গাইড বই থেকে পাবলিক পরীক্ষায় প্রশ্ন করার পক্ষে ডা. তুষার! - দৈনিকশিক্ষা

গাইড বই থেকে পাবলিক পরীক্ষায় প্রশ্ন করার পক্ষে ডা. তুষার!

নিজস্ব প্রতিবেদক |

কোনো গাইড বই থেকে যদি এসএসসি বা অন্য কোনো পাবলিক পরীক্ষায় প্রশ্ন হুবুহু তুলে দেয়া হয়, সেটি নিয়ে আলোচনা করা বা প্রশ্ন করা অযৌক্তিক বলে মনে করেন নাগরিক টিভির সিইও ডা. আবদুন নূর তুষার। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে গিয়ে এই মনোভাবের কথা জানান তিনি। গাইড বই থেকে প্রশ্ন তুলে দেয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ বলেও মনে করেন না ডা. আবদুন নূর ।

ডা. আবদুন নূর তুষার বলেন, ‘প্রশ্ন তো প্রশ্নই, কেননা, কোন না কোন বইয়ের, কোথাও না কোথাও, কেউ না কেউ এ প্রশ্নটা শিখেছে, পড়েছে বা বলেছে। তাই গাইডে প্রশ্ন আছে বলে সেটি করা যাবে না, তাহলে সমস্ত বিসিএস-এর গাইড বই বাতিল করতে হবে। কারণ বিসিএস-এর সব প্রশ্ন আগে থেকে পাওয়া যায়, পুরনো প্রশ্নগুলি। এসব গাইড থেকেতো পুরনো প্রশ্ন আসেই।’ 

নাগরিক টিভির সিইও ডা. আবদুন নূর তুষার

বোর্ডের করা প্রশ্ন প্রসঙ্গে তিনি বলেন, বোর্ড্ও পুরনো প্রশ্ন পুনরাবৃত্তি করে, এবং এটা হয়েই থাকে। ওই টক শোতে লাইভে যুক্ত হন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সেখোনে গাইড বই থেকে হুবহু প্রশ্ন তুলের দেয়ার বিষয়ে শিক্ষমন্ত্রী বলেন, এই সমস্যা সমাধানে সরকার শতভাগ তৎপর থাকবে এবং ষোল আনাই সমস্যা এড়াতে হবে বলে মন্তব্য করেন তিনি।

এছাড়া ২০১৮ সালের প্রশ্নপত্র পুনরাবৃত্তি সম্পর্কেও কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, প্রতিবছর নিয়মিত শিক্ষার্থীদের সঙ্গে অনিয়মিতরাও পরীক্ষা দেন। মন্ত্রণালয়ের কঠোর নির্দেশনা আছে, নিয়মিত-অনিয়মিত শিক্ষার্থীদের ভিন্ন কক্ষে পরীক্ষা নিতে হবে। কিন্তু এ ক্ষেত্রে কেন্দ্র সচিব এই নির্দেশনা অনুসরণ করেননি বলেই এ বিভ্রাট হয়েছে বলে যুক্তি দেন মন্ত্রী। আরো বলেন, প্রশ্ন তৈরিতে ভালো শিক্ষকের অভাব আছে। ভবিষ্যতে সেটি কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশা করেন ডা. দীপু মনি।

গাইড বই থেকে হুবহু তুলে দেয়া হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের এসএসসির বাংলা প্রথম পত্রের প্রশ্ন। এর আগে এ বিষয়ে দৈনিক শিক্ষাডটকমে প্রতিবেদন দেখে বিষয়টি তদন্ত জড়িতদের চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। একই  সাথে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে তা জানাতে ঢাকা বোর্ডের চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

আরও পড়ুন: 

বাজারি গাইডের প্রশ্নে এসএসসি পরীক্ষা, জড়িতদের চিহ্নিত করার নির্দেশ শিক্ষামন্ত্রীর

একটা বাংলা প্রশ্ন করতে পারে না, শিক্ষা বোর্ড চালায় কীভাবে : ড. জাফর ইকবাল

গাইড থেকে হুবহু প্রশ্নে এসএসসির বাংলা পরীক্ষা, আছে ভুলও

আবারো ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা, শিক্ষার্থী-অভিভাবকদের বিক্ষোভ

হুবহু বাজারি গাইডের প্রশ্ন এসএসসি পরীক্ষায়, তদন্ত শুরু

ভুল আর নোট গাইডের হুবহু প্রশ্ন

দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি - dainik shiksha দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি আকাশে তিনটি ড্রোন ধ্বংস করেছে ইরান, ভিডিয়ো প্রকাশ - dainik shiksha আকাশে তিনটি ড্রোন ধ্বংস করেছে ইরান, ভিডিয়ো প্রকাশ অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন - dainik shiksha অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন আমি সরকার পরিচালনা করলে কৃষকদের ভর্তুকি দিবই: প্রধানমন্ত্রী - dainik shiksha আমি সরকার পরিচালনা করলে কৃষকদের ভর্তুকি দিবই: প্রধানমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি - dainik shiksha বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ - dainik shiksha শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল - dainik shiksha ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.012164115905762