করোনার সংক্রমণ ঠেকাতে জাপানে জরুরি অবস্থা জারি - দৈনিকশিক্ষা

করোনার সংক্রমণ ঠেকাতে জাপানে জরুরি অবস্থা জারি

দৈনিকশিক্ষা ডেস্ক |

করোনার বিস্তার ঠেকাতে দেশের বিভিন্ন অংশে জরুরি অবস্থ জারি হতে যাচ্ছে। দেশটির বিভিন্ন গণমাধ্যমের বরাতে এ খবর দিয়েছে বিবিসি। এদিকে করোনা প্রতিরোধে নানারকম ব্যবস্থা নিলেও জাপানে দ্বিতীয় দফায় করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে।

আজ সোমবার প্রধানমন্ত্রী শিনজো আবে জরুরি অবস্থা জারির ঘোষণা দিতে পারেন। যদিও এটাও নিশ্চিত আজ জরুরি অবস্থা জারি হলে আজ থেকেই তা কার্যকর হবে না। গোটা দেশে নয় মূলত রাজধানী টোকিও এবং ওসাকার মতো শহরের জন্য এমন পদক্ষেপ নেওয়া হতে পারে।

জরুরি অবস্থা জারি করা হলে দেশটির সরকার সেসব অঞ্চল বা এলাকায় মানুষকে ঘরে থাকার জন্য নিষেধাজ্ঞা আরও জোরালো করা ছাড়াও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করার ক্ষমতা পাবে। তবে চীনসহ অন্যান্য দেশে যে লকডাউন চলছে তা কার্যকর হবে না।

বিবিসি বলছে, করোনাভাইরাস প্রতিরোধে প্রাদুর্ভাব কেন্দ্র চীন ও পরবর্তী কেন্দ্র ইউরোপের দেশগুলো যে লকডাউন ঘোষণা করেছে জরুরি অবস্থা জারি হলেও জাপানের প্রধানমন্ত্রী সম্পূর্ণ লকডাউন কার্যকরের ক্ষমতা পাবেন না।

জাপানে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে ৮৫ জন মারা গেছেন। আক্রান্তের মানুষের সংখ্যা ৩ হাজার ৬০০ এর বেশি। বিশ্বের সবচেয় জনবহুল শহর ও দেশটির রাজধানী টোকিওতে দ্রুতগতিতে আক্রান্ত বাড়ায় শঙ্কা তৈরি হয়েছে। টোকিওতে আক্রান্ত হাজারের বেশি।

জাপানে হঠাৎ করে গতকাল রোববারই রোগীর সংখ্যা ৩৩৬ জন। এর মধ্যে ১১৮ জন রোগী শনাক্ত হয়েছে টোকিওতে। চীন থেকে সংক্রমিক হওয়ার পর শুরুর দিকেই জাপানে ছড়িয়েছিল নভেল করোনাভাইরাস, তবে দেশটি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছিল।

প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ জুনের মধ্যে: প্রতিমন্ত্রী - dainik shiksha প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ জুনের মধ্যে: প্রতিমন্ত্রী পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবি মাধ্যমিকের শিক্ষকদের - dainik shiksha পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবি মাধ্যমিকের শিক্ষকদের ঝরে পড়াদের ক্লাসে ফেরাতে কাজ করছে সরকার - dainik shiksha ঝরে পড়াদের ক্লাসে ফেরাতে কাজ করছে সরকার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ভাইবোন গ্রেফতার - dainik shiksha প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ভাইবোন গ্রেফতার ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি - dainik shiksha ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন প্রায় শূন্যের কোটায় - dainik shiksha শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন প্রায় শূন্যের কোটায় ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে - dainik shiksha ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে please click here to view dainikshiksha website Execution time: 0.011997938156128