টেস্ট খেলবেন ১৪০ কেজির ‘মাউন্টেন ম্যান’ - দৈনিকশিক্ষা

টেস্ট খেলবেন ১৪০ কেজির ‘মাউন্টেন ম্যান’

দৈনিকশিক্ষা ডেস্ক |

আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে বেশি ওজনের ক্রিকেটার এখন ওয়েস্ট ইন্ডিজের রাহকিম কর্নওয়াল। ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে কর্নওয়ালের অভিষেক হয়েছে। জ্যামাইকা টেস্টে অভিষেক হওয়ার সময় তার ওজন ১৪০ কেজি। এর আগে ১৩৯ কেজির ক্রিকেটার দেখেছে ক্রিকেট বিশ্ব। তাও একশ' বছর আগে।

এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ওজনের ক্রিকেটার ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ওয়ারউইক আমস্ট্রং। অস্ট্রেলিয়ার জার্সিতে ১৯০২-১৯২১ খ্রিষ্টাব্দ পর্যন্ত ক্রিকেট খেলেছেন তিনি। ক্যারিয়ারে টেস্ট খেলেছেন ৫০টি। এর মধ্যে ১০ টেস্টে অস্ট্রেলিয়ার অধিনায়ক ছিলেন আমস্ট্রং। ক্যারিয়ার জুড়ে সাবেক ওই অজির ওজন ছিল ১৩৩ থেকে ১৩৯ কেজির মধ্যে।

কর্নওয়াল দারুণ এক অলরাউন্ডার। তার উচ্চতা ৬ ফুট ৬ ইঞ্চি। সঙ্গে ওমন ওজন। অনেকে তাই মজা করে ‘মাউন্টেন ম্যান’ নামে ডাকেন তাকে। কর্নওয়ালের বয়স ২৬ বছর। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি ৫৫ ম্যাচ খেলেছেন। উইকেট নিয়েছেন ২৬০টি। এছাড়া ২৪ দশমিক ৪৩ গড়ে দুই হাজার ২২৪ রান করেছেন এই মাউন্টেন ম্যান।

প্রথম শ্রেণির ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করে, নিজের ওজনের বাধা অতিক্রম করেই জাতীয় দলে ডাক পেয়েছেন এই ডানহাতি স্পিন অলরাউন্ডার। বোলিং ক্যারিয়ার শুরু করেন চেতেশ্বর পূজারার উইকেট নিয়ে। এরপর অবশ্য আর উইকেট নিতে পারেনি কর্নওয়াল। তবে রান দেওয়ার ক্ষেত্রে কিপটা ছিলেন তিনি। কর্নওয়াল ২৭ ওভারে দিয়েছেন ৬৯ রান। ভারত প্রথম দিন শেষে প্রথম ইনিংসে তুলেছে ৫ উইকেটে ২৬৪ রান। বিরাট কোহলি ও মায়াঙ্ক আগারওয়াল ফিফটি করে আউট হয়েছেন।

জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন - dainik shiksha জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন পছন্দের স্কুলে বদলির জন্য ‘ভুয়া’ বিবাহবিচ্ছেদ - dainik shiksha পছন্দের স্কুলে বদলির জন্য ‘ভুয়া’ বিবাহবিচ্ছেদ হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা - dainik shiksha হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে - dainik shiksha সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে উপবৃত্তির জন্য সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ - dainik shiksha উপবৃত্তির জন্য সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা - dainik shiksha সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন - dainik shiksha জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন ১৭তম ৩৫-প্লাস শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে চেম্বার আদালত যা করলো - dainik shiksha ১৭তম ৩৫-প্লাস শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে চেম্বার আদালত যা করলো দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা - dainik shiksha তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা please click here to view dainikshiksha website Execution time: 0.0072479248046875