ছাত্রাবাসে মারামারি : ২৬ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা - দৈনিকশিক্ষা

ছাত্রাবাসে মারামারি : ২৬ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম প্রতিনিধি |

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ছাত্রাবাসে মারামারির ঘটনায় ছাত্রলীগের একাংশের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে আদালতে ১১ জন ইন্টার্ন চিকিৎসকসহ ২৬ জনের নামে মামলা করা হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম সফি উদ্দিনের আদালতে মামলাটি করেন হামলায় আহত চমেকের ডেন্টাল বিভাগের শিক্ষার্থী শাওন দত্ত। শুনানি শেষে আদালত মামলা গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

মামলার বাদীর আইনজীবী শাহরিয়ার তানিম বলেন, শাওন দত্তকে ওই দিন আসামিরা খুব মারধর করে হত্যার চেষ্টা করেন। তিনি দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর আদালতে এসে মামলা করেন। থানা মামলা নেয়নি। মামলায় অভিযুক্তরা

হলেন- চমেক ছাত্রলীগের একাংশের সভাপতি হাবিবুর রহমান, চমেক ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) এমএ আউয়াল রাফি এবং ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের তাজওয়ার রহমান অয়ন, ওসমান গণি, ইমতিয়াজ উদ্দিন মানিক, মাসুম বিল্লাহ মাহিন, ফয়সাল আহমেদ, আসিফ মানজুম রিফাত, অতন্দ্র আকাশ, নুর মোহাম্মদ তানজিম ও এএলএনএস শাহরিয়ার। অন্য অভিযুক্তরা হলেন- চমেক ছাত্রলীগের একাংশের সাধারণ সম্পাদক আল আমিন ইসলাম শিমুল, শোয়াইদ আলী খান, রাহাত জামান, সানি হাসনাইন, মাহাদী বিন হাশিম, এমএ কাইয়ূম ইমন, মিনহাজ আবরান লিমন, হাবিবুল ইসলাম, মঈদ সাকিব, আহমেদ ফয়সল, এসএম জিয়াউদ্দিন, সাহেদ কামাল, এইচআর মাহফুজুর রহমান, আহসানুল করিম মঞ্জুরুল ও অনির্বাণ দে।

অভিযুক্তরা সবাই চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী এবং বাদী শাওন দত্ত সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

মামলার আরজিতে বলা হয়েছে, গত ১৩ আগস্ট জাতীয় শোক দিবসের কর্মসূচি নিয়ে চমেক ছাত্রাবাসের লবিতে একদল শিক্ষার্থী বৈঠক করছিলেন। এরপর দীর্ঘদিন ধরে বন্ধ ছাত্রাবাসে তারা নিজ নিজ কক্ষে গিয়ে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ফিরে যাচ্ছিলেন। লবিতে আসার পর তাদের ওপর হাবিবুর রহমান ও আল আমিন ইসলাম শিমুলের নেতৃত্বে ৩০-৩৫ জন হামলা করেন। এতে শাওনসহ কয়েকজন গুরুতর আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসা নেন।

ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি - dainik shiksha ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে - dainik shiksha ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে মাকে ভরণপোষণ না দেয়ায় শিক্ষক গ্রেফতার - dainik shiksha মাকে ভরণপোষণ না দেয়ায় শিক্ষক গ্রেফতার ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.0062541961669922