চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু আজ - দৈনিকশিক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু আজ

চবি প্রতিনিধি |

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ রোববার ‘বি’ ইউনিটের মধ্যদিয়ে শুরু হচ্ছে। পরীক্ষা ঘিরে ইতোমধ্যে ক্যাম্পাসের বিভিন্ন আবাসিক হলসহ আশপাশের এলাকায় ভর্তিচ্ছুদের আনাগোনা দেখা দিয়েছে। এদিন দুটি শিফটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার বি ইউনিটে মোট ১২২১টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৪২ হাজার ৪ জন ভর্তিচ্ছু। ফলে আসন প্রতি লড়বেন ৩৪ জন। দুই শিফটের মধ্যে প্রথম শিফটে সকাল ৯টা ৪৫ মিনিটে ভর্তিচ্ছুদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। সকাল ১০টা ১৫ মিনিটে ওএমআর শিট দেয়ার পর ১১টায় প্রশ্নপত্র প্রদানের মধ্য দিয়ে যথারীতি পরীক্ষা শুরু হবে। নির্ধারিত ১ ঘণ্টা পর বেলা ১২ টায় শেষ হবে পরীক্ষা। এ বেলায় মোট ২১ হাজার ২ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নেবেন।

এদিকে দ্বিতীয় শিফটের পরীক্ষায় বেলা ২টা ১৫ মিনিটে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। বেলা ২টা ৪৫ মিনিটে ওএমআর শিট দেয়ার পর ৩টা ৩০ মিনিটে প্রশ্নপত্র প্রদানের মধ্য দিয়ে শুরু হবে পরীক্ষা। নির্ধারিত ১ ঘণ্টা পর বেলা ৪টা ৩০ মিনিটে পরীক্ষা শেষ হবে। ‘বি’ ইউনিটটিতে নাট্যকলা বিভাগ, চারুকলা ইনস্টিটিউট ও সংগীত বিভাগ ছাড়াও কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত সকল বিভাগ ও ইনস্টিটিউট রয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এবারের ভর্তি পরীক্ষায় ৯টি অনুষদের অধীনে ৪৮টি বিভাগ ও ৫টি ইনিস্টটিউটে ৪ হাজার ১৮৯টি সাধারণ ও ৭৩৭টি কোটাসহ সর্বমোট ৪ হাজার ৯২৬টি আসন রয়েছে। এর মধ্যে কলা ও মানববিদ্যা অনুষদের ১৩টি বিভাগ ও ৩টি ইনস্টিটিউট এ সাধারণ আসন ১৩৪৬টি এবং কোটায় ২০৮টি আসনসহ সর্বমোট ১৫৫৪ টি আসন রয়েছে।

বিজ্ঞান অনুষদে ৫টি বিভাগ ও ১টি ইনস্টিটিউটে সাধারণ ৫৪৫টি আসন এবং কোটায় ৯৮টি সহ সর্বমোট ৬৪৩টি আসন রয়েছে। ব্যবসায় প্রশাসন অনুষদে ৬টি বিভাগে সাধারণ ৬৪০টি আসন এবং কোটায় ১১২টিসহ সর্বমোট ৭৫২টি আসন রয়েছে। সমাজ বিজ্ঞান অনুষদে ৯টি বিভাগে সাধারণ ৮১৮টি এবং কোটায় ১৪৩টিসহ সর্বমোট ৯৬১টি আসন রয়েছে। আইন অনুষদে ১টি বিভাগে সাধারণ আসন ১১৫টি এবং কোটায় ২২টিসহ সর্বমোট ১৩৭টি আসন রয়েছে। জীববিজ্ঞান অনুষদের ৯টি বিভাগে সাধারণ আসন ৪৮৫টি এবং কোটায় ৯২টিসহ সর্বমোট ৫৭৭ টি আসন রয়েছে।

ইঞ্জিনিয়ারিং অনুষদের ২টি বিভাগে সাধারণ আসন ১২০টি এবং কোটায় ২১টি সহ সর্বমোট ১৪১ টি আসন রয়েছে। শিক্ষা অনুষদের ১টি বিভাগে সাধারণ ৩০টি আসন এবং কোটায় ১৯টিসহ সর্বমোট ৪৯টি আসন রয়েছে। মেরিন সায়েন্স আ্যান্ড ফিশারিজ অনুষদে ২টি বিভাগ ও ১টি ইনস্টিটিউটে সাধারণ ৯০টি এবং কোটায় ২৫টিসহ সর্বমোট ১১৫ টি আসন রয়েছে।

এদিকে আগামীকাল ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘ডি’ ইউনিটের পরীক্ষা। এছাড়া ২৯ অক্টোবর ‘এ’ ইউনিট, ৩০ অক্টোবর ‘সি’ ইউনিট এবং ৩১ অক্টোবর ডি-১ ও বি-১ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বরাবরের মতো এবারও পরীক্ষা কেন্দ্রে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা টেলিযোগাযোগে সক্ষম কোনো ইলেক্ট্রনিক ডিভাইস, যন্ত্র ও ঘড়ি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এছাড়া ভর্তির বিস্তারিত তথ্য (http://admission.cu.ac.bd) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন - dainik shiksha অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি - dainik shiksha বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ - dainik shiksha শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল - dainik shiksha ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিবের বিরুদ্ধে মাউশির তদন্ত কমিটি - dainik shiksha চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিবের বিরুদ্ধে মাউশির তদন্ত কমিটি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0040018558502197