কোভিড-১৯ থেকে সুস্থতা লাভ করেছেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর স্ত্রী - দৈনিকশিক্ষা

কোভিড-১৯ থেকে সুস্থতা লাভ করেছেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর স্ত্রী

দৈনিকশিক্ষা ডেস্ক |

লন্ডন ভ্রমণ থেকে ফিরে এসে অসুস্থ হয়ে পড়েন ট্রুডোর স্ত্রী, এরপরই করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে তার শরীরে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী জানিয়েছেন, তিনি কোভিড-১৯ (করোনাভাইরাস) রোগ থেকে সুস্থতা লাভ করেছেন।

শনিবার (২৮ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগোয়ের ট্রুডো বলেন, “আমি আগের চেয়ে অনেক বেশি ভালো অনুভব করছি। আমি আমার চিকিৎসক ও অটোয়া জনস্বাস্থ্যের কাছ থেকেও ছাড়পত্র পেয়েছি।”

এর আগে গত ১২ মার্চ ট্রুডোর কার্যালয় ঘোষণা করেছিল, লন্ডন ভ্রমণ থেকে ফিরে এসে অসুস্থ হয়ে পড়েন তার স্ত্রী। করোনাভাইরাসের পরীক্ষা করে সোফি গ্রেগোয়ের ট্রুডোর পজিটিভ ফলাফল পাওয়া যায়।

প্রধানমন্ত্রী ট্রুডো ও তার পরিবার সে সময় থেকেই হোম কোয়ারেন্টাইনে ছিলেন। তবে ট্রুডো ও তাদের তিন সন্তানের শরীরে করোনার কোনো লক্ষণ দেখা যায়নি।

শনিবার ট্রুডো বলেন, ’বর্তমানে আমার স্ত্রীর অবস্থা বেশ ভাল। আমি হৃদয়ের গভীর থেকে প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের প্রতি শুভকামনা জানিয়েছেন। এই মুহূর্তে যারাই এই রোগে ভুগছেন তাদের প্রতি ভালোবাসা জানাচ্ছি ও দ্রুত সুস্থতা কামনা করছি।’

প্রধানমন্ত্রী ঘরে বসে কাজ করার জন্য কানাডার নাগরিকদের উদ্দেশে বলেন, ’আমি ঘরে বসেই কাজ চালিয়ে যাব। যাদেরকে ঘরে থেকে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে তারা আমাকে দেখে অনুপ্রেরণা পাবে।’

 প্রসঙ্গত, কানাডায় এপর্যন্ত ৫ হাজার ৬১৬ জনের বেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ৬১ জন মারা গেছেন ও প্রায় ৪৪৫ জন সুস্থ হয়েছেন।

ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.0045068264007568