ক্যাম্পাস ছাড়ার আগে ববি উপাচার্যের লাগামহীন স্বেচ্ছাচারিতা - দৈনিকশিক্ষা

ক্যাম্পাস ছাড়ার আগে ববি উপাচার্যের লাগামহীন স্বেচ্ছাচারিতা

বরিশাল প্রতিনিধি |

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিতর্ক যেন ছাড়ছেই না। দীর্ঘ আন্দোলন-সংগ্রামে উপাচার্যের (ভিসি) বিদায়ের পর রুটিন ভিসির দায়িত্বে থাকাকালে ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসানের বিদায়ী কর্মদিনগুলোর কার্যক্রম নিয়ে বিতর্কের ঝড় বইছে। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের পাঁচ কর্মকর্তাকে বিভিন্ন ইস্যুতে কারণ দর্শানোসহ কয়েকজনকে বদলি করেছেন। এমনকি সিন্ডিকেটের সভা ছাড়াই সাময়িক বরখাস্ত এক কর্মকর্তাকে দায়িত্বে পুনর্বহাল করেন বলে অভিযোগ উঠেছে। এসব কর্মকাণ্ড রুটিন ভিসির এখতিয়ারবহির্ভূত উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা। গত ৭ অক্টোবর বিদায় নেয়ার আগের কয়েক দিনে তিনি এ কাজগুলো করেছেন বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

জানা গেছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোর্শিদ আবেদীনকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ, গণমাধ্যমে মানহানিকর বক্তব্য প্রদানের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেন রুটিন ভিসি। নোটিশে কারণ দর্শানোর আগ পর্যন্ত তাকে দায়িত্ব থেকে বিরত থাকতে নির্দেশ দেন। গত ২৯ সেপ্টেম্বর সাত দিনের সময় দিয়ে রুটিন ভিসি স্বাক্ষরিত ওই কারণ দর্শানোর চিঠি তিনি হাতে পেয়েছেন ১৩ অক্টোবর। নির্বাহী প্রকৌশলীর দাবি, রুটিন ভিসি ড. মাহবুব হাসান ষড়যন্ত্রমূলকভাবে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন এবং দায়িত্ব থেকে বিরত থাকতে বলেছেন; যা তার এখতিয়ারবহির্ভূত বলেও দাবি করেন তিনি।

এদিকে সিন্ডিকেটের সভা কিংবা সিদ্ধান্ত ছাড়াই রেজিস্ট্রারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে প্রায় এক বছর আগে সাময়িক বরখাস্ত হওয়া অর্থ শাখার সহকারী পরিচালক বরুণ কুমার দেকে একই পদে পদায়ন করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে গতকাল তিনি যোগ দিয়েছেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলের শাখা কর্মকর্তা হাবিবুর রহমানকে সংস্থাপন শাখার এসও, অর্থ শাখার এসও জসিমউদ্দিনকে শেরেবাংলা হলের এসও এবং ক্রীড়া দপ্তরের সহকারী পরিচালক বাহাউদ্দিন গোলাপকে সহকারী রেজিস্ট্রার পদে বদলি করা হয়েছে। শুধু তাই নয়, রুটিন ভিসির ঘনিষ্ঠ ছাত্র শিক্ষক কেন্দ্রের সহকারী পরিচালক আতিকুর রহমান কোনো অফিস আদেশ ছাড়াই অর্থ শাখার সহকারী পরিচালক পদ দখল করেছেন বলে অভিযোগ উঠেছে। এমনকি আতিকুর রহমান জোরপূর্বক অর্থ শাখায় বিভিন্ন বিল-ভাউচারে স্বাক্ষর করছেন। বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল শিক্ষক-কর্মকর্তারা জানান, রুটিন দায়িত্বে থাকা ভিসি কাউকে বদলি করতে পারেন না। ভিসির রুটিন দায়িত্বে থাকাকালে ট্রেজারার তার অনুগত কর্মকর্তাদের সুবিধা দিতে এখতিয়ারবহির্ভূত কাজ করেছেন। তাদের দাবি, সিন্ডিকেটের অনুমোদন ছাড়া কোনো কর্মকর্তার বরখাস্ত আদেশ প্রত্যাহারের সুযোগ নেই। শেরেবাংলা হলের এসও হাবিবুর রহমানকেও শেষ সময়ে পদায়ন করে গেছেন তিনি।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া বলেন, ‘ভিসির রুটিন দায়িত্বে থেকে নীতিনির্ধারণী কোনো সিদ্ধান্ত নেয়া যায় না। কাউকে বদলি, পদায়ন কিংবা কারণ দর্শানো রুটিন ভিসির কাজ নয়।’

সদ্যবিদায়ী রুটিন ভিসি ও ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান এখতিয়ারবহির্ভূত কর্মকাণ্ডের বিষয়ে বলেন, তিনি এখন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেউ নন। দায়িত্বে থাকাবস্থায় কী করেছেন তা নিয়ে এখন কোনো মন্তব্য করতে চান না।

এদিকে ভর্তি পরীক্ষার তারিখ দিয়েও পরে পরীক্ষা স্থগিত করার জন্য ড. মাহবুব হাসানের অদক্ষতাকে দায়ী করেছেন শিক্ষকরা। বিগত বছরগুলোয় নভেম্বরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলেও বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় রুটিন উপাচার্য ১৮ ও ১৯ অক্টোবর ভর্তি পরীক্ষার তারিখ প্রস্তাব করেন। বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় ওই প্রস্তাব গৃহীত হলে প্রশ্নপত্র ছাপানোসহ প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়। কিন্ত উদ্ভূত পরিস্থিতিতে ভর্তি পরীক্ষা স্থগিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ মে উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হকের চার বছরের মেয়াদ শেষ হয়। সব শেষ গত ৭ অক্টোবর শেষ হয় রুটিন উপাচার্য ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসানের মেয়াদ।

জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন - dainik shiksha জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন পছন্দের স্কুলে বদলির জন্য ‘ভুয়া’ বিবাহবিচ্ছেদ - dainik shiksha পছন্দের স্কুলে বদলির জন্য ‘ভুয়া’ বিবাহবিচ্ছেদ হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা - dainik shiksha হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে - dainik shiksha সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে উপবৃত্তির জন্য সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ - dainik shiksha উপবৃত্তির জন্য সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা - dainik shiksha সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন - dainik shiksha জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন ১৭তম ৩৫-প্লাস শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে চেম্বার আদালত যা করলো - dainik shiksha ১৭তম ৩৫-প্লাস শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে চেম্বার আদালত যা করলো দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা - dainik shiksha তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা please click here to view dainikshiksha website Execution time: 0.0058369636535645