ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চলছে চাঁদপুরের আড়াই শতাধিক স্কুলে - দৈনিকশিক্ষা

ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চলছে চাঁদপুরের আড়াই শতাধিক স্কুলে

চাঁদপুর প্রতিনিধি |

চাঁদপুর জেলায় আড়াই শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ। আর এ জরাজীর্ণ ভবনের অধিকাংশে চলছে কোমলমতি শিশুদের পাঠদান। দেখা গেছে এসব স্কুল ভবনের কোনোটির ছাদের পলেস্তারা খসে পড়ছে, কোনোটির আবার নড়বড়ে অবস্থা। এছাড়া এসব স্কুলের কোনো কোনোটিতে আবার খোলা আকাশের নিচে চলছে শিক্ষার্থীদের পাঠদান। এতে এক অজানা আতঙ্কে রয়েছেন অর্ধলক্ষাধিক শিক্ষক ও শিক্ষার্থী।

চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলার ৮ উপজেলায় ১ হাজার ১৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে মোট ২৭৪টি স্কুলের ভবন জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ২৯টি, কচুয়ায় ২৬টি, হাজীগঞ্জে ৪৩টি, হাইমচরে ৪টি, শাহরাস্তিতে ২৮টি, ফরিদগঞ্জে ৮০টি, মতলব দক্ষিণে ২৭টি এবং মতলব উত্তর উপজেলায় ৩৭টি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে।

হাজীগঞ্জ উপজেলার দেশগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ফাবিহা সুলতানা জানায়, ঝড়ো বাতাস শুরু হলে স্কুলঘরের চাল ভেঙে মাথায় পড়ার ভয়ে থাকতে হয় তাদের। শিক্ষার্থী মিনহাজ বিন উমর জানায়, বৃষ্টি হলে বই নিয়ে স্থান পরিবর্তন করতে হয়। বেশি বৃষ্টি হলে রুম পরিবর্তন করতে হয়। তা না করলে বইসহ আমাদের ভিজতে হয়। অনেক সময় বেশি বৃষ্টি হলে বিদ্যালয় ছুটি দিয়ে দেন স্যারেরা।

দেশগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুর রহমান বলেন, বহুদিন ধরে এ ভবনেই ক্লাস চলছে। কারণ, জরাজীর্ণ হলেও এখনও সংশ্লিষ্টরা এটিকে পরিত্যক্ত ঘোষণা করেননি। তাই বাধ্য হয়েই এখানে ক্লাস করাতে হচ্ছে। তবে বৃষ্টির পানি পড়া ঠেকাতে কয়েকদিন আগে এ ভবনের চালায় টিন লাগিয়েছি।

চাঁদপুর সদর উপজেলার পূর্ব জাফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্তী বলেন, এ স্কুলের একটি ভবন জরাজীর্ণ ও আরেকটি পরিত্যক্ত। তাই স্কুলে বাচ্চাদের ঠিকমতো বসানো যাচ্ছে না। ছোট্ট একটি শ্রেণিকক্ষের মধ্যে যেখানে ৩০ জন বাচ্চা বসতে পারে সেখানে ৫০ জনকে বসাতে হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে পাঠদান। তিনি বলেন, মায়েরা এলাকার ছোট ছোট বাচ্চাদের এখানে ভর্তি করার জন্য নিয়ে এলেও বাচ্চারা এই ভাঙা স্কুল দেখে ভর্তি হতে চায় না।

মতলব দক্ষিণ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম শহীদুল হক মোঠমঠা বলেন, অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের নির্দেশনা মতো আমরা ইতোমধ্যে পুরো উপজেলা ঘুরে ১৫টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় পেয়েছি। সেগুলোর তালিকা তৈরি করে জেলা শিক্ষা অফিসে পাঠিয়ে দেয়া হয়েছে। তিনি বলেন, অন্য কোনো উপায় না থাকায় এ বিদ্যালয়গুলোতেই এখন পাঠদান চলছে।

চাঁদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমা বেগম বলেন, জরাজীর্ণ ভবনের গত বছরের তালিকায় থাকা কয়েকটি স্কুলের কাজ চলছে। কয়েকটির আবার ওয়ার্ক অর্ডার হয়েছে। এখনও কিছু ভবন জরাজীর্ণ রয়ে গেছে।

চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাহাব উদ্দিন বলেন, গত বছর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) বরাবর জরাজীর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালিকা পাঠানোর পর যেগুলোতে বরাদ্দ পাওয়া গেছে সেগুলোর কাজ চলছে। সর্বশেষ গত জুলাই মাসে নতুন করে ২৭৪টি জরাজীর্ণ-ঝূঁকিপূর্ণ স্কুল ভবনের তালিকা পাঠানো হয়েছে অধিদপ্তরে। যেসব বিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ সেগুলো আমরা দ্রুত অপসারণের চেষ্টা করছি এবং সেগুলোর ক্লাস বন্ধ রেখে বিকল্প পাঠদানের ব্যবস্থা করছেন বলে জানান তিনি।

দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি - dainik shiksha দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি আকাশে তিনটি ড্রোন ধ্বংস করেছে ইরান, ভিডিয়ো প্রকাশ - dainik shiksha আকাশে তিনটি ড্রোন ধ্বংস করেছে ইরান, ভিডিয়ো প্রকাশ অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন - dainik shiksha অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন আমি সরকার পরিচালনা করলে কৃষকদের ভর্তুকি দিবই: প্রধানমন্ত্রী - dainik shiksha আমি সরকার পরিচালনা করলে কৃষকদের ভর্তুকি দিবই: প্রধানমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি - dainik shiksha বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ - dainik shiksha শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল - dainik shiksha ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0039260387420654