ডুয়েট অধ্যাপকের বিরুদ্ধে নিয়মবহির্ভূতভাবে ছুটি কাটানোর অভিযোগ - দৈনিকশিক্ষা

ডুয়েট অধ্যাপকের বিরুদ্ধে নিয়মবহির্ভূতভাবে ছুটি কাটানোর অভিযোগ

গাজীপুর প্রতিনিধি |

চাকরিতে নিয়মবহির্ভূতভাবে ছুটি কাটানো ও পদোন্নতি, ব্যক্তিগত কাজে বিশ্ববিদ্যালয়ের সম্পদের অবৈধ ব্যবহার করেছেন। এক ধরনের ছুটি নিয়ে পরে অন্য ধরনের ছুটিতে পরিবর্তন। করোনার সময়ে নিষেধাজ্ঞা অমান্য করে কোনো ছুটি না নিয়েই অস্ট্রেলিয়া গিয়ে প্রায় ৩ মাস পর দেশে ফিরেছেন। এমন নানা অভিযোগ উঠেছে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক শাহীন হাসান চৌধুরীর বিরুদ্ধে। তিনি গত ১০ বছরে বিভিন্ন মেয়াদে প্রায় সাড়ে ৭ বছর ছুটি নিয়ে অস্ট্রেলিয়া গেছেন। তার এ লাগাতার ছুটির কারণে শিক্ষা ও দাফতরিক কাজে ব্যাঘাত ঘটছে বলে মনে করেন শিক্ষকরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ১৯৯৫ সালের ২৩ মার্চ শাহীন হাসান চৌধুরী সহকারী অধ্যাপক হিসেবে চাকরি জীবন শুরু করেন। ১৯৯৯ সালের ১৬ মে তিনি সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন। খোঁজ নিয়ে জানা গেছে, ২০১০ সালের ১৫ মার্চ থেকে ২০২০ সালের ১৫ আগস্ট পর্যন্ত ১০ বছর ৫ মাসের মধ্যে শাহীন হাসান প্রায় ৭ বছর বিভিন্ন মেয়াদে ছুটি কাটিয়েছেন। এর বাইরে আরও ছুটি নিয়েছেন তিনি। ২৫ বছরের চাকরি জীবনে শাহীন হাসান অন্তত প্রায় ১০ বছর ছুটি কাটিয়েছেন। বেশিরভাগ ছুটিই তিনি নিয়েছেন অস্ট্রেলিয়া যাওয়ার উদ্দেশে। শাহীন হাসান দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে এখন পর্যন্ত তেমন কোনো মৌলিক গবেষণা আলোর মুখ দেখেনি তার দফতর থেকে। তার এ দফতরের কাজ নিয়ে প্রশ্ন উঠেছে। গবেষণার নামে ডেপুটেশন ও লিয়েন নিয়ে বিভিন্ন সময়ে তার বিদেশ যাওয়া ও গবেষণা কর্ম নিয়েও নানা আলোচনা ও সমালোচনা রয়েছে ক্যাম্পাসে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শাহীন হাসান পোস্টডকের জন্য দুই বছর, লিয়েন হিসেবে ৫ বছর এবং প্রায় ৮৫০ দিন অর্জিত ছুটি নিয়ে অস্ট্রেলিয়া গেছেন। বর্তমানে তার কোনো অর্জিত ছুটি নেই। এছাড়া বিনা বেতনে, অর্ধ গড় বেতনসহ নানা নামে তিনি আরও অনেক ছুটি কাটিয়েছেন। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ে রিচার্স ফেলো হিসেবে গবেষণার জন্য শাহীন হাসানের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১১ সালের ৬ ফেব্রুয়ারি ২ বছরের ছুটি মঞ্জুর করে ডুয়েট প্রশাসন। পরে তিনি আবেদন করে ছুটি কার্যকর হওয়ার তারিখ পরিবর্তন করেন। পরে ওই বছরের ২০ ফেব্রুয়ারি থেকে তার ২ বছরের ছুটি কার্যকর হয়। অস্ট্রেলিয়ায় ছুটি থাকা অবস্থায় তিনি আরও দু’বার মোট ছুটি বাড়িয়ে ১ হাজার ১৩৯ দিন ছুটি ভোগ করেন।

সর্বশেষ করোনা মহামারীর সময়ে ২৯ মার্চ আবারও অস্ট্রেলিয়া যাওয়ার জন্য ভিসির কাছে ছুটির আবেদন করেন তিনি। কিন্তু ওই সময় সরকারি কর্মকর্তাদের নিজ কর্মস্থলে উপস্থিত থাকার সরকারি নির্দেশনা থাকায় ভিসি তার ছুটি মঞ্জুর করেননি। শাহীন হাসান এসবের তোয়াক্কা না করেই অস্ট্রেলিয়া চলে যান। একপর্যায়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চিঠির প্রেক্ষিতে ৯ আগস্ট তিনি দেশে ফেরেন।

শাহীন হাসান চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, তাকে হেয়প্রতিপন্ন করার জন্যই এসব অপপ্রচার চালানো হচ্ছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমি কখনও কারও প্রভাব খাটাইনি। আমার প্রভাবশালী কেউ নেই। যথাযথ নিয়ম মেনেই বিভিন্ন সময়ে ছুটি নিয়েছি। বিশ্ববিদ্যালয়ের গাড়ি এবং গেস্ট হাউসও ব্যবহার করেছি প্রশাসনের অনুমতি নিয়েই।

ভিসি অধ্যাপক মোহাম্মদ আলাউদ্দীন বলেন, তিনি অনুমতি না নিয়েই করোনা মহামারীর মধ্যে অস্ট্রেলিয়া গিয়ে প্রায় ৪ মাস ছিলেন। এর আগেও নানা অজুহাতে ছুটি নিয়ে বাইরে গেছেন। তিনি অনুমতি ছাড়া বিশ্ববিদ্যালয়ের গাড়ি ও গেস্ট হাউস ব্যবহার করেছেন। তাকে চিঠি দিয়েছি। সিন্ডিকেটেও এ বিষয় উঠাতে চেয়েছি। তার প্রভাবের কারণে তা পারিনি। তিনি বিশ্ববিদ্যালয়ের কোনো নিয়মকানুনই মানেন না। কিছু বলতে গেলেই চড়াও হন। তার কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসন অসহায়।

দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি - dainik shiksha দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি আকাশে তিনটি ড্রোন ধ্বংস করেছে ইরান, ভিডিয়ো প্রকাশ - dainik shiksha আকাশে তিনটি ড্রোন ধ্বংস করেছে ইরান, ভিডিয়ো প্রকাশ অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন - dainik shiksha অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন আমি সরকার পরিচালনা করলে কৃষকদের ভর্তুকি দিবই: প্রধানমন্ত্রী - dainik shiksha আমি সরকার পরিচালনা করলে কৃষকদের ভর্তুকি দিবই: প্রধানমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি - dainik shiksha বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ - dainik shiksha শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল - dainik shiksha ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0078980922698975