ছাত্রদের ঝরে পড়ার হার বেড়েছে - দৈনিকশিক্ষা

ছাত্রদের ঝরে পড়ার হার বেড়েছে

রুম্মান তূর্য |

গত বছরের তুলনায় মাধ্যমিক পর্যায়ে ছাত্রদের ঝরে পড়ার হার বেড়েছে। গতবছর মাধ্যমিকে ৩৩ দশমিক ৪৩ শতাংশ ছাত্র ঝরে পড়েছিল। এবছরের হিসেবে এ হার বেড়ে ৪০ দশমিক ১৯ শতাংশ হয়েছে। যা বিগত ৫ বছরে সর্বোচ্চ। অপরদিকে বিগত ১০ বছরে মাধ্যমিকে শিক্ষার্থী ঝরে পড়ার হার অনেকটা কমেছে। মাধ্যমিক পর্যায়ে ২০১৮ খ্রিস্টাব্দে ৩৭ দশমিক ২১ শতাংশ শিক্ষার্থী ঝরে পড়েছে। এমন তথ্যই উঠে এসেছে ‘বাংলাদেশ এডুকেশন স্ট্যাটিস্টিক্স ২০১৮’এর খসড়ায়। রোববার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) সম্মেলন কক্ষে ‘বাংলাদেশ এডুকেশন স্ট্যাটিস্টিকস্ ২০১৮’ চুডান্তকরণের লক্ষ্যে আয়োজিত কর্মশালায় এসব তথ্য তুলে ধরেছেন ব্যানবেইসের  মহাপরিচালক মো. ফসিউল্লাহ। কর্মশালায় শিক্ষামন্ত্রী  ডা. দীপু মনি এবং উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন। 

২০০৮ খ্রিস্টাব্দে মাধ্যমিকে ঝরে পড়ার হার ছিল ৬১ দশমিক ৩৮ শতাংশ। ব্যানবেইসের তথ্য মতে, বিগত দশ বছরে যা ক্রমান্বয়ে অনেকটা কমেছে। ২০১৪ খ্রিস্টাব্দে ঝরে পড়ার হার কমে হয় ৪১ দশমিক ৫৯ শতাংশ। ২০১৫ খ্রিস্টাব্দে তা হয় ৪০ দশমিক ২৯ শতাংশ। ২০১৬ খ্রিস্টাব্দে ঝরে পড়ার হার ছিল ৩৮ দশমিক ৩০ শতাংশ। গতবছর মাধ্যমিক পর্যায়ে ঝরে পড়ার হার ছিল ৩৭ দশমিক ৪১ শতাংশ, যা এ বছর কিছুটা কমে হয়েছে ৩৭ দশমিক ২১ শতাংশ।

অপরদিকে ২০১৮ খ্রিস্টাব্দে বিগত ৫ বছরের তুলনায় ছাত্রদের ঝরে পড়ার হার ছিল সর্বোচ্চ। এ বছর ৪০ দশমিক ১৯ শতাংশ ছেলে শিক্ষার্থী ঝরে পড়েছে। ২০১৪ খ্রিস্টাব্দে মাধ্যমিকে ছাত্র ঝরে হার ছিল ৩৪ দশমিক ৫২ শতাংশ। ২০১৫ খ্রিস্টাব্দে তা কমে হয় ৩৩ দশমিক ৭১ শতাংশ। ২০১৬ খ্রিস্টাব্দে এ হার ছিল ৩৩ দশমিক ৮৮ শতাংশ। অপরদিকে ২০১৭ খ্রিস্টাব্দে মাধ্যমিকে ছাত্রদের ঝরে পড়ার হার ছিল ৩৩ দশমিক ৪৩ শতাংশ।      

এদিকে বিগত ১০ বছরে ছাত্রীদের ঝরে পড়ার হার এবছর ছিল সবচেয়ে কম। ২০১৮ খ্রিস্টাব্দে মাধ্যমিক পর্যায়ে ৩৬ দশমিক ০১ শতাংশ ছাত্রী ঝরে পড়েছে। ২০০৮ খ্রিস্টাব্দে ছাত্রী ঝরে পড়ার হার ছিল ৬৫ দশমিক ৬৯ শতাংশ। ২০১৪ খ্রিস্টাব্দে মাধ্যমিকে ছাত্রী ঝরে হার কমে হয় ৪৭ দশমিক ৬৭ শতাংশ। ২০১৫ খ্রিস্টাব্দে তা কমে হয় ৪৫ দশমিক ৯২ শতাংশ। ২০১৬ খ্রিস্টাব্দে এ হার ছিল ৪২ দশমিক ১৯ শতাংশ। অপরদিকে ২০১৭ খ্রিস্টাব্দে মাধ্যমিকে ছাত্রীদের ঝরে পড়ার হার ছিল ৪১ দশমিক ৫২ শতাংশ।      

বিগত বছরগুলোর মত চলতে থাকলে ঝরে পড়ার হার কমতে থাকবে বলে দাবি করেছে ব্যানবেইস। তাদের হিসেব মতে এভাবে চললে ২০২৫ খ্রিস্টাব্দে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার নেমে আসবে ২৬ দশমিক ৮৩ শতাংশ। যা ২০৩০ খ্রিস্টাব্দে ২০ দশমিক ১৭ শতাংশে নেমে আসবে বলে দাবি করেছে ব্যানবেইস।   

স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও - dainik shiksha স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল - dainik shiksha ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি - dainik shiksha সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ - dainik shiksha বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি - dainik shiksha সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা - dainik shiksha ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস - dainik shiksha এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস please click here to view dainikshiksha website Execution time: 0.0055379867553711