কার্যকর কারিগরি শিক্ষাই কাম্য : শিক্ষা উপমন্ত্রী - দৈনিকশিক্ষা

কার্যকর কারিগরি শিক্ষাই কাম্য : শিক্ষা উপমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, মানসম্মত ও কার্যকর কারিগরি শিক্ষাই আমাদের কাম্য। কারিগরি শিক্ষা যেন শুধুমাত্র নামে কারিগরি শিক্ষা না হয়। তিনি আরও বলেন, দেশের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো উন্নত করা হয়েছে। কিন্তু তারা কাঙ্ক্ষিত ফল দেখাতে পারছে না। সোমবার (৩ ফেব্রুয়ারি) আইডিবি মিলনায়তনে আয়োজিত ‘একুশ শতকের জন্য মানসম্মত কারিগরি শিক্ষা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আইডিবি মিলনায়তনে বক্তব্য রাখছেন শিক্ষা উপমন্ত্রী | ছবি : রুম্মান তূর্য

মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, পুঁথিগত শিক্ষার সাথে প্রায়োগিক শিক্ষা বা লাইফ স্কিল থাকা প্রত্যেকের জন্য আবশ্যক। এজন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারিগরি শিক্ষাকে সাধারণ শিক্ষার মধ্যে ছড়িয়ে দিতে বলেছেন। যা একুশ শতকের জন্য অত্যন্ত প্রযোজ্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রায়োগিক শিক্ষায় সকলকে শিক্ষিত হতে উদ্বুদ্ধ করেছিলেন।

শিক্ষা উপমন্ত্রী আরও বলেন, আগে কারিগরি শিক্ষার্থীদের প্রতি ধারণা ছিল তারা প্রাতিষ্ঠানিক শিক্ষায় ভালো না, তাই কারিগরি শিক্ষায় শিক্ষিত হচ্ছে। কিন্তু একুশ শতকে এসে ধারণার ব্যাপক পরিবর্তন এসেছে।

কারিগরি শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষতা অর্জনের ওপর জোর দিয়ে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, কারিগরি ক্ষেত্রে কাজ করতে সেবাগ্রহীতারা কি চাচ্ছেন তা বুঝতে পারা আবশ্যক। অনেক সময় আমরা নিজেদের ভাষা বাংলাই বুঝতে পারি না। একটি কল সেন্টারের অভিযোগ, শ্রোতার অনেক অভাব। কেউ মনোযোগ দিয়ে শুনতে চায় না, শুনলেও বুঝতে পারে না। তাই নিজেদের ভাষায় দক্ষতা অর্জন করতে হবে। আর ইংরেজি সম্পূর্ণ বিদেশে একটি ভাষা। আন্তর্জাতিক বাজারে কাজ করতে চাইলে ইংরেজিতে দক্ষতা অর্জনের উপরও কারিগরি শিক্ষার্থীদের জোর দিতে হবে।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব মো আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে আইডিইবির সদস্য, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি - dainik shiksha ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে - dainik shiksha ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে মাকে ভরণপোষণ না দেয়ায় শিক্ষক গ্রেফতার - dainik shiksha মাকে ভরণপোষণ না দেয়ায় শিক্ষক গ্রেফতার ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.0040810108184814