জবিতে ভর্তির আবেদন শুরু ১ আগস্ট, পরীক্ষা ১৪ সেপ্টেম্বর - দৈনিকশিক্ষা

জবিতে ভর্তির আবেদন শুরু ১ আগস্ট, পরীক্ষা ১৪ সেপ্টেম্বর

জবি প্রতিনিধি |

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের প্রথম সেমিস্টারে ভর্তির অনলাইনে প্রাথমিক আবেদন গ্রহণ ১ আগস্ট শুরু হবে। আগামী ১ আগস্ট দুপুর ১২টা থেকে ৩০ আগস্ট রাত ১২টা পর্যন্ত ভর্তির প্রাথমিক আবেদন করা যাবে। আর আগামী ১৪ বিজ্ঞান শাখার, ২১ মানবিক শাখার, ২৮ সেপ্টেম্বর বাণিজ্য শাখার লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, ইউনিট-১ বা বিজ্ঞান শাখায় ভর্তির আবেদন করতে শিক্ষার্থীদের অবশ্যই এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় জন্য ন্যূনতম মোট জিপিএ-৮ থাকতে হবে। ইউনিট-২ বা মানবিক শাখায় আবেদনে প্রয়োজন ন্যূনতম মোট জিপিএ ৭ দশমিক ৫। ইউনিট-৩ বা বাণিজ্য শাখার জন্য ন্যূনতম মোট জিপিএ-৮ থাকতে হবে শিক্ষার্থীদের। তবে, দুই পরীক্ষার যে কোনো একটিতে জিপিএ-৩ এর কম হলে এ তিন ইউনিটে আবেদন করতে পরবেন না শিক্ষার্থীরা্।

সূত্র আরও জানায়, নাট্যকলা, চারুকলা, সঙ্গীত, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে ভর্তির আবেদনের জন্য এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষায় শিক্ষার্থীদের মোট জিপিএ-৭ থাকতে হবে। তবে, কোনো একটিতে জিপিএ-৩ এর কম হলে এ ইউনিটে আবেদন করতে পরবেন না শিক্ষার্থীরা।

জানা গেছে, আগামী ১ আগস্ট দুপুর ১২টা থেকে ৩০ আগস্ট রাত ১২টা পর্যন্ত ভর্তির প্রাথমিক আবেদন করতে পারবেন শিক্ষার্থী। ইউনিট-১ বা বিজ্ঞান শাখা, ইউনিট-২ বা মানবিক শাখা এবং ইউনিট-৩ বা বাণিজ্য শাখায় আবেদন করতে নির্ধারিত ওয়েবসাইটে (http://admission.jnu.ac.bd) অথবা (http://admissionjnu.info) ওয়েবসাইটে আবেদন করা যাবে। ওয়েবসাইটে লগইন করে নির্ধারিত ফি জমা দিয়ে ভর্তির প্রাথমিক আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। বিকাশের মাধ্যমে আবেদন ফি দিতে সার্ভিস চার্জসহ ১০১ টাকা, শিওরক্যাশের মাধ্যমে ফি দিতে সার্ভিস চার্জসহ ১০৪ টাকা এবং রকেটের মাধ্যমে ফি দিতে সার্ভিস চার্জসহ ১০১ টাকা জমা দিয়ে প্রাথমিক আবেদন করা যাবে।

এছাড়াও আগামী ১৪ সেপ্টেম্বর ইউনিট-১ বা বিজ্ঞান শাখার, আগামী ২১ সেপ্টেম্বর ইউনিট-২ বা মানবিক শাখার এবং আগামী ২৮ সেপ্টেম্বর ইউনিট-৩ বা বাণিজ্য শাখার লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়াও বিশেষায়িত বিভাগগুলোর ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাবে।

হাইকোর্টের আদেশ পেলে আইনি লড়াইয়ে যাবে বুয়েট: উপ-উপাচার্য - dainik shiksha হাইকোর্টের আদেশ পেলে আইনি লড়াইয়ে যাবে বুয়েট: উপ-উপাচার্য প্রাথমিকে শিক্ষক নিয়োগ: তৃতীয় ধাপের ফল প্রকাশ হতে পারে আগামী সপ্তাহে - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগ: তৃতীয় ধাপের ফল প্রকাশ হতে পারে আগামী সপ্তাহে ভূমির জটিলতা সমাধানে ভূমিকা রাখবেন নবম শ্রেণির শিক্ষার্থীরা - dainik shiksha ভূমির জটিলতা সমাধানে ভূমিকা রাখবেন নবম শ্রেণির শিক্ষার্থীরা সর্বজনীন শিক্ষক বদলি চালু হোক - dainik shiksha সর্বজনীন শিক্ষক বদলি চালু হোক ডিপ্লোমা প্রকৌশলীদের বিএসসির সমমান দিতে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি - dainik shiksha ডিপ্লোমা প্রকৌশলীদের বিএসসির সমমান দিতে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি রায় জালিয়াতি করে পদোন্নতি: শিক্ষা কর্মকর্তা গ্রেফতার - dainik shiksha রায় জালিয়াতি করে পদোন্নতি: শিক্ষা কর্মকর্তা গ্রেফতার কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0052781105041504