জাতীয়করণ: স্বতন্ত্র ইবতেদায়ি শিক্ষকদের কঠোর আন্দোলনের হুমকি - দৈনিকশিক্ষা

জাতীয়করণ: স্বতন্ত্র ইবতেদায়ি শিক্ষকদের কঠোর আন্দোলনের হুমকি

নিজস্ব প্রতিবেদক |

সরকারের দেয়া জাতীয়করণের আশ্বাস বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি। আগামী ৩০ জুলাইয়ের মধ্যে রেজিষ্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের ঘোষণা না আসলে  ১২ আগস্ট থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট শুরু করবেন। এতেও জাতীয়করণের  আশ্বাস বাস্তবায়ন না হলে আমরণ অনশনের যাবেন শিক্ষকরা। বৃহস্পতিবার (১৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি মহাসচিব কাজী মোখলেছুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর স্বদিচ্ছায়, শিক্ষা মন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর নির্দেশে শিক্ষা সচিবের মাধ্যমে  জাতীয়করণের প্রতিশ্রুতি  দেয়া হয়েছিল।’ কিন্তু  প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা না আশায় আমরা মর্মাহত। আগামি ৩০ জুলাইয়ের জুলাইয়ের মধ্যে  মধ্যে রেজিস্ট্রেশনপ্রাপ্ত সকল ইবতেদায়ি মাদরাসা প্রাথমিকের ন্যায় জাতীয়করণের ঘোষণা না দিলে  ১২ আগস্ট থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান ধর্মঘট  কর্মসূচি শুরু করবো।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আলহাজ্ব কাজী রুহুল আমিন চৌধুরী। বক্তব্য দেন সাগর আহমেদ শাহিন, প্রধান উপদেষ্টা, বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি ও সহ সম্পাদক, উপ কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ। আনোয়ার হোসেন জুয়েল, সভাপতি, বাংলাদেশ আওয়ামী ওলামালীগ ও সদস্য, ধর্ম বিষয়ক উপ কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ। মুফ্তী মাসুম বিল্লাহ্ নাফিয়ী, সদস্য, ধর্ম বিষয়ক উপ কমিটি, বাংলাদেশ আওয়ামীলীগ। আরো উপস্থিত ছিলেন মহাসচিব কাজী মোখলেছুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মাওঃ নজরুল ইসলাম হিরন, সহ-সভাপতি মাওলানা মোঃ শাহজাহান, তাজুল ইসলাম ফরাজী, যুগ্ম সম্পাদক আবু মুছা ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ শামছুল আলম, দপ্তর সম্পাদক ইনতাজ বিন হাকিম, আব্দুস সালাম, আলাউদ্দিন, আব্দুর রশিদ, এ,বি এম নাজিমউদ্দিন, আনোয়ার হোসেন, আবুল কালাম আজাদ, আব্দুল কাদের, মোখলেছুর রহমান, আলহাজ্ব আনোয়ার হোসেন, আলহাজ্ব রেজাউল করিম, মাসুদুর রহমান, রোকনুজ্জামান, মাহবুবুর রহমান, হাবিবুর রহমান, শওকত হোসেন, এনামুল হক, আব্দুল হালিম, ইসমাইল হোসেন, নাসরিন বেগম, ফেন্সী খাতুন প্রমুখ।

জাতীয়করণের দাবিতে গত ৩০ মে সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাশিক্ষক সমিতির ব্যানারে  মানববন্ধন করেন শিক্ষকরা। মানবন্ধন শেষে জাতীয়করণের দাবিতে  প্রধানমন্ত্রী, শিক্ষা মন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী এবং অর্থ মন্ত্রীর  কাছে স্মারকলিপি দেয়া হয়।

এর  আগে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির ব্যানারে গত ১ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করেন ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা। পরে ৯ জানুয়ারি থেকে লাগাতার আমরণ অনশন কর্মসূচি পালন শুরু করেন। টানা ৮ দিন পর সরকারের পক্ষে  আশ্বাস দিয়ে ১৬ জানুয়ারি মাদরাসা ও কারিগরি বিভাগের সচিব মোঃ আলমগীর শিক্ষকদের অনশন ভঙ্গ করান।

জানা যায়, মাদরাসা বোর্ডের নিবন্ধন পাওয়া ১০ হাজারের মতো স্বতন্ত্র ইবতেদায়িমাদরাসা আছে। এতে শিক্ষকের সংখ্যা প্রায় ৫০ হাজার। মাত্র এক হাজার ৫১৯টি ইবতেদায়ি মাদরাসার প্রধান শিক্ষক দুই হাজার ৫০০ টাকা ও সহকারী শিক্ষকরা দুই হাজার ৩০০ টাকা ভাতা পান। বাকি শিক্ষকরা দীর্ঘদিন ধরে বিনা বেতনে চাকরি করছেন

স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও - dainik shiksha স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল - dainik shiksha ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি - dainik shiksha সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ - dainik shiksha বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি - dainik shiksha সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা - dainik shiksha ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস - dainik shiksha এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস please click here to view dainikshiksha website Execution time: 0.0039670467376709