জাবিতে মোবাইল চুরির অভিযোগে হল ছাড়া ছাত্রলীগ নেতা - Dainikshiksha

জাবিতে মোবাইল চুরির অভিযোগে হল ছাড়া ছাত্রলীগ নেতা

জাবি প্রতিনিধি |

মোবাইল চুরির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কৌশিক রহমান ওরফে শিমুল নামে ছাত্রলীগের এক নেতাকে হল থেকে বের করে দিয়েছেন সংগঠনের নেতা-কর্মীরা। সোমবার (৬ মে) রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে তাঁকে বের করে দেয়া হয়। তিনি লোকপ্রশাসন বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ।

হলের কয়েকজন আবাসিক শিক্ষার্থী  বলেন, সোমবার রাত সাড়ে ১২টার দিকে হলের ৩৩০ নম্বর কক্ষ থেকে শাওমি ব্র্যান্ডের একটি মুঠোফোন চুরি হয়। একজন আবাসিক ছাত্র ওই চুরির ঘটনা দেখে ফেলেন। পরে হলের ছাত্রলীগের কয়েকজন নেতা বিষয়টি জানতে পারেন। তাঁরা কৌশিক রহমানকে মুঠোফোনের চুরির বিষয়ে জিজ্ঞেস করলে তিনি অস্বীকার করেন। এ সময় কৌশিকের কক্ষে মুঠোফোনের খোঁজে নেতারা গেলে তিনি কক্ষ থেকে বের হয়ে যান। পরে হলের ওয়াশরুমের কাছে গিয়ে কৌশিক মুঠোফোনটি ফেলে দেওয়ার চেষ্টা করলে নেতা-কর্মীরা তাঁকে হাতেনাতে ধরেন। এরপর রাত আড়াইটার দিকে কৌশিক রহমানকে হল থেকে বের করে দেওয়া হয়।

অভিযোগের বিষয়ে জানতে কৌশিক রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।

 শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা বলেন, ‘এ রকম কিছু তো শুনিনি। আমি তো জানতাম সে (কৌশিক রহমান) অসুস্থ। তাই তাকে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল রাতে। যদি চুরির ঘটনা ঘটে থাকে, তাহলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

হলের প্রাধ্যক্ষ ফরিদ আহমেদ বলেন, ‘এ রকম একটি ঘটনা শুনেছি। যদি সত্যিই চুরির ঘটনা ঘটে থাকে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘যারা তাকে হল থেকে বের করে দিয়েছে, সেটাও নিয়মবহির্ভূত। কোনো শিক্ষার্থী অন্য শিক্ষার্থীকে হল থেকে বের করে দিতে পারে না। যারা তাকে হল থেকে বের করে দিয়েছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি খোঁজখবর নিচ্ছেন উল্লেখ করে বলেন, ‘সংশ্লিষ্ট হল প্রশাসনের সঙ্গে কথা বলে (এ বিষয়ে) ব্যবস্থা নেওয়া হবে।’

দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি - dainik shiksha দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি আকাশে তিনটি ড্রোন ধ্বংস করেছে ইরান, ভিডিয়ো প্রকাশ - dainik shiksha আকাশে তিনটি ড্রোন ধ্বংস করেছে ইরান, ভিডিয়ো প্রকাশ অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন - dainik shiksha অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন আমি সরকার পরিচালনা করলে কৃষকদের ভর্তুকি দিবই: প্রধানমন্ত্রী - dainik shiksha আমি সরকার পরিচালনা করলে কৃষকদের ভর্তুকি দিবই: প্রধানমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি - dainik shiksha বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ - dainik shiksha শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল - dainik shiksha ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0079371929168701