কুবিতে কর্মচারীদের ডিজিটাল পরিচয়পত্র, শিক্ষার্থীদের এনালগ - দৈনিকশিক্ষা

কুবিতে কর্মচারীদের ডিজিটাল পরিচয়পত্র, শিক্ষার্থীদের এনালগ

কুবি প্রতিনিধি |

প্রতিষ্ঠিত হওয়ার পর ১৩ বছর পার করলেও আজও শিক্ষার্থীরা স্মার্ট স্টুডেন্ট আইডি কার্ড অথবা উন্নতমানের পরিচয়পত্র পায়নি। হাত লিখিত বা এনালগ আইডি কার্ড দিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিচয় ব্যবহার করছে শিক্ষার্থীরা। অথচ কর্মচারী থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষকদের জন্য উন্নতমানের পরিচয়পত্র ব্যবহারের সুযোগ করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীরা স্মার্ট কার্ড অথবা উন্নতমানের আইডি কার্ড না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন সময়ে হতাশা ব্যক্ত করেন। ভর্তির পর বিশ্ববিদ্যালয় থেকে হাতে লিখিত বা এনালগ আইডি কার্ড দেয় শিক্ষার্থীদের। পরিচয়পত্রের জন্য ১০০ টাকাও প্রদান করত হয় শিক্ষার্থীদের। এর আগেও অতিদ্রুত সময়ে উন্নতমানের পরিচয়পত্র দেয়া হবে বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার গণমাধ্যমে বক্তব্য দেয়। সময় গড়িয়ে গেলেও এখনও শিক্ষার্থীদের এনালগ আইডি কার্ড প্রদান করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সাথে কথা বললে তারা হতাশা প্রকাশ করেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, কর্মচারীদের জন্য ডিজিটাল পরিচয়পত্রের ব্যবস্থা করলেও শিক্ষার্থীদের সেই নিম্মমানের কাগজে লেখা পরিচয়পত্রই সরবরাহ করা হচ্ছে। এটা আমাদের জন্য লজ্জার।

বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী শওকত হোসাইন বলেন,‘এনালগ বা হাতে লেখা আইডি কার্ড মাস বা বছর শেষ না হতেই নষ্ট হয়ে যায়। কর্মচারীরা উন্নতমানের পরিচয়পত্র ব্যবহার করতে পারলে আমরা কেন পারবো না? তথ্য-প্রযুক্তির যুগে হাতে লেখা আইডি কার্ড ব্যবহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বেমানান।’

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১০ ব্যাচের শিক্ষার্থী এমডি কুতুব উদ্দিন বলেন,‘বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড একজন শিক্ষার্থীর প্রথম পরিচয় বহন করে। এনালগ বা হাতের লেখা আইডি কার্ড নকল করার আশঙ্কা থাকে । তাই নকল, জালিয়াতি এড়াতে বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড এনালগ বা হাতের লেখা বাদ দিয়ে স্মার্ট কার্ড করা বাঞ্ছনীয়। তাহলে নকল করা যাবে না এবং মানসম্মত হবে।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সৃষ্টি করে স্মার্ট কার্ড দেয়া হবে। তবে এক দেড় বছরের মধ্যে উন্নতমানের পরিচয়পত্র দিতে চেষ্টা করবে বলে জানান তিনি।

অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন - dainik shiksha অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি - dainik shiksha বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ - dainik shiksha শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল - dainik shiksha ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিবের বিরুদ্ধে মাউশির তদন্ত কমিটি - dainik shiksha চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিবের বিরুদ্ধে মাউশির তদন্ত কমিটি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0047130584716797