চতুর্থ শিল্পবিপ্লবের দক্ষ জনবল তৈরিতে কাজ করছে বিডিইউ : অধ্যাপক মুনাজ আহমেদ - দৈনিকশিক্ষা

চতুর্থ শিল্পবিপ্লবের দক্ষ জনবল তৈরিতে কাজ করছে বিডিইউ : অধ্যাপক মুনাজ আহমেদ

গাজীপুর প্রতিনিধি |

অধ্যাপক মুনাজ আহমেদ নূর বলেছেন, দেশের প্রথম ডিজিটাল ইউনিভার্সিটি ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি’ (বিডিইউ) বিশ্বে চতুর্থ শিল্পবিপ্লবে অংশ নিতে দক্ষ জনবল তৈরিতে কাজ করে যাচ্ছে। শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে ৫ম সিন্ডিকেট সভায় বিগত বছরের কর্মকাণ্ড তুলে ধরে এ কথা বলেন তিনি। এর আগে তিনি একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন পরিদর্শন করেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মধ্যে ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, এথিক্স অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. মুবিন খান, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) এর সভাপতি আব্দুস সবুর, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য, ইউনিভার্সিটির রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ও সিন্ডিকেট সদস্য সচিব জনাব মো. আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন।

সিন্ডিকেট সদস্যরা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন, অস্থায়ী প্রশাসনিক ভবন, আইওটি ল্যাব, ফিজিক্স ল্যাব, ইন্টারেক্টিভ ডিজিটাল বোর্ড সংযুক্ত স্মার্ট শ্রেণিকক্ষ, ক্লাউড বেইজ থিঙ্ক ক্লায়েন্ট সমৃদ্ধ কম্পিউটার ল্যাব, অত্যাধুনিক মডুলার ডাটা সেন্টারসহ অন্যান্য স্থাপনা ঘুরে দেখেন।

সিন্ডিকেট সভায় ভিসি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সিন্ডিকেট সদস্যদের ইউনিভার্সিটির বিগত বছরের কার্যক্রম লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, মাই বিডিইউ মোবাইল অ্যাপ, এক্সাম ম্যানেজমেন্ট সিস্টেম, ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স (মুক), অনলাইন এডমিশন পোর্টাল, জব পোর্টাল, রুটিন ম্যানেজমেন্ট সিস্টেম, প্রোজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট, ডকুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম উপস্থাপন করেন।

এছাড়া, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সদ্য অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি এর সদ্য বিদায়ী সিন্ডিকেট সদস্য জনাব মোহাম্মদ শহীদুল হককে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন - dainik shiksha জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন পছন্দের স্কুলে বদলির জন্য ‘ভুয়া’ বিবাহবিচ্ছেদ - dainik shiksha পছন্দের স্কুলে বদলির জন্য ‘ভুয়া’ বিবাহবিচ্ছেদ হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা - dainik shiksha হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে - dainik shiksha সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে উপবৃত্তির জন্য সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ - dainik shiksha উপবৃত্তির জন্য সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা - dainik shiksha সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন - dainik shiksha জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন ১৭তম ৩৫-প্লাস শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে চেম্বার আদালত যা করলো - dainik shiksha ১৭তম ৩৫-প্লাস শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে চেম্বার আদালত যা করলো দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা - dainik shiksha তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা please click here to view dainikshiksha website Execution time: 0.0040311813354492