ডিআইইউতে সভা : যথাযোগ্য মর্যাদায় একুশে উদযাপনের আহ্বান - দৈনিকশিক্ষা

ডিআইইউতে সভা : যথাযোগ্য মর্যাদায় একুশে উদযাপনের আহ্বান

নিজস্ব প্রতিবেদক |

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের আহবান জানিয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বৃহস্পিতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বনানী ক্যাম্পাস অডিটোরিয়ামে এক আলোচনা সভায় এ আহবান জানানো হয়। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের উদ্যোগে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহযোগী অধ্যাপক সিদ্দিক আলম। আলোচনা সভা ছাড়াও ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।

এসময় ভাষা শহীদদের স্মরণে বক্তব্য রাখেন,  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর রফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক এবং অতিরিক্ত রেজিস্ট্রার  শাহ আলম চৌধুরী, বিভাগের প্রধান এবং সহযোগী অধ্যাপক সিদ্দিকুর রহমান, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ড.মিজানুর রহমান ও সহযোগী অধ্যাপক বজলুর রহমান সহ অনেকে।

 

সভার শুরুতে মহান ভাষা আন্দোলনে শহীদ ভাষা সৈনিক ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মুক্তিযুদ্ধের ওপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. শাহ আলম চৌধুরী "চেতনায় একুশ নামে" মূল নিবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, বাঙালি জাতির অস্তিত্বের  ইতিহাসে ২১ এ ফেব্রুয়ারি একটি  প্রতিশ্রুতির নাম, একটি অনুভূতির নাম। এই অনুভূতিকে আমাদের ধারণ করতে হবে। তিনি তুলে ধরেন ইতিহাসের জানা অজানা সব তথ্য। তুলে ধরেন বাঙালি ও বাঙালি জাতির দীর্ঘ সংগ্রাম, ইতিহাস, ঐতিহ্য ও সমৃদ্ধির কথা।           

সমাপনী বক্তব্যে ইতিহাসবিদ ও বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক কে এম মোহসিন উদ্দীন, জাতীয় চেতনার প্রতীক একুশে ফেব্রুয়ারির নিরাপত্তা ও মর্যাদার কথা বিবেচনা করে বিগত বছরগুলোর মতো এবারও শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০ এ সতর্কতা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করার জন্য আহ্বান জানান। 

তিনি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সুনাম অক্ষুন্ন রাখার স্বার্থে সমন্বয় কমিটির নেয়া সকল কর্মসূচি সুষ্ঠুভাবে নিয়মশৃঙ্খলা বজায় রেখে সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল - dainik shiksha ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি - dainik shiksha সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ - dainik shiksha বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি - dainik shiksha সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা - dainik shiksha ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস - dainik shiksha এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস please click here to view dainikshiksha website Execution time: 0.0044879913330078