে বদলির জন্য ‘ভুয়া’ বিবাহবিচ্ছেদ হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা - dainik shiksha হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে - dainik shiksha সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে উপবৃত্তির জন্য সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ - dainik shiksha উপবৃত্তির জন্য সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা - dainik shiksha সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন - dainik shiksha জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন ১৭তম ৩৫-প্লাস শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে চেম্বার আদালত যা করলো - dainik shiksha ১৭তম ৩৫-প্লাস শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে চেম্বার আদালত যা করলো দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা - dainik shiksha তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা please click here to view dainikshiksha website Execution time: 0.0062930583953857