গাজীপুরে কলেজের নবীন বরণে বহিরাগতদের হামলা, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১২ - দৈনিকশিক্ষা

গাজীপুরে কলেজের নবীন বরণে বহিরাগতদের হামলা, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১২

গাজীপুর প্রতিনিধি |

গাজীপুরে তুচ্ছ ঘটনার জেরে কলেজের নবীনবরণ অনুষ্ঠানে বহিরাগতদের হামলায় শিক্ষক-শিক্ষার্থীসহ ১২জন আহত হয়েছে। গুরুতর আহত দুই ছাত্রকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। হামলাকারীরা এসময় ব্যাপক ভাংচুর করেছে। শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় শহরের বঙ্গতাজ কমিউনিটি অডিটোরিয়ামে ইন্সটিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড ইনফরমেশন টেকনোলজীর (আই-টেইট)’ নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে এ ঘটনা ঘটেছে।  

কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম ও আহতরা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি এলাকার ইন্সটিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড ইনফরমেশন টেকনোলজী (আই-টেইট)’র শিক্ষার্থীদের নবীণ বরণ ও বিদায় অনুষ্ঠান শনিবার শহরের রথখোলা এলাকার বঙ্গতাজ কমিউনিটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হচ্ছিল। 

আলোচনা অনুষ্ঠান শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে বহিরাগত এক যুবক অনুষ্ঠানস্থলে প্রবেশের চেষ্টা করলে এক ছাত্র বাধা দেয়। এনিয়ে অডিটোরিয়ামের সামনে কলেজের দু’ছাত্রের মাঝে কথাকাটাকাটির একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। এসময় কলেজের ইলেক্ট্রিক্যাল বিভাগের শিক্ষক নাজমুল ওই দু’ছাত্রকে অনুষ্ঠানস্থলে নিয়ে আসেন এবং দু’জনের মধ্যে মীমাংসা করে দেন।

এসময় কয়েক বহিরাগত যুবক ঘটনাস্থলে এসে এক ছাত্রের পক্ষ নিয়ে ওই শিক্ষককে মারধর করে। এসময় অন্য শিক্ষার্থীরা ধাওয়া করে বহিরাগত একজনকে আটক করে, তবে অপরজন পালিয়ে যায়। এঘটনার কিছুসময় পর পালিয়ে যাওয়া ওই যুবকের নেতৃত্বে ১৭/১৮ বহিরাগত যুবক চাপাতি, ছোরা, রড ও লাঠিসোটা নিয়ে অডিটোরিয়ামে আসে। তারা কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে ভিতরে অনুষ্ঠানস্থলে প্রবেশ করে। এসময় বহিরাগতরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে এবং মারধর করতে থাকে। এতে বেশ কয়েকজন আহত হয়। এঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীরা আতংকিত হয়ে দিকবিদিক ছুটোছুটি করতে থাকে। 

এঘটনায় কলেজের গভর্ণিং বডির সভাপতি ড. ইঞ্জিনিয়ার একেএম আবু রায়হান ও শিক্ষক নাজমুলসহ অন্ততঃ ১২জন শিক্ষক-ছাত্র-ছাত্রী আহত হয়। হামলাকারীরা দরজা জানালার কাঁচ ও চেয়ার টেবিলসহ আসবাবপত্র ভাংচুর করে ঘটনাস্থল ত্যাগ করে। 

হামলায় আহত মৃদুল (২০), সৌরভ হোসেন (১৭), সাকিব (১৮), রিমন (১৮) ও উম্মে হাফিজাকে (১৭) শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে গুরুতর আহত মৃদুল ও সৌরভকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেহ হাসপাতালে রেফার্ড করা হয়। আহত অন্যদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।

গাজীপুর সদর থানার ওসি আলমগীর ভুইয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে রাত সাড়ে ৯টা পর্যন্ত কোন মামলা হয়নি।     

এমপিও কোড পেলো আরো ১৪ স্কুল-কলেজ - dainik shiksha এমপিও কোড পেলো আরো ১৪ স্কুল-কলেজ নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী হিটস্ট্রোকে বিশ্ববিদ্যালয় ছাত্র তূর্যের মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে বিশ্ববিদ্যালয় ছাত্র তূর্যের মৃত্যু পরীক্ষার নাম এসএসসিই থাকবে, ওয়েটেজ ৫০ শতাংশ - dainik shiksha পরীক্ষার নাম এসএসসিই থাকবে, ওয়েটেজ ৫০ শতাংশ ফরেনসিক অডিটে ফাঁসছেন দশ হাজার জাল সনদধারী - dainik shiksha ফরেনসিক অডিটে ফাঁসছেন দশ হাজার জাল সনদধারী কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পিএইচডি ফেলোশিপ - dainik shiksha প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পিএইচডি ফেলোশিপ সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি - dainik shiksha সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন - dainik shiksha জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা - dainik shiksha সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা please click here to view dainikshiksha website Execution time: 0.010663032531738