চবি শিক্ষার্থীর পা ভাঙার ঘটনায় তদন্ত কমিটি - দৈনিকশিক্ষা

চবি শিক্ষার্থীর পা ভাঙার ঘটনায় তদন্ত কমিটি

চট্টগ্রাম প্রতিনিধি |

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। রোববার (১৯ মে) এ কমিটি গঠন করেন রেলওয়ের পূর্বাঞ্চলের নিরাপত্তাবাহিনীর প্রধান ইকবাল হোসেন। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আহত রাইয়্যান আলম রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তার ভাঙা পা জোড়া লাগাতে শনিবার রাতে অস্ত্রোপচার করা হয়। অভিযুক্ত নিরাপত্তাকর্মী মশিউর রহমান মুসা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) একজন সিপাহি।

রেলওয়ের পূর্বাঞ্চলের নিরাপত্তা বাহিনীর প্রধান ইকবাল হোসেন বলেন, ঘটনা তদন্তে একটি কমিটি করে দেওয়া হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্ত সিপাহির বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক আমান উল্লাহ জানান, শিক্ষার্থীরা আমাদের কাছে দুটি দাবি দিয়েছিল। তাদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। এরই মধ্যে অভিযুক্ত মশিউর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

গত শুক্রবার বিকেলে ক্যাম্পাসে যাওয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম নগরের বটতলী রেলস্টেশন থেকে দুই ছোট ভাইকে নিয়ে ট্রেনে ওঠেন রাইয়্যান। এ সময় আরএনবির তিন সদস্য ওই বগিতে আসেন। রাইয়্যানকে উদ্দেশ করে সিপাহি মশিউর বলে, 'এই তোরা কারা।' জবাবে রাইয়্যান বলেন, 'আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ক্যাম্পাসে যাব।' মশিউর বলে, 'এখানে কেন তোরা?' রাইয়্যান বলেন, 'আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। 

শাটল ট্রেনে করেই তো আমরা বিশ্ববিদ্যালয়ে যাই। এখানে তো আমরা বসতেই পারি।' এক পর্যায়ে রাইয়্যানের কাছ থেকে টাকা দাবি করে মশিউর। টাকা দিতে অস্বীকৃতি জানালে মশিউর তাকে ট্রেন থেকে নেমে যেতে বলে। তাতেও সে অস্বীকৃতি জানালে রাইয়্যানকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে মশিউর। এতে তার পা ভেঙে যায়। এই ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা মানববন্ধনসহ রেলওয়ে কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন।

অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন - dainik shiksha অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি - dainik shiksha বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ - dainik shiksha শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল - dainik shiksha ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিবের বিরুদ্ধে মাউশির তদন্ত কমিটি - dainik shiksha চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিবের বিরুদ্ধে মাউশির তদন্ত কমিটি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.013139009475708