ছাত্রলীগ সভাপতির মুক্তির দাবিতে দোহারে বিক্ষোভ - দৈনিকশিক্ষা

ছাত্রলীগ সভাপতির মুক্তির দাবিতে দোহারে বিক্ষোভ

দোহার (ঢাকা) প্রতিনিধি |

ঢাকার দোহার উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে দোহার উপজেলা, দোহার পৌরসভা, জয়পাড়া কলেজ ও টেকনিক্যাল কলেজ ছাত্রলীগ। রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে মিছিলটি জয়পাড়া কলেজ থেকে বের হয়ে উপজেলা পরিষদ ঘুরে পুনরায় কলেজে এসে শেষ হয়। পরে জয়পাড়া কলেজের বটতলায় সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, দোহার উপজেলা প্রকৌশলী কবির উদ্দিন শাহ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে তাকে হেয় করেছে। একটি মহলের প্ররোচণায় তিনি ছাত্রলীগ নেতা আমিনুলের বিরুদ্ধে মিথ্যা মামলা করে ছাত্রলীগের সুনাম নষ্ট করতে চাচ্ছে। কবির উদ্দিন শাহকে বলে দিতে চাই কোনো মিথ্যা মামলা দিয়ে একজন ছাত্রলীগ নেতাকে জেলে আটকে রাখা যাবে না।

তারা আরও বলেন, আমরা আশা করি অতিসত্বর আমিনুলের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে। তা না হলে ছাত্রলীগ কঠোর আন্দোলন করতে বাধ্য হবে। আমাদের প্রিয় নেতা দোহার নবাবগঞ্জের অভিভাবক সালমান এফ রহমান এমপি মহোদয় বিষয়টি আমলে নিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমরা বিশ্বাস করি।

এ সময় উপস্থিত ছিলেন, দোহার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উদয় হোসেন, সহ-সভাপতি শাকিল আহমেদ, রাহাত মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মহসীন মুন্সী, কাজী প্রান্ত, সিনিয়র সদস্য ফয়সাল মাহমুদ রিকি, পৌরসভা সভাপতি পাপেল মাহমুদ নিজাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাদ্দাম, দপ্তর সম্পাদক সাফাতুল আজাদ সৌরভ, জয়পাড়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি পান্নু চোকদার, সহ-সভাপতি দুর্জয় চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুর রহমান শান্ত, সাংগঠনিক সম্পাদক ইমারত হোসেন, মো. রুহুল আমীন রনি, মো. মাসুম হোসেন, জয়পাড়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক মো. নজরুল, যুগ্ম আহ্বায়ক মো. ইমন।

এ ছাড়া সাবেক ছাত্রনেতা সাজ্জাদ হোসেন সুরুজ, সুরুজ আলম সুরুজ, যুবলীগ নেতা হুমায়ুন কবির, ঢাকা জেলা স্বেচ্ছাসেবকলীগ নেত্রী শেখ রুনুসহ আরও অনেকে।

উল্লেখ্য, গত রোববার বিকালে দোহার উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ কাজের প্রসঙ্গে প্রকৌশলী কবির উদ্দিন ও আমিনুল ইসলামের কথা কাটাকাটি হয়। ঘটনার এক পর্যায়ে আমিনুল ও তার সঙ্গে থাকা ৩-৪ জন মিলে কবির উদ্দিনকে লাঞ্ছিত করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় রোববার রাতেই উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলামসহ অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে দোহার থানায় মামলা করেন কবির উদ্দিন। পরে ওই মামলায় আটক হয় উপজেলা ছাত্রলীগ সভাপতি আমিনুল ইসলাম।

জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন - dainik shiksha জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন পছন্দের স্কুলে বদলির জন্য ‘ভুয়া’ বিবাহবিচ্ছেদ - dainik shiksha পছন্দের স্কুলে বদলির জন্য ‘ভুয়া’ বিবাহবিচ্ছেদ হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা - dainik shiksha হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে - dainik shiksha সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে উপবৃত্তির জন্য সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ - dainik shiksha উপবৃত্তির জন্য সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা - dainik shiksha সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন - dainik shiksha জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন ১৭তম ৩৫-প্লাস শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে চেম্বার আদালত যা করলো - dainik shiksha ১৭তম ৩৫-প্লাস শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে চেম্বার আদালত যা করলো দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা - dainik shiksha তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা please click here to view dainikshiksha website Execution time: 0.0077910423278809