ছাত্রীকে ‘যৌন হয়রানি’: এএসআই কারাগারে - দৈনিকশিক্ষা

ছাত্রীকে ‘যৌন হয়রানি’: এএসআই কারাগারে

কুমিল্লা প্রতিনিধি |

কুমিল্লার বুড়িচং উপজেলায় অটোরিকশার মধ্যে কলেজছাত্রীকে যৌন হয়রানির মামলায় পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত ৩০শে সেপ্টেম্বর বুড়িচং থানার এএসআই আবদুল মালেক এবং সিএনজিচালিত অটোরিকশাচালক মো. বিল্লাল হোসেনকে কারাগারে পাঠানো হলেও গতকাল বিষয়টি জানাজানি হয়।

২৫শে সেপ্টেম্বর ভুক্তভোগী কলেজছাত্রীর বাবা বাদী হয়ে দু’জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। পরে আদালতের নির্দেশে তাদের গ্রেপ্তার করা হয় বলে মামলার তদন্তকারী কর্মকর্তা বুড়িচং থানার পরিদর্শক মো. কবির হোসেন জানান। তিনি আরও বলেন, ‘সিএনজিচালিত অটোরিকশাটি এখনো জব্দ হয়নি। মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

বুড়িচং থানার ওসি মারুফ রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ায় এএসআই আবদুল মালেকসহ দু’জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। দু’জনে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।’ পুলিশ জানায়, বুড়িচং উপজেলার ওই ছাত্রী ১৭ই সেপ্টেম্বর মায়ের জন্য ওষুধ কিনতে বের হয়েছিলেন। বাসা থেকে রাস্তার মাথায় যাওয়ার পর তার সামনে একটি অটোরিকশা এসে দাঁড়ায়। এ সময় অটোরিকশায় এএসআই আবদুল মালেক ছিলেন। ওই ছাত্রীও সেই অটোরিকশায় ওঠেন। তারপরই এএসআই ওই ছাত্রীকে অটোরিকশায় দুই ঘণ্টা আটকে রেখে বিভিন্ন স্থানে ঘোরায় এবং যৌন হয়রানি করে বলে মামলায় অভিযোগ করা হয়।

 

এ সময় ঘটনাটি কাউকে না জানানোর জন্য ওই ছাত্রীকে ভয়-ভীতি দেখানো হয়। এএসআই ছাত্রীকে সম্পর্ক রাখার জন্য নানা প্রলোভনও দেখান।

মামলায় আরও বলা হয়, এ ঘটনার পর ছাত্রী কলেজে যাওয়া বন্ধ করে দেন। একপর্যায়ে পরিবারকে ঘটনাটি জানায়। তারপরই খোঁজ-খবর নিয়ে আদালতে মামলা করা হয়। অটোরিকশার চালক মো. বিল্লাল হোসেন বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের কণ্ঠনগর গ্রামের বাসিন্দা।
 

ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.0066530704498291