টাঙ্গাইলের কিন্ডারগার্টেন শিক্ষকদের মানবেতর জীবন, সরকারি সাহায্যের দাবি - দৈনিকশিক্ষা

টাঙ্গাইলের কিন্ডারগার্টেন শিক্ষকদের মানবেতর জীবন, সরকারি সাহায্যের দাবি

টাঙ্গাইল প্রতিনিধি |

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বন্ধ থাকায় কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। এ পরিস্থিতি থেকে উদ্ধারে সরকারি সাহায্যের দাবি জানিয়েছেন তারা। মঙ্গলবার সকালে এ প্রণোদনার দাবিতে উপজেলার নয়ন খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সামনে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন ভুক্তভোগীরা শিক্ষকরা।

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির উদ্যোগে এ কর্মসূচি প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, “সরকারি সহায়তার দাবি জানিয়ে নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির পক্ষ থেকে আবেদন করা হয়েছে। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের বিষয়ে জানানো হবে।”

নাগরপুর উপজেলায় ৭৫টি কিন্ডারগার্টেনে প্রায় ১৮ হাজার শিক্ষার্থীকে শিক্ষাদানে অন্তত ৭০০ শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী নিয়োজিত রয়েছেন বলছে এ কিন্ডারগার্টেন সমিতি। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা সরকার থেকে কোনো বেতন-ভাতা ও সুবিধা পান না।

উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সভাপতি মীর ওবায়েত হোসেন বলেন, এ সব শিক্ষাপ্রতিষ্ঠানের বেশির ভাগই শিক্ষার্থীর মাসিক বেতনের টাকায় পরিচালিত হয়। করোনাভাইরাসের কারণে প্রতিষ্ঠানগুলোয় ছুটি থাকায় শিক্ষার্থীদের বেতনও বন্ধ রয়েছে। পাশাপাশি এসব শিক্ষকের প্রাইভেট পড়ানো বন্ধ রয়েছে। ফলে কোনোদিক থেকেই তারা উপার্জন করতে পারছেন না'।

স্কুলে ও প্রাইভেটে পড়িয়ে পরিবার চালানো এক শিক্ষক বলেন, “এমনিতেই কেজি স্কুল থেকে ঠিকভাবে বেতন পাই না তার ওপর করোনায় লকডাউন চলছে। ফলে অসচ্ছল শিক্ষকদের পরিবারে অভাব অনটন চলছে।

আরেক শিক্ষক বলেন, “শিক্ষিত মানুষ চক্ষুলজ্জার ভয়ে কাউকে বলতেও পারছি না, আবার সইতেও পারছি না। তাই সরকার ও সমাজের বিত্তবান মানুষরা যেন আমাদের কষ্ট একটু বোঝার চেষ্টা করেন।”

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, “আমাদের কেজি স্কুলের শিক্ষকরা সরকারি কোনো সুযোগ-সুবিধা পান না। এ দুর্যোগ মুহূর্তে এখনও পর্যন্ত শিক্ষকরা সরকারি বা বেসরকারিভাবে কোনো সহযোগিতা না পাওয়ায় তাদের পরিবারে হাহাকার বিরাজ করছে। তাই সরকারের কাছে চলমান দুর্যোগে কিন্ডারগার্টেন শিক্ষক-কর্মচারীদের সরকারি সহায়তার আবেদন জানাচ্ছি।”

আর্থিক সহায়তার আশায় নাগরপুরের ৪৩৬ জন শিক্ষক-কর্মচারীর নাম-পরিচয় মোবাইল নম্বরসহ একটি তালিকা উপজেলা নির্বাহী অফিসারের কাছে জমা দিয়েছেন তারা।

ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি - dainik shiksha ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে - dainik shiksha ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে মাকে ভরণপোষণ না দেয়ায় শিক্ষক গ্রেফতার - dainik shiksha মাকে ভরণপোষণ না দেয়ায় শিক্ষক গ্রেফতার ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.0040321350097656