জেএসসি পরীক্ষায় এবারও এগিয়ে মেয়েরা - Dainikshiksha

বরিশাল শিক্ষা বোর্ডজেএসসি পরীক্ষায় এবারও এগিয়ে মেয়েরা

সাইফুর রহমান মিরণ, বরিশাল |

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলে এবাও এগিয়ে রয়েছে মেয়েরা। পাসের হার এবং জিপিএ-৫ দুটোতেই ছেলেদের পেছনে ফেলে এগিয়ে রয়েছে মেয়েরা। গত বছরও দুই মানদন্ডে মেয়েরা এগিয়ে ছিল।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবছর বরিশাল শিক্ষা বোর্ড থেকে ১ লাখ ১৪ হাজার ৮৫৭ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। উত্তীর্ণ হয়েছে  ১ লাখ ১১ হাজার ৪৬৯ জন। পাসের হার ৯৭ দশমিক শূন্য ৫ ভাগ। এর মধ্যে মেয়েরা পাস করেছে ৫৯ হাজার ৯০৩ জন। পাসের হার ৯৭ দশমিক ৭২ ভাগ। আর উত্তীর্ণ হওয়া ছেলেদের সংখ্যা ৫১ হাজার ৫৬৬ জন। পাসের হার ৯৬ দশমিক ২৮ ভাগ।  মেয়েরা ৮ হাজার ৩৩৭ জন বেশি পাস করে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে।

এ বছর বরিশাল শিক্ষা বোর্ডে জেএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৯০৬ জন। এর মধ্যে  মেয়েরা জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১০৫টি। ছেলেরা পেয়েছে ১ হাজার ৮০১টি। মেয়েরা ছেলেদের তুলনায় ১ হাজার ৩০৪টি জিপিএ-৫ বেশি পেয়ে এগিয়ে রয়েছে। একই সঙ্গে পাসের হার ছেলেদের চেয়ে মেয়েরা ১ দশমিক ৪৪ ভাগ বেশি পেয়ে এগিয়ে রয়েছে।

গত বছর বরিশাল শিক্ষা বোর্ডে জেএসসিতে জিপিএ-৫ পেয়েছিল ৮ হাজার ৪৩১ জন। এর মধ্যে মেয়েরা জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ২২৩টি। ছেলেরা পেয়েছে ৩ হাজার ২০৮টি। মেয়েরা ছেলেদের তুলনায় ২ হাজার ১৫টি জিপিএ-৫ বেশি পেয়ে এগিয়ে ছিল।

ধারাবাহিকভাবে মেয়েরা এগিয়ে থাকার বিষয়ে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আনোয়ারুল আজীম দেশ রূপান্তরকে বলেন, বর্তমান সময় অভিভাবকরা মেয়েদের শিক্ষার ক্ষেত্রে বেশি আন্তরিক। তা ছাড়া মেয়েরা ছেলেদের তুলনায় পড়াশুনায় বেশি মনোযোগী। তারা পড়াশুনার পেছনে বেশি সময় ব্যয় করে। ছেলেরা পড়াশুনার চেয়ে বাইরে বেশি সময়টা ব্যয় করে। এসব কারণে ধারাবাহিকভাবে মেয়েরা ফলাফলে এগিয়ে যাচ্ছে।’

বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেন দৈনিকশিক্ষা ডটকমকে বলেন, ‘এখন অভিভাবকরা যেমন সচেতন হয়েছেন, নারী শিক্ষার ক্ষেত্রে দৃষ্টিভঙ্গীর পরিবর্তন হয়েছে। তেমনি শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ভাল হওয়ায় মেয়েরা ফলাফলে এগিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের মেধা-মনন এবং আন্তরিকতার অভাব নেই। এর সঙ্গে শিক্ষক ও অভিভাবকরা নিবিড়ভাবে সহযোগী হয়ে কাজ করছেন। যার ফল জেএসসি, এসএসসিসহ অন্য পরীক্ষায় পাওয়া যাচ্ছে। তা ছাড়া মেয়েদের বেশি পড়িয়ে লাভ নেই, সে ধারণাও পাল্টেছে। এসব কারণে নারী শিক্ষার্থীর সংখ্যাও দিন দিন বাড়ছে।
 

 

প্রাথমিকের শিক্ষকদের ফের অনলাইনে বদলির সুযোগ - dainik shiksha প্রাথমিকের শিক্ষকদের ফের অনলাইনে বদলির সুযোগ তীব্র তাপপ্রবাহের ভেতরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার - dainik shiksha তীব্র তাপপ্রবাহের ভেতরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি - dainik shiksha দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি নতুন শিক্ষাক্রম ও কিছু কথা - dainik shiksha নতুন শিক্ষাক্রম ও কিছু কথা কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে স্কুলে দুই শিফটের ক্লাস চালু রাখার সভা রোববার - dainik shiksha স্কুলে দুই শিফটের ক্লাস চালু রাখার সভা রোববার শিক্ষা কর্মকর্তার আইডি ভাড়া নিয়ে প্রধান শিক্ষকের বাণিজ্য - dainik shiksha শিক্ষা কর্মকর্তার আইডি ভাড়া নিয়ে প্রধান শিক্ষকের বাণিজ্য শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে নিষিদ্ধ, মৌলবাদী সংগঠনের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিন - dainik shiksha নিষিদ্ধ, মৌলবাদী সংগঠনের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিন please click here to view dainikshiksha website Execution time: 0.0042068958282471