কিউইদের মাটিতে বড় জয় বাংলাদেশের যুবাদের - দৈনিকশিক্ষা

কিউইদের মাটিতে বড় জয় বাংলাদেশের যুবাদের

দৈনিকশিক্ষা ডেস্ক |

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বর্তমানে খুবই ব্যস্ত সময় পার করছে। সদ্য শেষ হওয়া এশিয়া কাপে রানার্স আপ হয়ে টাইগার যুবারা। আর এরপরই পাড়ি জমিয়েছে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে। সেখানে পাঁচ ম্যাচ ওয়ান ডে সিরিজ খেলবে বাংলাদেশ। যার প্রথমটিতে রোববার (২৯ সেপ্টেম্বর) লিংকনে মুখোমুখি হয় দুই দল। প্রথম ম্যাচে কিউইদের ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

নিউজিল্যান্ডের লিংকনের বার্ট সাটক্লিন ওভাল স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামে বাংলাদেশ দল। টস হেরে ফিল্ডিংয়ে নেমে দারুণ বোলিং করে বাংলাদেশি বোলাররা। কিউইদের ব্যাটিং ইনিংসের শুরুতেই আঘাত আনেন টাইগার পেসার শরিফুল ইসলাম। কিউইদের দলীয় মাত্র ২ রানেই ওপেনার রায়াস মারিউকে বোল্ড করেন শরিফুল।

এরপর কিছুটা প্রতিরোধ গড়েন কিউই ব্যাটসম্যানরা। ইনিংস সর্বোচ্চ ৪৫ রানের জুটি আসে এই উইকেটে। আর ভয়ংকর হয়ে উঠতে থাকা এই জুটি ভাঙেন শামিম হোসেন। এরপর নিয়মিত বিরতিতেই কিউইদের উইকেট তুলে নিতে থাকে টাইগার যুবারা। তবে টাইগার বোলারদের মধ্যে সব থেকে বেশি ভয়ংকর হয়ে ওঠেন শরিফুল ইসলাম এবং মৃত্যুঞ্জয় চৌধুরী। দুইজনই তিনটি করে উইকেট তুলে নেন।

মৃত্যুঞ্জন ৯ ওভারে ২১ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট আর শরিফুলও ৯ ওভারে ৪৪ রান দিয়ে নেন ৩টি উইকেট। অন্যদিকে শামিম হোসেনের ২ উইকেটে কিউই যুবারা ২ ওভার বাকি থাকতেই অল আউট হয় মাত্র ১৭৬ রানে।

টাইগার যুবাদের সামনে জয়ের লক্ষ্য মাত্র ১৭৭। লক্ষ্য কম হলেও কিইউদের মতো শুরুতেই উইকেট হারায় টাইগার যুবারা। ব্যক্তিগত মাত্র ২ রানে ওপেনার পারভেজ হাসান ইমন যখন রান আউট হয়ে ফিরে যান তখন টাইগারদের দলীয় সংগ্রহ ৩.১ ওভারে মাত্র ১১ রান। এরপর মাহমুদুল হাসান জয়কে সাথে নিয়ে ৩০ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন তানজিদ হাসান।

দলীয় ৪১ রানে তানজিদ ২৮ রান করে আউট হলে উইকেটে আসেন তৌহিদ হৃদয়। হৃদয় আর জয় মিলে ৪০ রানের জুটি গড়েন। জয় (২৮ রানে) আউট হলে ভাঙে এই জুটি। এরপর দলীয় ৯৯ রানে আউট হন হৃদয়ও।

ইনিংসের ২৪তম ওভারে ৯৯ রানে ৪ উইকেট হারানোর পর উইকেটে আসেন অধিনায়ক আকবর আলী। শাহাদাত হোসেনকে সাথে নিয়ে গড়েন ৮১ রানের অবিচ্ছেদ্য জুটি। আর শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিয়েই মাঠ ছাড়েন অধিনায়ক। শাহাদাত করেন ২৪ রান আর আকবর আলী ৬১ বলে ৬৫ রানের দারুণ এক ইনিংস খেলেন।

শেষ পর্যন্ত ১১ ওভার ২ বল বাকি থাকতে মাত্র ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আর সেই সাথে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে যায় টাইগার যুবারা। সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী ২ অক্টোবর একই মাঠে মুখোমুখি হবে দু’দল।

হাইকোর্টের আদেশ পেলে আইনি লড়াইয়ে যাবে বুয়েট: উপ-উপাচার্য - dainik shiksha হাইকোর্টের আদেশ পেলে আইনি লড়াইয়ে যাবে বুয়েট: উপ-উপাচার্য প্রাথমিকে শিক্ষক নিয়োগ: তৃতীয় ধাপের ফল প্রকাশ হতে পারে আগামী সপ্তাহে - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগ: তৃতীয় ধাপের ফল প্রকাশ হতে পারে আগামী সপ্তাহে ভূমির জটিলতা সমাধানে ভূমিকা রাখবেন নবম শ্রেণির শিক্ষার্থীরা - dainik shiksha ভূমির জটিলতা সমাধানে ভূমিকা রাখবেন নবম শ্রেণির শিক্ষার্থীরা সর্বজনীন শিক্ষক বদলি চালু হোক - dainik shiksha সর্বজনীন শিক্ষক বদলি চালু হোক ডিপ্লোমা প্রকৌশলীদের বিএসসির সমমান দিতে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি - dainik shiksha ডিপ্লোমা প্রকৌশলীদের বিএসসির সমমান দিতে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি রায় জালিয়াতি করে পদোন্নতি: শিক্ষা কর্মকর্তা গ্রেফতার - dainik shiksha রায় জালিয়াতি করে পদোন্নতি: শিক্ষা কর্মকর্তা গ্রেফতার কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0072948932647705