ডুয়েটে পরীক্ষা দিতে পারেনি অনেক শিক্ষার্থী - Dainikshiksha

সূচিতে পরিবর্তনডুয়েটে পরীক্ষা দিতে পারেনি অনেক শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক |

সূচিতে পরিবর্তনের কারণে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ভর্তি পরীক্ষায় অনেক পরীক্ষার্থীই অংশ নিতে পারেননি। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী সোমবার তিন শিফটে এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়েছে।

ঢাকা থেকে ডুয়েটের ভর্তি পরীক্ষা অংশ নিতে আসা শান্তা ইসলাম বলেন, ‘ডুয়েটে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য দীর্ঘদিনের প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু পরীক্ষার শিডিউল পরিবর্তন করার কারণে অংশই নিতে পারিনি। ভর্তি পরীক্ষার জন্য দেওয়া আবেদনপত্রে আমাদের মোবাইল ফোন নম্বর দেওয়া রয়েছে। তারা ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের তারিখ পরিবর্তনের খবরটি ফোনে ম্যাসেজ করে জানাতে পারত।’

তিনি বলেন, ‘তার ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে (রোল-৩১১৯১) পরীক্ষা অনুষ্ঠানের সময়সূচি লেখা রয়েছে। সেখানে সোমবার দুপুর ২টায় পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।

একই কথা জানালেন পরীক্ষার্থী  তানবীর কবির, ‘সোমবার দুপুর দেড়টার দিকে ক্যাম্পাসে গিয়ে জানতে পারি কর্তৃপক্ষ আগের সূচি পরিবর্তন করেছে। নতুন সময়সূচি অনুযায়ী মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ভর্তি পরীক্ষা সকাল সাড়ে ১১টায় শুরু হয়ে দেড়টায় শেষ হয়ে গেছে।” 

তিনি বলেন, পরীক্ষার সময় কয়েক ঘণ্টা এগিয়ে নেওয়ায় তাদের মত শতাধিক পরীক্ষার্থী ওই পরীক্ষায় অংশই নিতে পারেননি। এতে দৈহিক ও মানসিক কষ্ট ছাড়াও তাদের অর্থ ও সময় নষ্ট হয়েছে। পরীক্ষা দিতে না পারা পীক্ষার্থীরা ডুয়েট কর্তৃপক্ষের কাছে তাদের পরীক্ষা দেওয়ার সুযোগ চাইলে কর্তৃপক্ষ তা নাকচ করে দেয়। 

এ ব্যাপারে ভর্তি পরীক্ষা কমিটির সমন্বয়ক আব্দুল হান্নান বলেন, আগে ভর্তি পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গত ২৪ অক্টোবর এবং গত ১ নভেম্বর ডুয়েটের ওয়েবসাইটে ও প্রধান ফটকে তিন শিফটে পরীক্ষা অনুষ্ঠানের সূচি ছাপিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তিন শিফটে ১২ হাজার ১০৯ জন বৈধ পরীক্ষার্থী ছিল। পরীক্ষায় কতজন অংশ নিয়েছেন কিংবা কতজন অনুপস্থিত ছিলেন, সে তথ্য জানতে চাইলে তা তিনি দেননি। 

শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.007396936416626