চুয়েটে ভর্তি পরীক্ষা ১২ অক্টোবর - দৈনিকশিক্ষা

চুয়েটে ভর্তি পরীক্ষা ১২ অক্টোবর

চুয়েট প্রতিনিধি |

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) কোর্সের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে ক-বিভাগে (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) ১০ হাজার ৩১ জন এবং খ-বিভাগে (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ) ৯৪১ জন যোগ্য প্রার্থীর নামের তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ১২ অক্টোবর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২৫ সেপ্টেম্বর বুধবার বিকেলে ভর্তি কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্র্রার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তালিকা প্রকাশ করা হয়। এবার মোট ১২ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী সফলভাবে আবেদন করেন। এর মধ্যে ক-বিভাগে রয়েছে ১১ হাজার ৬১১ জন এবং খ-বিভাগে এক হাজার ২৩৭ জন। এর মধ্য থেকে সর্বমোট ১২টি বিভাগে ৮৯০টি আসনের বিপরীতে মোট ১০ হাজার ৯৭২ জন প্রার্থীকে প্রাথমিকভাবে যাচাই-বাছাই করে যোগ্য হিসেবে নাম প্রকাশ করা হয়।

সর্বনিম্ন কত পয়েন্ট পাওয়া প্রার্থীদের যোগ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে- এমন প্রশ্নের উত্তরে ভর্তি কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী বলেন, গণিত, পদার্থ, রসায়ন ও ইংরেজির চার বিষয়ে যাদের ২০ পয়েন্টে ১৮ পয়েন্ট ছিল তাদের যোগ্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে ১৮ পয়েন্ট প্রাপ্ত একাধিক প্রার্থী থাকলে তাদের ব্যাপারে পর্যায়ক্রমে গণিত, পদার্থ ও রসায়নের পয়েন্টকে প্রাধান্য দিয়ে যোগ্য তালিকা প্রকাশ করা হয়ছে।

চুয়েটে চারটি অনুষদের ১২টি বিভাগে মোট ৮৯০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা হবে।

অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী বলেন, ১২ অক্টোবর শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লিখিত পরীক্ষা এবং একই দিন বিকেল আড়াইটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত মুক্তহস্ত অংকন পরীক্ষা চলবে। এবার শুধু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এমসিকিউ পদ্ধতির কোনো প্রশ্ন থাকবে না। এ ছাড়া রাখাইন সম্প্রদায়ের জন্য ১টি, পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার নৃ-গোষ্ঠীর (উপজাতি) জন্য ১০টিসহ অতিরিক্ত ১১টি আসন সংরক্ষিত আছে। তবে ভর্তির জন্য অন্য কোনো ধরনের আসন সংরক্ষিত নেই।

ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্যাবলি চুয়েট ওয়েবসাইটে (http://www. cuet.ac.bd/ admission) পাওয়া যাবে বলে সংশ্নিষ্টরা জানিয়েছেন।

ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি - dainik shiksha ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে - dainik shiksha ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে মাকে ভরণপোষণ না দেয়ায় শিক্ষক গ্রেফতার - dainik shiksha মাকে ভরণপোষণ না দেয়ায় শিক্ষক গ্রেফতার ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.0074658393859863