ডিআইজি মিজানকে খুঁজছে দুদক - Dainikshiksha

ডিআইজি মিজানকে খুঁজছে দুদক

নিজস্ব প্রতিবেদক |

বিতর্কিত ও চাকরি থেকে সাময়িক বরখাস্ত পুলিশের ডিআইজি মিজানুর রহমান, তার ভাই মাহবুবুর রহমান ও ভাগ্নে পুলিশের এসআই মাহমুদুল হাসানকে খুঁজছে দুদকের একাধিক টিম। মামলা হওয়ার পর থেকে তারা ‘গা ঢাকা’ দিয়েছেন। বিশেষ করে বুধবার ডিআইজি মিজানকে সাময়িক বরখাস্তের পর তিনি একেবারেই লাপাত্তা।

তার সন্ধানে দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম বুধবার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালায়।

মিজানকে গ্রেফতার করার জন্য আদালতের কোনো ওয়ারেন্ট দরকার নেই বলে জানান দুদকের প্রধান আইনজীবী খুরশিদ আলম খান। তিনি বলেন, দুদক আইনে ক্ষমতার অপব্যহার, ঘুষ লেনদেন, অবৈধ সম্পদ ও মানি লন্ডারিংয়ের মামলায় যে কোনো আসামিকে পাওয়া মাত্র গ্রেফতারের সুযোগ রয়েছে।

সূত্র জানায়, ডিআইজি মিজানের বিরুদ্ধে উত্থাপিত নারী কেলেঙ্কারি ও ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত পুলিশ সদর দপ্তরের তদন্ত টিমের রিপোর্ট দুদকের কাছে পৌঁছেছে। এদিকে, ডিআইজি মিজানুর রহমান ও দুদক পরিচালক খন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ ফরেনসিক রিপোর্টে প্রমাণিত হওয়ায় তারা এখন অভিযুক্তের তালিকায় রয়েছেন।

তাদের দু’জনের বিদেশ গমনের ওপরই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দুদক থেকে মঙ্গলবার পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের বরাবর যে চিঠি পাঠানো হয় তা বুধবার কার্যকর হয়েছে বলে জানা গেছে।

ডিআইজি মিজানের পর সর্বশেষ এনামুল বাছিরের বিদেশ গমনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এনামুল বাছিরের ৪০ লাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়ে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এতে সই করেন অনুসন্ধান টিমের প্রধান দুদক পরিচালক শেখ মো. ফানাফিল্ল্যা।

এদিকে, ঘুষের ঘটনায় ১ জুলাই ডিআইজি মিজান ও দুদক পরিচালক এনামুল বাছিরকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে দুদক টিম। তাদের জিজ্ঞাসাবাদের জন্য ২৪ জুন তলব করা হয়।

মামলায় মিজানের স্ত্রী সোহেলিয়া আনার রত্না ওরফে রত্না রহমান, ভাই মাহবুবুর রহমান ও ভাগ্নে পুলিশের এসআই মাহমুদুল হাসানকে আসামি করা হয়। মামলায় আসামিদের বিরুদ্ধে ৩ কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৩ কোটি ৭ লাখ ৫ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।

২০০৪ খ্রিষ্টাব্দের দুদক আইনের ২৬(২) ও ২৭(১) ধারা, ২০১২ খ্রিষ্টাব্দের মানি লন্ডারিং আইনের ৪(২) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় মামলাটি দুদকের ঢাকা জেলা সমন্বিত কার্যালয়ে রেকর্ড করা হয়। দুদকের সংশোধিত বিধি গেজেট হওয়ার পর ওটাই ছিল নিজস্ব কার্যালয়ে প্রথম মামলা।

সোমবার দুপুরে দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ বাদী হয়ে মামলাটি করেন। পরে ওই দিনই কমিশন তাকে এ মামলার তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেন। তার টিমে আরও আছেন দুদকের উপপরিচালক আবু বকর সিদ্দিক ও উপসহকারী পরিচালক নেয়ামুল গাজী।

স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও - dainik shiksha স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল - dainik shiksha ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি - dainik shiksha সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ - dainik shiksha বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি - dainik shiksha সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা - dainik shiksha ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস - dainik shiksha এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস please click here to view dainikshiksha website Execution time: 0.0042369365692139