জেএসসি জেডিসি : প্রথম দিনের পরীক্ষায় শিক্ষকসহ বহিষ্কার ৩৯ - দৈনিকশিক্ষা

জেএসসি জেডিসি : প্রথম দিনের পরীক্ষায় শিক্ষকসহ বহিষ্কার ৩৯

নিজস্ব প্রতিবেদক |

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শনিবার শুরু হয়েছে। প্রথম দিন জেএসসিতে বাংলা এবং জেডিসিতে কুরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা নেয়া হয়। এতে অসদুপায় অবলম্বনের দায়ে একজন শিক্ষকসহ ৩৯ জন বহিষ্কৃত হয়েছেন। এদিন ২৪ লাখ ৪৮ হাজার ৯৮৮ জনের পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল। কিন্তু ৬৬ হাজার ১৯৪ জনই অনুপস্থিত ছিল। জেএসসিতে আজ কোনো পরীক্ষা নেই, তবে জেডিসিতে আকাঈদ ও ফিকহ বিষয়ের পরীক্ষা।

সকাল ১০টায় বিদেশের ৯টিসহ সারাদেশের ২ হাজার ৯৭৩টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুরু হয়। প্রথম দিন কেরানীগঞ্জের জিঞ্জিরা পিএম পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নফাঁসের গুজব রটনাকারীদের বিষয় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। প্রশ্নফাঁস হচ্ছে না, তবু প্রশ্ন ফাঁস হচ্ছে বলে গুজব রটানো হচ্ছে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রশ্নফাঁসের পেছনে না ঘুরে শিক্ষার্থী ও অভিভাকদের লেখাপড়ায় মনোযোগ দেয়ার আহ্বান জানান তিনি।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও থেকে কোনো ধরনের অপ্রীতিকর খবর পাওয়া যায়নি।

এবার ময়মনসিংহ বোর্ড প্রথমবারের মতো কোনো পরীক্ষা নিচ্ছে। এটিসহ মোট ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে নেয়া হচ্ছে এই পরীক্ষা। এ বছর মোট পরীক্ষার্থীর মধ্যে জেএসসিতে ২২ লাখ ৬০ হাজার ৭১৬ জন ও জেডিসিতে ৪ লাখ ৯৬৬ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে শনিবার পরীক্ষা ছিল জেএসসিতে ২০ লাখ ৭২ হাজার ২৫৪ জনের আর জেডিসিতে ৩ লাখ ৭৬ হাজার ৭৩৪ জনের। আর পরীক্ষায় অংশ নেয় জেএসসিতে ২০ লাখ ২৭ হাজার ২৯২ জন এবং জেডিসিতে ৩ লাখ ৫৫ হাজার ৫০২ জন।

বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে রাজশাহী বোর্ডে ৫ জন, ঢাকা, কুমিল্লা ও মাদরাসা বোর্ডে ২ জন করে আছে। এছাড়া বরিশালে ৮ জন, দিনাজপুরে ১ জন ও ময়মনসিংহে ১৮ জন। একমাত্র বহিষ্কৃত শিক্ষক ময়মনসিংহ শিক্ষা বোর্ডের।

শিক্ষামন্ত্রীর কেন্দ্র পরিদর্শন : ২০১০ খ্রিষ্টাব্দে জেএসসি পরীক্ষা শুরুর পর প্রথমবারের মতো কোনো শিক্ষামন্ত্রী মহানগরীর বাইরে পরীক্ষার পরিবেশ পরিদর্শনে যান। শনিবার কেরানীগঞ্জের জিঞ্জিরা পিএম পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে কেন্দ্র পরিদর্শন করেন ডা. দীপু মনি। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। মন্ত্রী বলেন, কোচিং পরিচালনাকারী শিক্ষকের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে। পরীক্ষা চলাকালীন সব ধরনের কোচিং বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। মিডিয়া সহযোগিতা করছে কোচিংয়ের বিরুদ্ধে। অথচ তাদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, কোচিং বাণিজ্য করা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার শিক্ষক কানিজ ফাতেমার বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হচ্ছে।

দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি - dainik shiksha দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি আকাশে তিনটি ড্রোন ধ্বংস করেছে ইরান, ভিডিয়ো প্রকাশ - dainik shiksha আকাশে তিনটি ড্রোন ধ্বংস করেছে ইরান, ভিডিয়ো প্রকাশ অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন - dainik shiksha অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন আমি সরকার পরিচালনা করলে কৃষকদের ভর্তুকি দিবই: প্রধানমন্ত্রী - dainik shiksha আমি সরকার পরিচালনা করলে কৃষকদের ভর্তুকি দিবই: প্রধানমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি - dainik shiksha বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ - dainik shiksha শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল - dainik shiksha ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0074360370635986