কর্মহীন মানুষের পাশে জমিয়াতুল মোদারেছীন - দৈনিকশিক্ষা

কর্মহীন মানুষের পাশে জমিয়াতুল মোদারেছীন

নিজস্ব প্রতিবেদক |

দেশে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। ভাইরাস সংক্রমণ ঠেকাতে সব সরকারি অফিস স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। জনজীবন হয়ে পড়েছে স্থবির। এই অবস্থায় সবচেয়ে বেশি ভুক্তভোগী নিম্নআয়ের দিনমজুর ও বস্তিবাসীরা। সরকারিভাবে দেশব্যাপী সুবিধা বঞ্চিতদের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে। মাদরাসা শিক্ষকদের সংগঠন জমিয়াতুল মোদার্রেছীনও দুঃস্থ মানুষদের পাশে দাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এরই অংশ হিসাবে বৃহস্পতিবার (২ এপ্রিল) গাজীপুর ও দিনাজপুরের ১২০টি অসহায় ও দুস্থ পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে সংগঠনটি।

সংগঠনের নেতারা দৈনিক শিক্ষাডটকমকে জানান, কেন্দ্রীয় কমিটির আর্থিক সহযোগিতায় সভাপতি এ এম এম বাহাউদ্দিনের পরামর্শ এবং মহাসচিব অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজীর দিক নির্দেশনায়দেশব্যাপী কর্মহীন দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে।

বৃহস্পতিবার গাজীপুর জেলা জমিয়াতুল মোদারেছীনের পক্ষ হতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের নিকট ৭০ টি পরিবারের জন্য চাল,ডাল, আলু সাবানসহ বিভিন্ন খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়। কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও গাজীপুর জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ জহিরুল হক জেলা প্রশাসকের কাছে এ লসব খাদ্য সামগ্রী হস্তান্তর করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু নাসার উদ্দিন, এন ডিসি কামরুজ্জামান, গাজীপুর জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সহ সাধারন সম্পাদক অধ্যক্ষ নুরুল আমিন, জমিয়ত নেতা জাহাঙ্গীর আলম, রেলওয়ে স্টেশন মাষ্টার শাজাহানসহ অনেকে। 

এ সময় জেলা প্রশাসক বলেন,করোনা ভাইরাস প্রতিরোধ করতে হলে আমাদেরকে অবশ্যই নিয়ম মেনে চলতে হবে। নিয়ম মেনে না চললে এই ভাইরাস প্রতিরোধ করা অসম্ভব হয়ে পড়বে। করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে সরকার ঘোষিত বিভিন্ন পদক্ষেপ জন সাধারণকে মেনে চলার আহ্বান জানান তিনি।

এদিকে দিনাজপুর জেলা জমিয়াতুল মোদার্রেছীন শাখার উদ্যোগে ৫০টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় ষ্টাফ কোয়াটার জামে মসজিদ সংলগ্ন মাঠে নিরাপদ দূরত্ব বজায় রাখার মাধ্যমে এসব ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণের মধ্যে চাল-ডাল-লবন আলুসহ খাদ্যসামগ্রী রয়েছে।

দিনাজপুর জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি অধ্যক্ষ হাসান মাসুদের পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণে অংশগ্রহণ করেন, জেলা সেক্রেটারী আবদুর রাজ্জাক মিয়া, সহ সভাপতি রুস্তম আলী ও জাকিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুর রশিদ সরকার, সহ সাংগাঠনিক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. মাওলানা রফিকুল ইসলাম চৌধুরীসহ অনেকে।

মাধবীলতা নয়, স্কুলের নাম কচুগাড়ি পুনর্বহালের দাবি - dainik shiksha মাধবীলতা নয়, স্কুলের নাম কচুগাড়ি পুনর্বহালের দাবি খুদে শিক্ষার্থীর হাতে অস্ত্র কেনো! - dainik shiksha খুদে শিক্ষার্থীর হাতে অস্ত্র কেনো! এইচএসসির ফরম পূরণ শুরু আজ - dainik shiksha এইচএসসির ফরম পূরণ শুরু আজ মেডিক্যাল ভর্তি পরীক্ষা হতে পারে জানুয়ারিতে - dainik shiksha মেডিক্যাল ভর্তি পরীক্ষা হতে পারে জানুয়ারিতে মুজিবনগর দিবসে সব স্কুল-কলেজে আলোচনা - dainik shiksha মুজিবনগর দিবসে সব স্কুল-কলেজে আলোচনা মেয়াদোত্তীর্ণ শিক্ষক নিবন্ধন সনদের ফটোকপি পোড়ানো কেমন প্রতিবাদ! - dainik shiksha মেয়াদোত্তীর্ণ শিক্ষক নিবন্ধন সনদের ফটোকপি পোড়ানো কেমন প্রতিবাদ! কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0034809112548828