কলেজছাত্র খুন, ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট - Dainikshiksha

কলেজছাত্র খুন, ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক |

রাজধানীর শাঁখারীবাজারে হোলি উৎসবে আজিমপুর নিউ পল্টন লাইন স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রওনক হোসেন (১৭) হত্যা মামলায় ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ। এদের মধ্যে ১১ শিশু ও দুইজন প্রাপ্ত বয়স্ক।

বৃহস্পতিবার (১ নভেম্বর) ঢাকা মহানগর হাকিম আহসান হাবীবের আদালতে এ চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। কোতোয়ালি থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক সাফায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার আসামি বয়স্ক ও শিশু থাকায় দুটি চার্জশিট দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।

১৩ জনের মধ্যে দুইজন প্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের বিরুদ্ধে চার্জশিট ও ১১ জন শিশু হওয়ায় তাদের বিরুদ্ধে দোষীপত্র (চার্জশিট) দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। ১১ শিশুর বিরুদ্ধে দোষীপত্রটি শিশু আদালতে পাঠানো হবে। তাদের শিশু আইনে বিচার হবে। আর প্রাপ্ত বয়স্কদের চার্জশিট মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হবে। এ ছাড়ও এক আসামিকে অব্যাহতি দানের সুপারিশও করা হয়েছে।

উল্লেখ্যযোগ আসামিরা হলেন- রিয়াজ আলম ওরফে ফারহান, ফাহিম আহম্মেদ ওরফে আব্রো, ইয়াসিন আলী, আল আমিন ওরফে ফারাবী খান ও মায়শা আলম ওরফে লিজা আক্তার।

চলতি বছরের ১ মার্চ দুপুর ১২টার দিকে পুরান ঢাকার শাঁখারীবাজার এলাকায় হোলি উৎসবে ভিড়ের মধ্যেই দুর্বৃত্তরা কলেজছাত্র রওনক হোসেনকে ডেকে নিয়ে পিটিয়ে ও ছুরিকাঘাতে গুরুতর আহতাবস্থায় ফেলে রেখে যায়।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করার পর দুপুর সোয়া ১টায় তার মৃত্যু হয়। রওনক আজিমপুর নিউ পল্টন লাইন স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। তার বাবার নাম শহীদ মিয়া। বাড়ি কামরাঙ্গীরচরে।

প্রাথমিকের শিক্ষকদের ফের অনলাইনে বদলির সুযোগ - dainik shiksha প্রাথমিকের শিক্ষকদের ফের অনলাইনে বদলির সুযোগ তীব্র তাপপ্রবাহের ভেতরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার - dainik shiksha তীব্র তাপপ্রবাহের ভেতরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি - dainik shiksha দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি নতুন শিক্ষাক্রম ও কিছু কথা - dainik shiksha নতুন শিক্ষাক্রম ও কিছু কথা কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে স্কুলে দুই শিফটের ক্লাস চালু রাখার সভা রোববার - dainik shiksha স্কুলে দুই শিফটের ক্লাস চালু রাখার সভা রোববার শিক্ষা কর্মকর্তার আইডি ভাড়া নিয়ে প্রধান শিক্ষকের বাণিজ্য - dainik shiksha শিক্ষা কর্মকর্তার আইডি ভাড়া নিয়ে প্রধান শিক্ষকের বাণিজ্য শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে নিষিদ্ধ, মৌলবাদী সংগঠনের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিন - dainik shiksha নিষিদ্ধ, মৌলবাদী সংগঠনের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিন please click here to view dainikshiksha website Execution time: 0.0036149024963379